DIY (এসো নিজে করি) রঙিন পেপার দিয়ে নারিকেল গাছের ওয়ালমেট ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের তৈরি ওয়ালমেট। এরকম ছোট ছোট ওয়ালমেট বানাতে আমার খুব ভালো লাগে। তাই এই হাতের কাজগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করতে আমার খুব ভালো লাগে। আশা করব এই সুন্দর ওয়ালমেট টা আপনাদের খুব ভাল লাগবে।

IMG-20211109-WA0022.jpg

আঁকার উপকরণ :

• রঙিন পেপার
• কার্ডবোর্ড
• ঘাম
• কাঁচি
• পেন্সিল
• রাবার

IMG_20211108_215057.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে দুটো গাছ এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে দুটো গাছ সুন্দর ভাবে কেটে নিলাম।

IMG_20211108_215127.jpg

IMG_20211108_215154.jpg

IMG_20211108_215242.jpg

ধাপ ২ :

তারপর সেই ছোট ছোট দুটো গাছ কে জল রং দিয়ে রং করে নিলাম। কালো রং দিয়ে রং করার কারণে গাছ দুটো দেখতে অনেক সুন্দর লাগতেছে।

IMG_20211108_215300.jpg

IMG_20211108_215324.jpg

IMG_20211108_215346.jpg

ধাপ ৩ :

তারপর একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে ছোট ছোট করে ভাঁজ করে নিলাম। তারপর পেন্সিল দিয়ে একটা পাতা থেকে নিলাম। তারপর কাছে দিয়ে অনেকগুলো পাতা কেটে নিলাম।

IMG_20211108_215515.jpg

IMG_20211108_215537.jpg

IMG_20211108_215605.jpg

IMG_20211108_215641.jpg

ধাপ ৪ :

তারপর পাতাগুলোকে কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিলাম। তখন পাতাগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। এইভাবে অনেকগুলো পাতা কেটে নিলাম।

IMG_20211108_215704.jpg

IMG_20211108_215734.jpg

ধাপ ৫ :

তারপর আরো একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে ভাঁজ করে চিকন চিকন করে কেটে দিলাম। এভাবে অনেকগুলো চিকন করে কেটে নিলাম।

IMG_20211108_215904.jpg

IMG_20211108_220108.jpg

IMG_20211108_220232.jpg

ধাপ ৬ :

তারপর চিকন পেপারগুলো সাথে ঘাম লাগিয়ে একটার সাথে একটা ভাঁজ করে নিলাম। তখন এভাবে ভাঁজ করার কারণে ওগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে ঘাসের মত করে অনেকগুলো তৈরী করে নিলাম।

ধাপ ৭ :

তারপর বিভিন্ন রকম রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর রঙিন পেপারের উপরে সুন্দরভাবে একটা ফুল এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে সুন্দর সুন্দর ফুল কেটে নিলাম। এইভাবে অনেকগুলো ফুল কেটে নিলাম।

IMG_20211109_143618.jpg

ধাপ ৮ :

তারপর কার্ডবোর্ড দিয়ে বানানো গাছ দুটোর নিচে ঘাম লাগিয়ে নিলাম। তারপর ঘাম এর উপরে রঙিন পেপার দিয়ে বানানো ঘাস লাগিয়ে নিলাম। তখন নিচের দিকটা ঘাসের মতো মনে হয়।

IMG_20211109_141713.jpg

IMG_20211109_141726.jpg

ধাপ ৯ :

তারপর কার্ডবোর্ড দিয়ে বানানো গাছ দুটো উপরে গাম লাগিয়ে নিলাম। তারপর তার উপরে সবুজ সবুজ পাতা গুলো সুন্দর ভাবে লাগিয়ে নিলাম। তখন কার্ডবোর্ডের উপরে পাতা লাগানো দেখে অনেক সুন্দর লাগে।

ধাপ ১০ :

তারপর বিভিন্ন কালারের বানানো ফুলগুলোকে ঘাসের উপরে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তখন ফুলগুলো লাগানোর কারণে গাছ গুলো দেখতে অনেক সুন্দর লাগে।

ধাপ ১১ :

তারপর সেই ফুল গুলোর উপরে ছোট কিছু পুথি লাগিয়ে নিলাম। পুতি লাগানোর কারণে ফুলগুলো আরো অনেক সুন্দর লাগে। এইভাবে অনেক সুন্দর দুটো নারিকেল গাছের ওয়ালমেট বানিয়ে নিলাম।

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা ওয়ালমেট বানিয়ে নিলাম। আমারও আশা করব আমার এই নারিকেল গাছের ওয়ালমেট আপনাদের খুব ভাল লাগবে।

IMG-20211109-WA0018.jpg

IMG-20211109-WA0021.jpg

IMG-20211109-WA0019.jpg

ওয়ালমেট সহ আমার একটি ছবি

IMG-20211109-WA0020.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

আপনের সকল দক্ষতাটাই অনেক। আপনে যেকোনো জিনিসকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন। আপনার আজকের নারকেল গাছ তৈরিটা অনেক সুন্দর হয়েছে।

শুভ কামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে নারিকেল গাছের পাতাগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের সাথে শেয়ার করেন। এই জিনিস টিও তার ব্যতিক্রম নয়। অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনার ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে। দেয়ালে লাগালে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদেরকে শেখানোর জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago (edited)

লোজাস্ট ওয়াও বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। অনেক সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে একেবারে অরিজিনাল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর ডাই শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পাতাগুলোর জন্য অনেক বেশি ভাল্লাগছে❣️এ কাজ শুধু দৃষ্টিনন্দিত করছে তাই নয় আপনার নিপুণতা,ধৈর্যশীলতা এবং সৌখিনতারও পরিচয় দিচ্ছে।🥰

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

পেপার দিয়ে খুবই সুন্দর নারিকেল গাছের ওয়ালমেট তৈরি করেছেন। এটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনার দক্ষতা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

কোভিদ নিখুঁতভাবে এবং নিপুণতার সাথে কাজটা আপনার শেষ করেছেন। কাগজের আরফাট বোর্ডের নারকেল গাছটা দেখতে এত সুন্দর হয়েছে যে বোঝাই যাচ্ছে আপনাকে কম খাটতে হয় নি। ধন্যবাদ সুন্দর একটা হাতের কাজ আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

রঙিন পেপার দিয়ে নারকেল গাছের ওয়ালমেট অত্যন্ত সুন্দরভাবে আপনি তৈরি করেছেন।আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

প্রথমে দেখে নারিকেল গাছের আর্ট ভেবেছিলাম। কিন্তু পরে খেয়াল করে দেখি না এটা ওয়ালমেট। নারিকেল গাছের ওয়ালমেট টা খুবই সুন্দর তৈরি করেছেন। কিন্তু নারিকেল গাছে কোনো নারিকেল নাই😄।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনাকে
ভাইয়া এটা শুধু হলো নারিকেল গাছ। তাই নারিকেল দি নাই

আরেকটি চমৎকার প্রজেক্ট করেছেন আপু। জিনিসটা যতটা সুন্দর হয়েছে কালার কম্বিনেশন টা হয়েছে তার থেকেও ভালো। কালো আর সবুজ এর মিশ্রন দারুন ভাবে ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61414.81
ETH 2984.62
USDT 1.00
SBD 2.46