DIY (এসো নিজে করি) চাঁদনী রাতের সুন্দর পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের দৃশ্য। এই রকম ছোট ছোট দৃশ্যগুলো আঁকতে আমার খুব ভালো লাগে। সেই দৃশ্যগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুব ভালো লাগে। এভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকার চেষ্টা করি আমি। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

আঁকার উপকরণ :

• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি গারো নীল কালার দিয়ে উপরের কালার টা নীল করে নিলাম। যাতে উপরের কালার দেখতে চকচকে মনে হয়। তারপর এভাবে প্রায় অর্ধেক কালার দিয়ে রং করে নিলাম।

ধাপ ২ :

তারপর নীল কালারের নিচে আকাশী কালার দিয়ে নিচের অংশের রঙ করতে থাকি। এইভাবে নিচের অংশ নীল কালার রং করে নিলাম। তখন দুটো কালার দেখতে অনেকটাই সুন্দর লাগে।

ধাপ ৩ :

তারপর সাদা রং দিয়ে দুটো কালারের উপরে সুন্দর ভাবে মিশিয়ে নিলাম। তখন সাদা কালার দিয়ে মিশানোর কারণে পুরো কালার টা একসাথে মিশে যায়। তখন দুটো কালার অনেক সুন্দর দেখা যায়।

ধাপ ৪ :

তারপর নীল আকাশের এক পাশে সাদা রং দিয়ে চাঁদের একটা বৃত্ত রং করে নিলাম। তারপর সে বিতর মাঝখানে সাদা রং দিয়ে ছোট একটা চাঁদ রং করে নিলাম। তখন চাঁদ টা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

ধাপ ৫ :

তারপর পেন্সিল দিয়ে সুন্দরভাবে দুটো গাছ এঁকে নিলাম। তারপর গাছগুলোর মাঝখানের সুন্দর একটা ঘর এঁকে নিলাম। যাতে পেন্সিল দিয়ে আঁকা রং করতে অনেক সুবিধা হয়।

ধাপ ৬ :

তারপর নিচে একটা জায়গা সুন্দরভাবে কালো রং দিয়ে রং করে নিলাম। যাতে অন্ধকারে বোঝা যায় যেন একটা সুন্দর মাঠ। সেজন্য প্রথমে কালো রং দিয়ে নিচের দিকে সুন্দরভাবে রং করে নিলাম।

ধাপ ৭ :

তারপর কালো রং দিয়ে গাছের বড় একটা ডাল সুন্দরভাবে রং করে নিলাম। তারপর সেই ঘরটাকে কালো রং দিয়ে রং করতে থাকি। তখন এভাবে পুরো ঘর সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

ধাপ ৮ :

তারপর আরও একটা গাছের ডাল সুন্দরভাবে রং করে নিলাম। তারপর দুটো গাছের মধ্যে ছোট ছোট করে কিছু গাছের ডাল রং করে নিয়ে নিলাম। যাতে সেই ডালের অনুযায়ী ছোট ছোট পাতা রং করতে পারি।

ধাপ ৯ :

তারপর কালো রং দিয়ে বড় গাছ তার উপরে ছোট ছোট করে ঝোপ দিয়ে নিলাম। এভাবে অনেক সুন্দর করে বড় গাছটাকে ধীরে ধীরে রং করে নিলাম। তখন বড় গাছটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে।

IMG_20211115_150409.jpg

IMG_20211115_150357.jpg

ধাপ ১০ :

তারপর এভাবে ছোট গাছটাকে ও সুন্দরভাবে রং করতে থাকি। ধীরে ধীরে ছোট গাছটাকে ও সুন্দরভাবে রং করে নিলাম। এইভাবে অনেক সুন্দর দুটো গাছ রং করে নিলাম। তখন গাছগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211115_150425.jpg

IMG_20211115_150436.jpg

ধাপ ১১ :

তারপর ছোট ঘরের মধ্যে সুন্দর একটা জানালা রং করে নিলাম। এইভাবে অনেক সুন্দর একটা চাঁদনী রাতের দৃশ্য অঙ্কন করে নিলাম। এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে।

IMG_20211115_150451.jpg

IMG_20211115_150512.jpg

শেষ ধাপ :

তারপর এভাবে সুন্দর একটা দৃশ্য দেখে নিলাম। এই দৃশ্য গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। আমার আঁকা এই দৃশ্যটা আপনাদের সাথে ভাগ করে নিলাম।

পেইন্টিং সহ আমার একটি ছবি

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

চাঁদনী রাতের পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি একটু দক্ষতার সাথে পেইন্টিংটি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

চাঁদনী রাতের সুন্দর পেইন্টিং আপনি করেছেন। আপনার পেইন্টিং দেখে আমার বরাবরই ভালো লালে। খুবই দক্ষতার সাথে আপনি পেইন্টিংটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

প্রতিদিনের মত আজকেও পেইন্টিংটি অসাধারণ হয়েছে।
অসাধারণ যাকে বলে।

এর থেকে বেশি কিছু আর বলার নাই

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে বলার জন্য

 3 years ago 

বাহ আপু আপনি চমৎকার চিত্র অঙ্কন করতে পারেন। চাঁদনী রাতের সুন্দর পেইন্টিং তৈরি করেছেন। আপনার পেইন্টিং কি প্রশংসার যোগ্য। আপনি চিত্রটির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনি অনেক ধৈর্য্য সহকারে চিত্রটি অঙ্কন করেছে দেখেই বোঝা যাচ্ছে।

আপনাকে অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি, আপনি আমাদের মাঝে আরও সুন্দর সুন্দর চিত্র অংকন নিয়ে আসবেন। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য
আমি প্রতিনিয়ত চেষ্টা করব নতুন কিছু নিয়ে আসার জন্য

ওয়াও আপু অনেক সুন্দর একটি পেন্টিন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চাঁদনী রাতের পেন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতেপারব না ।

ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সাদা নীল আকাশ টা সত্যিই দেখার মতো ছিল। অসাধারণ লাগছে আজকের চাঁদটা কে। আপনি সত্যি দক্ষ আর্টিষ্ট। আমার বিশ্বাস আপনি অনেক ভালো কিছু করবেন ভবিষ্যতে। তবে লেগে থাকতে হবে। আর সঠিক রাস্তায় এগোতে হবে।

 3 years ago 

ধন্যবাদ আপু
আমি চেষ্টা করব সুন্দর কিছু করার জন্য আর দীর্ঘদিন পর্যন্ত লেগে থাকবো

 3 years ago 

আপনি অসাধারণ একটা চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই সুন্দর দেখাচ্ছে মনে হয় যেন বাস্তব কোন রুপ। আমাদের সাথে এত সুন্দর একটা চিত্র অংকন ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার আর্ট করার প্রতিভা এতো প্রখর যা দেখে মুগ্ধ হয়ে যাই। প্রতিদিনের মতো আজকের অংকনটি অসম্ভব সুন্দর ছিল। অনেক অনেক শুভকামনা রইল আপু। 😍

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

দারুণ হয়েছে আপনার চাঁদনী রাতের সুন্দর পেইন্টিং। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করছেন অনেক সুন্দর। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনি যেকোন দৃশ্য অংকন করলে সেটি অসাধারণ সুন্দর হয়। বরাবরের মতো এই দৃশ্যটি অসাধারণ হয়েছে। রাতের বেলায় একটি ছোট্ট ঘরে আলো জ্বলছে সেটা জানালা দিয়ে দেখা যাচ্ছে। আকাশে চাঁদের আলো সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য অংকন করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32