DIY || এসো নিজে করি || পোস্টার রং দিয়ে আঁকা সুন্দর একটা পেইন্টিং ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20211221_131141.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই খাতার উপরে পেন্সিল দিয়ে সুন্দর করে একটা স্কেচ তৈরী করে নিলাম।

IMG_20211221_132100.jpg

IMG_20211221_132213.jpg

ধাপ ২ :

তারপর আমি সেই খাতাটার উপরের অংশের নীল রং দিয়ে সুন্দরভাবে রংপুরে নিলাম। তখন উপরের নীল রঙের আকাশ দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_132403.jpg

IMG_20211221_132619.jpg

IMG_20211221_132629.jpg

ধাপ ৩ :

তারপর আকাশের নিচে কালো রং দিয়ে ছোট ছোট কিছু পাহাড় রং করে নিলাম। তখন পাহাড় টা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_133235.jpg

IMG_20211221_133447.jpg

ধাপ ৪ :

তারপর এর একপাশে সবুজ রং দিয়ে সুন্দরভাবে মাঠ রং করে নিলাম। তখন নিচের অংশের কারণে দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_133825.jpg

IMG_20211221_133918.jpg

ধাপ ৫ :

তারপর অপর অংশের আরো একটু সবুজ রং দিয়ে রং করে নিলাম। তারপর সবুজ রঙের উপরে হলুদ রং দিয়ে ছোট ছোট কিছু ঘাস রং করে নিলাম।

IMG_20211221_134106.jpg

IMG_20211221_134801.jpg

IMG_20211221_134821.jpg

ধাপ ৬ :

তারপর ঘাসের মাঠের মাঝখানে ছোট্ট একটা রাস্তা রং করে নিলাম। তখন রাস্তাটার কারণে দুপাশ দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_134918.jpg

IMG_20211221_134945.jpg

IMG_20211221_135232.jpg

ধাপ ৭ :

তারপর রাস্তার একপাশে ছোট্ট একটা গাছের ঢাল রং করে নিলাম। তারপর বড় গাছটার অনেকগুলো ছোট ছোট ঢাল বের করে নিলাম।

IMG_20211221_140039.jpg

IMG_20211221_140210.jpg

IMG_20211221_140231.jpg

ধাপ ৮ :

তারপর রাস্তার অপর পাশে আরও একটা গাছের ডাল রং করে নিলাম। তখন দুটো গাছের ডাল দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_140416.jpg

IMG_20211221_140441.jpg

IMG_20211221_140552.jpg

ধাপ ৯ :

তারপর বড় গাছটার ডালের মধ্যে হলুদ রং দিয়ে ছোট ছোট কিছু পাতা রং করে নিলাম।

IMG_20211221_140903.jpg

IMG_20211221_141017.jpg

IMG_20211221_141020.jpg

ধাপ ১০ :

তারপর অপর গাছটার ওপরে ও হলুদ রং দিয়ে ছোট ছোট করে গাছের পাতার রং করে নিলাম। তখন হলুদ পাতা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211221_141120.jpg

IMG_20211221_141208.jpg

IMG_20211221_141215.jpg

ধাপ ১১ :

তারপর বড় গাছের হলুদ পাতার উপরে কমলা রঙের ছোট ছোট কিছু পাতার রং করে নিলাম। তখন বড় গাছটা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_141319.jpg

IMG_20211221_141417.jpg

IMG_20211221_141454.jpg

ধাপ ১২ :

তারপর অপর গাছের উপরে ও হলুদ রঙের উপরে কমলা কালারের কিছু পাতা রং করে নিলাম। তখন দুটো গাছ দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_141648.jpg

IMG_20211221_141656.jpg

IMG_20211221_142001.jpg

ধাপ ১৩ :

তারপর নিচে ঘাসের উপরে ছোট ছোট কিছু ফুলের পাতা ছড়িয়ে দিলাম। যখন ফুলের পাতা গুলো দেখতে আরো অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_142101.jpg

IMG_20211221_142229.jpg

IMG_20211221_142434.jpg

ধাপ ১৪ :

ভাবে দুটো ফুল গাছের সুন্দর একটা রাস্তার অনেক সুন্দর পেইন্টিং অঙ্কন করে নিলাম। তখন পেন্টিং টা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211221_142621.jpg

IMG_20211221_142625.jpg

IMG_20211221_142727.jpg

শেষ ধাপ :

এইভাবে আমার আঁকা পেইন্টিং টা শেষ করে নিলাম। আশা করি আমার আঁকা এই পেইন্টিং আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

পেইন্টিং সহ আমার একটি ছবি

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

পোস্টার রং দিয়ে আপনি প্রাকৃতিক পরিবেশের খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন আমার কাছে বেশ ভাল লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার অনেকগুলো দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন শুভকামনা থাকলো আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপু আপনার করা পেইন্টিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে। দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সবুজ মাঠ, গাছের পাতা এবং আকাশ সবকিছুই খুব সুন্দর হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে পেইন্টিং করার পদ্ধতিও বর্ণনা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

শীতকালে গাছের পাতা ঝরে পড়ে তার দৃশ্য জলরং এর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছেন। চিত্রে দেখা যাচ্ছে গাছের পাতাগুলো ঝরে পড়ছে। দৃশ্যটি আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

পোস্টার কালার দিয়ে খুবই সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন আপনি । আপনার অঙ্কন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই অংকটা অসাধারণ লেগেছে। সুন্দর ছিল উপস্থাপনাটা। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে একটি পেইন্টিং অঙ্কন করেছেন। আপনার অঙ্কন করা এই পেইন্টিংটি দেখে সত্যিই আমি মুগ্ধ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে step-by-step তুলে ধরেছেন। আপনার এই পেইন্টিং এর মধ্যে সবুজ ঘাসের মাঝ দিয়ে রাস্তার দৃশ্যটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সকলের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম পেইন্টিং আশা করব। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

পোস্টার রং দিয়ে খুবই সুন্দর পেইন্টিং ম করেছেন। এই দৃশ্যটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে সত্যিই আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

বাহ আপু অনেক সুন্দর একটা পেইন্টিং তৈরি করেছেন আপনি। এটি সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। একটা রাস্তার দুপাশে অনেক সুন্দর গাছের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনি অঙ্কন করেছেন আপু। ব্যক্তিগতভাবে আমার কাছে আপনার এই দৃশ্যটি অনেক ভালো লেগেছে। আরও একটি জিনিস আমার কাছে সব থেকে ভালো লেগেছে সেটি হচ্ছে আপনার ছবি অংকন এর ধাপ সমূহ। প্রত্যেকদিন ধাপ আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা করতে সক্ষম হয়েছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.pngPB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্টার রং দিয়ে আঁকা সুন্দর একটি পেইন্টিং দারুণভাবে অঙ্কন করেছেন।খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার হাতের কাজ খুব পরিষ্কার। আপনার জন্য শুভকামনা রইল।
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67128.47
ETH 3124.75
USDT 1.00
SBD 3.70