DIY || এসো নিজে করি || পোস্টার রং দিয়ে আঁকা দোলনার পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20211212-WA0028.jpg

আঁকার উপকরণ :

✓ ক্যানভাস বোর্ড
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20211202_104916.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা ক্যানভাস বোর্ড নিয়ে নিলাম। তারপর সে ক্যানভাস বোর্ডের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

IMG_20211208_164423_mfnr.jpg

ধাপ ২ :

তারপর সেই ক্যানভাস বোর্ডের উপরের অংশে সাদা আর নীল কালার দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তখন উপরের অংশটা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211208_164948_mfnr.jpg

IMG_20211208_165234_mfnr.jpg

IMG_20211208_165837_mfnr.jpg

ধাপ ৩ :

তারপর সাদা আর সবুজ রং মিশিয়ে একটা সুন্দর কালার তৈরি করে নিলাম। তারপর সেই কালারটা দিয়ে নিচের অংশ সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20211208_170530_mfnr.jpg

IMG_20211208_170701_mfnr.jpg

IMG_20211208_173116_mfnr.jpg

ধাপ ৪ :

তারপর সেই কালার এর উপরে পেন্সিল দিয়ে সুন্দর করে একটা গাছ নিলাম। তারপর সেই গাছের ডালের সাথে ছোট ছোট কিছু আরো ডাল এঁকে নিলাম।

IMG_20211208_173749_mfnr.jpg

IMG_20211208_174352_mfnr.jpg

IMG_20211208_174359_mfnr.jpg

ধাপ ৫ :

তারপর কালো রং দিয়ে গাছের ডালগুলো কে সুন্দর ভাবে রং করে নিলাম। তখন গাছের ডালগুলো দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211208_175310_mfnr.jpg

IMG_20211208_180157_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর সবুজ রং দিয়ে গাছের ডালের উপরে ছোট ছোট ঝোপের মত করে রং করে নিলাম।

IMG_20211208_182744_mfnr.jpg

IMG_20211208_182754_mfnr.jpg

IMG_20211208_182803_mfnr.jpg

ধাপ ৭ :

তারপর সবুজ পাতার উপরে গোলাপি রং দিয়ে ছোট ছোট করে কিছু ফুল রং করে নিলাম।

IMG_20211208_184308_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর সেই ফুলের উপরে গাছের ডালগুলো কে আবার সুন্দর করে রং করে নিলাম। তখন পুরো গাছটাকে দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211208_185216_mfnr.jpg

IMG_20211208_185221_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর গাছের ডালের সাথে ছোট্ট একটা দোলনা রং করে নিলাম। দোলনার কারণে পেইন্টিং টা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211208_192014_mfnr.jpg

IMG_20211208_192403_mfnr.jpg

ধাপ ১০ :

তারপর সেই দোলনার দুপাশে রশির সাথে ছোট ছোট করে কিছু গোলাপ ফুল রং করে নিলাম। তারপর গোলাপ ফুল গুলোর সাথে সবুজপাতা ও রং করে নিলাম।

IMG_20211208_192527_mfnr.jpg

IMG_20211208_192923_mfnr.jpg

ধাপ ১১ :

তারপর সেই দোলনার নিচে ছোট ছোট করে কিছু ঘাস রং করে নিলাম। তারপর সেই ঘাসের উপরে ছোট ছোট কিছু ফুল রং করে নিলাম।

IMG_20211208_193325_mfnr.jpg

IMG_20211208_193331_mfnr.jpg

ধাপ ১২ :

এভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং এঁকে নিলাম। তারপর ক্যানভাস বোর্ডের চারপাশে মাস্কিং টেপ গুলো সরিয়ে নিলাম।

IMG_20211208_193606_mfnr.jpg

IMG_20211208_193513_mfnr.jpg

শেষ ধাপ :

তারপর এইভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং তৈরী করে নিলাম। কি করব আমার আকাশে পেইন্টিংটা আপনাদের সকলের খুব ভালো লাগবে।

IMG-20211212-WA0004.jpg

IMG-20211212-WA0003.jpg

IMG-20211212-WA0037.jpg

IMG-20211212-WA0007.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211212-WA0041.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আজকের পেইন্টিং তাও তোমার অনেক সুন্দর হয়েছে। প্রতিটা পেইন্টিং আমার খুবই ভালো লাগে। শুভকামনা রইল তোমার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক সুন্দরভাবে একটি দোলনার চিত্র অঙ্কন করেছেন আপু। আপনার এই দোলনার চিত্র অংকন টি আমার কাছে অসম্ভব ভাল লেগেছে ,আপনার অংকন এর মধ্যে গাছের ডাল এবং গাছের ফুল পাতা এই তিনটি দৃশ্য আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ।আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর সুন্দর পেইন্টিং উপস্থাপন করে থাকেন, আপনার পেইন্টিং গুলো একদম হৃদয় ছোঁয়ার মত। এত সুন্দর সুন্দর মনমুগ্ধকর পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর মনমুগ্ধকর পেইন্টিং আশা করব, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার অঙ্কন করা চিত্র গুলো সত্যি তাকলাগিয়ে দেওয়ার মতো।এই চিত্র টা বেশ ভালো লেগেছে। ‌‌কেমন যেন একটা ন্যাচারাল ভাব আছে। গাছের ডালে দোলনা দুলছে, গাছে রঙিন ফুল ফুটেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু 🥰

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু সত্যি ছবিগুলো এত সুন্দর করে তুলেছেন যা বলার মতো না। পোস্টার রং এ আপনার আজকের আঁকা গাছে ঝুলন্ত দোলনা টি সত্যিই অসম্ভব সৌন্দর্যের পরিচয় দিয়েছে।
ছবিতে প্রয়োগকৃত রং এর ব্যবহারের ফলে তা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ আপু পোস্টার রং দিয়ে দারুন একটি দোলনার পেইন্টিং আপনি আমাদের মাঝে উপহার দিয়েছেন ।আপনার পেইন্টিং গুলো আমি নিয়মিতই দেখি, আপনার পেইন্টিং গুলো আমি যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর এবং প্রফেশনাল ভাবে আপনি পেইন্টিং গুলো তৈরি করেন । পেইন্টিং তৈরি করার প্রতিটি ধাপ অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রঙ ব্যবহার করে সুন্দর একটি গাছের সাথে দোলনা ছবি এঁকেছেন। যা দেখে আমি মুগ্ধ। খুব নিখুত করে একেছেন।শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে খুবই সুন্দর দোলনার চিত্র অঙ্কন করেছেন। এটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে অঙ্কনটি উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা দোলনার পেইন্টিং জাস্ট অসাধারণ।। আমিতো মুগ্ধ হয়ে গেছি আপনার পেইন্টিং দেখে ।দেখতে অনেক অনেক অনেক সুন্দর দেখাচ্ছে ।বিশেষ করে কালার কম্বিনেশন টা খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ।সেইসাথে ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা গাছের ডালে দোলনা অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে অংকন করেন। এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে যেন বাস্তবে কোন গাছের ডালে দোলনা ঝুলে আছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

পোস্টার রং দিয়ে খুবই সুন্দর একটি দোলনা এঁকেছেন আপু ।দেখতে খুবই সুন্দর লাগছে ।প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57962.42
ETH 3050.85
USDT 1.00
SBD 2.25