DIY || এসো নিজে করি || 🦌🦌 পোস্টার রং দিয়ে আঁকা সাদা একটি হরিণের পেইন্টিং 🦌🦌 ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG_20220226_112110.jpg

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20220222_124818.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটি আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই খাতাটার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে দিলাম।

IMG_20220222_125124.jpg

ধাপ ২ :

তারপর কালার নীল কালার দিয়ে একটি গারো নীল কালার তৈরি করে নিলাম। তারপর সে কালার দিয়ে উপরের অংশটা সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220222_125525.jpg

IMG_20220222_125644.jpg

IMG_20220222_130227.jpg

ধাপ ৩ :

তারপর মাঝখানে নীল রং দিয়ে একটি বড় পাথর রং করে নিলাম। তারপর সেই পাথরটা সাথে হালকা নীল রং দিয়ে আরও একটি পাথর রং করে নিলাম।

IMG_20220222_131021.jpg

IMG_20220222_131025.jpg

ধাপ ৪ :

তারপর গোলাপি আর নীল রঙ দিয়ে একপাশে সুন্দর রংধনুর মত করে কিছুটা রং করে নিলাম।

IMG_20220222_132823.jpg

IMG_20220222_132959.jpg

ধাপ ৫ :

তারপর অপর পাশে হলুদ আর কমলা কালার রং দিয়ে সুন্দর করে বাকি অংশটা রং করে নিলাম।

IMG_20220222_133337.jpg

IMG_20220222_134045.jpg

ধাপ ৬ :

তারপর নিচের অংশটা গারো নীল রং দিয়ে রং করে নিলাম। তারপর কালো রঙের কিছু পানির মত ছাপ রং করে নিলাম।

IMG_20220222_134252.jpg

IMG_20220222_134628.jpg

IMG_20220222_134845.jpg

ধাপ ৭ :

তারপর পানির মধ্যে সাধারণ দিয়ে একটি হরিণ সুন্দর করে রং করে নিলাম। তখন হরিণের ছায়াটা পানির মধ্যে অনেক সুন্দর দেখায়।

IMG_20220222_135340.jpg

IMG_20220222_140006.jpg

ধাপ ৮ :

তারপর সাদা রং দিয়ে বড় গাছের ডাল এর মত করে হরিণের শিং দুটোকে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20220222_140339.jpg

IMG_20220222_140911.jpg

IMG_20220222_140917.jpg

ধাপ ৯ :

তারপর সাধারণ দিয়ে পানির মধ্যে কিছু পানির ঢেউ রং করে নিলাম। তখন হরিণের টাকে দেখতে আরও অপুরুপ সুন্দর দেখায়।

IMG_20220222_141405.jpg

IMG_20220222_141408.jpg

ধাপ ১০ :

এইভাবে হরিণের পেইন্টিংটা আঁকা শেষ করে নিলাম। তারপর খাতার চারপাশ থেকে মাস্কিং টেপ গুলো সরিয়ে নিলাম।

IMG_20220222_141639.jpg

IMG_20220222_141910.jpg

শেষ ধাপ :

এইভাবে সুন্দর একটি পেইন্টিং অংকন করে নিলাম। আশা করব আমার এই হরিণের পেইন্টিং আমাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG_20220226_112050.jpg

IMG_20220226_112057.jpg

IMG_20220226_112044.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

🦌 ধন্যবাদ সবাইকে 🦌

Sort:  
 3 years ago 

সাদা হরিণ এর ছবিটা আপনি যে নিখোঁজ হাতে অংকন করেছেন এতে কোন সন্দেহ নেই। আপনার প্রতিটি অংকন অনেক দৃষ্টিনন্দন হয়। বরাবরের মতো এই চিত্র অংকন টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

পোস্টার রং দিয়ে আঁকা সাদা একটি হরিণের পেইন্টিংটি দেখতে খুব সুন্দর লাগছে আপনার পেইন্টিং গুলো বরাবরই আমার কাছে অনেক অনেক ভালো লাগে এভাবেই আমাদের মাঝে সুন্দর সুন্দর পেইন্টিং উপহার দিবেন সেই প্রত্যাশাই করি শুভকামনা রইল আপনার জন্য প্রিয় আপু

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗

ওয়াও অনেক সুন্দর হয়েছে আপু হরিণের ছবিটি। আপনি বরাবরের মতো অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেন। আজকের পেইন্টিং টি কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে রংধনু গুলো অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🥰🥰

 3 years ago 

সাদা হরিণ এর অসাধারন একটি পেইন্টিং করেছেন আপনি। আপনার পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি পেইন্টিং করার পুরো প্রসেসটি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার পেইন্টিং টি দেখে আমি খুবই মুগ্ধ হলাম।আপনি খুব সুন্দর করে পোস্টার রং দিয়ে আঁকা সাদা একটি হরিণের পেইন্টিং করেছেন। আসলে এই ধরনের পেইন্টিং করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপসমূহ উপস্থাপন করেছেন । দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পোস্টার রং দিয়ে আপনি আবারো খুবই সুন্দর একটি হরিণের পেইন্টিং করলেন আপু। দেখতে খুবই সুন্দর লাগছে। একদম বাস্তব মনে হচ্ছে আমার কাছে। এক কথায় অসাধারণ লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য যেন এভাবে আরো নুতন নুতন এবং সুন্দর সুন্দর পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

 3 years ago 

কি সুন্দর ছবি এঁকেছেন।আপু আমার কাছে বেশি ভালো লেগেছে হরিনের শিং গুলা।ব্যাকগ্রাউন্ডের রঙ গুলা বেশ সুন্দর হয়েছে। অসাধারণ ছিলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে আপু আপনার পেইন্টিং টি। দেখেছি হরিণ বিচিত্র রঙের হয় কিন্তু এখন তো দেখি হরিণ সাদা রঙের 😁। যাইহোক এটিও কিন্তু অদ্ভুত এক ধরনের ভালো লাগতেছে। আর খুবই সুন্দরী খেয়েছেন আপু ভালো থাকবেন আর এভাবেই নতুন নতুন কিছু পেইন্টিং আমাদেরকে উপহার দিবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

 3 years ago 

পোস্টার রং দিয়ে একটি সাদা হরিণ এর চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। আপনার প্রতিটি চিত্র অংকন আমার কাছে খুবই ভালো লাগে। আজকের অঙ্কিত চিত্র টি অসম্ভব সুন্দর হয়েছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া 🤗🤗

 3 years ago 

আবারো আপনি অসাধারণ একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দিয়ে আপনি আপনার প্রতিভার পরিচয় দিয়ে দিলেন। খুবই সুন্দর একটি পেইন্টিং যা দেখেই মুগ্ধ হয়ে গেলাম। সাদা রংয়ের হরিণটি নীল পানির উপর দাঁড়িয়ে আছে খুবইচমৎকার একটি দৃশ্য যা দেখেই চোখের নজর কেড়ে নিচ্ছে। পোস্টার রং ব্যবহার করে খুব সুন্দর একটি সাদা হরিণের পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33