জেনারেল রাইটিং :- সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি খুঁজতে খুব ব্যস্ত।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

20230703_205914_0000.jpg

সাফল্য হচ্ছে এমন যে পায় সে সব সময় সাফল্য খুঁজতে থাকে। সাফল্য মানুষকে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। কোন মানুষজন যখন কোন কাজ করে সফল হয় তখন তার মন-মানসিকতা অনেক পরিবর্তন হয়। একজন সফল মানুষ হচ্ছে পৃথিবীতে সুখী মানুষ। তবে সাফল্য পেতে হলে আপনাকে অনেক ধৈর্য এবং কষ্ট করতে হবে। সাফল্য অনেক ধরনের পেতে পারেন।

যেমন আপনি কোন কাজে খুঁজতে থাকেন সাফল্য কিভাবে পাবেন । যখন এটি আপনি বারবার খুঁজতে থাকবেন বা বারবার কাজ করতে থাকবেন। আপনি কোন কাজে যদি ব্যর্থ হন যদি আর না করার চেষ্টা করেন তাহলে সাফল্য পাবেন না। যদি ব্যর্থ থেকে আপনি শিক্ষা নিয়ে সফল হতে পারেন তাহলে সাফল্য আপনাকে ধরা দিবে। আর সাফল্য একদিন আসে না। এটি আপনি খুঁজতে হবে তারপর সাফল্যে পাবেন। যখন একজন ছাত্র পরীক্ষার আগেই অনেকক্ষণ পড়ালেখা করে শুধু ভালো একটা রেজাল্ট করার জন্য।

তার মূল লক্ষ্য হচ্ছে কি সে পরীক্ষা ভালো রেজাল্ট করবে। এই কারণে যে সাফল্য খুঁজতে থাকে কি করলে সে সফল হবে। যখন সে ভালো রেজাল্ট করে তখন তার কষ্টটা সার্থক হয়েছে। এরপর সে সামনের দিনগুলোতেও সাফল্য পাওয়ার জন্য চেষ্টা করবে। তবে মনে রাখবেন কোন অলস লোক সাফল্য পাই না। কারণ তার কোন লক্ষ্যই থাকেনা সে সাফল্য খোঁজে না। আর অনেক সময় ঘুমের মানুষও সফল হতে পারে না। তবে সাফল্য পেতে হলে কষ্ট এবং ধৈর্য দুটিই থাকতে হবে।

সাফল্য সাধারণত তাদের কাছে আছে যারা সাফল্যর জন্য ব্যস্ত থাকে বা পরিশ্রম করতে ব্যস্ত থাকে। তবে মানুষের বড় গুন হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে কোন কাজ করলে আপনি সফল হবেন। সাধারণত পরিশ্রম যারা মেধা খরচ করে তারাই সাফল্য পেয়ে থাকে। অলস লোক বা ঘুমের লোক দিয়ে সাফল্য অর্জন করা যায় না। তারা সফল হতে হলে অনেক কষ্ট করতে হবে। আর অলস লোকগুলো কখনো কষ্টই করে না এই কারণে তারা সাফল্য পাইনা। অনেক সময় অলস লোক গুলো সাফল্যকে অভিশাপ দিয়ে থাকে। কিন্তু তাদের কোন সাফল্য থাকে না এই কারণে।

আর পরিশ্রম লোকগুলো সাফল্যকে আশীর্বাদ মনে করে। কারণ তাদের কাছে চেষ্টা থাকে এবং তারা তাদের মেধা খরচ করে। আর যদি আপনি আপনার মেধা এবং পরিশ্রম খরচ করেন তাহলে সফল ইনশাল্লাহ একদিন হবেন। পরিশ্রমের কারণে সাফল্য আপনার কাছে এমনিতে আসবে। আপনি বারবার কোন কাজ করে থাকেন তখন সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে। মানুষ সফল হতে হলে পরিশ্রম এবং কাজ করতে হবে। তখন আপনার কাছে সবকিছু একদম ইজি মনে হবে। যেমন ধরেন একজন ঘুমের মানুষকে জাগানো যায়।

আর একজন জাগিয়ে ঘুম যাওয়া মানুষকে জাগানো যায় না। কারণ সেই ঘুমের বায়না ধরে শুয়ে থাকে। তাই পক্ষান্তরে সব মানুষকে পরিশ্রম এবং মেধা খরচ করতে হবে। যদি এগুলো খরচ করেন তাহলে সাফল্য আপনার কাছে এমনিতে আসবে। তখন সাফল্য খুঁজতে খুব ব্যস্ত থাকবেন। আর সফল হলে সবকিছু আপনার কাছে অনেক ভালোই লাগবে। এবং মনেতে শান্তি ও থাকবে। আর পরিশ্রম হচ্ছে সাফল্য চাবিকাঠি।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 last year 

আপু খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন। খুব ভালো লাগলো পড়ে। বাস্তব সত্যি কথা লিখেছেন কোন কাজে সাফল্য তাদের কাছেই আসে যারা তা খুঁজতে থাকে।আসলে কাজে ব্যর্থ হয়ে থেমে গেলে চলবে না।সেই ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।তবেই সফলতা আসবে। সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

হ্যাঁ আপু কাজে ব্যর্থ হলে থেমে থাকলে চলবে না ।কাজ থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার অসাধারণ মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

পরিশ্রমের মাধ্যমে যারা সাফল্যকে খুঁজে তাদের কাছে সাফল্য এসে ধরা দেয়। পরিশ্রম ছাড়া সাফল্য এমনিতে আসে না। সাফল্যের জন্য লক্ষ্য অনুযায়ী কাজ ঠিক করে কাজকে দুটো গতিতে এগিয়ে নিতে হয়। এত সুন্দর বিষয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক বলেছেন পরিশ্রম ছাড়া সাফল্য এমনিতে আসে না। আপনার মত শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যি বলেছেন আপু সাফল্য তাদের কাছে আসে যারা সাফল্যকে খুঁজতে ব্যস্ত থাকে। আর এইটাও সত্যি যে যারা পরিশ্রমী তারা সাফল্যকে আশীর্বাদ মনে করেন। সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

খুব স্বাবলম্বী মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন সাফল্য তাদের কাছে আছে যারা পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করে। তবে অলস লোক গুলো সফলতা আসে না। যদি আপনি নির্দিষ্ট কোন কিছু চিন্তা করে পরিশ্রম করেন তাহলে আপনি সফলতা অবশ্য পাবেন। আর যারা পরিশ্রম করে তাদেরকে সফলতা খোঁজে। আপনি যদি একবার সফল হন তাহলে আপনি বারবার সফল হওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

সফলতা এমনি এমনি মানুষের কাছে আসে না। সাফল্য পেতে হলে আপনাকে পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

খুব চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সাফল্য শব্দটা খুবই ছোট হলেও এর মহত্ব অনেক বেশি। সাফল্য পেতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে তাহলে অবশ্যই সাফল্যের দেখা পাওয়া সম্ভব বলে আমি মনে করি। পরিশ্রম এবং মেধা দিয়ে যদি কোন কিছু খোঁজার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই সেটা ধরা দেবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

প্রত্যেকটা কাজের সফলতা হওয়া যায়। আর এই কাজ গুলো দেখে ধরে করতে হবে। খুব সুন্দর মন্তব্য করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু পরিশ্রমের মাধ্যমে যারা সাফল্যকে খুঁজে তাদের কাছে সাফল্য এসে ধরা দেয়।সততা ও পরিশ্রমের মাধ্যমে সামনে এগোলে একদিন না একদিন সফল হবেই। সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ঠিক বলেছেন সততা এবং পরিশ্রমের মাধ্যমে এগোতে হবে তাহলে একদিন সফলতা পাওয়া যাবে। অসাধারণ মতো পেছনে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58304.13
ETH 2575.50
USDT 1.00
SBD 2.43