লেখা সুস্বাদু সিমের বিচি রান্নার রেসিপি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি অনেক সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করলাম। এরকম মজাদার রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক কাছে অনেক ভালো লাগে। তাই আমি অনেক সুন্দর ভাবে আজকে এই রেসিপি তৈরি করেছি। আমার এমনিতেই সিমের বিচি খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে মাছ দিয়ে রান্না করলে খেতে একটু আলাদা মজা হয়। তাই আজকে আমি মাছের মাথা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
সিমের বিচি | ২০০ গ্রাম |
তেলাপিয়া মাছের মাথা | ১ টা |
টমেটো | ২ টা |
পেঁয়াজ কুচি | ২ টা |
লবণ | স্বাদমতো |
মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
রসুন | ২ চা চামচ |
রাঁধুনি মসলা | ১চা চামচ |
তেল | পরিমাণ মত |
পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি পাতিল চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। এরপর গরম তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি এবং মরিচ কুঁচি দিয়ে দিলাম।
ধাপ - ২ :
তারপরে ভালোভাবে ভেজে নিলাম। এরপর কুঁচি কুঁচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম পাতিলের মধ্যে।
ধাপ - ৩ :
এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, মসলা সবকিছু দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং মাছের মাথাটা দিয়ে দিলাম।
ধাপ - ৫ :
তারপরে সিমের বিচি গুলো দিয়ে দিলাম পাতিলের মধ্যে।
ধাপ - ৬ :
এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপরে এভাবে কিছুক্ষণ রেখে দিলাম।
ধাপ - ৭ :
তারপরে আবারো পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম। তারপরে ঢেকে নিলাম।
ধাপ - ৮ :
এরপর রেসিপিটা তৈরি হয়ে গেলো এবং তৈরি হওয়ার পরে ধনিয়া পাতার কুঁচি গুলো দিয়ে দিলাম।
ধাপ - ৯ :
এরপর পরিবেশনের জন্য অন্য একটি পাতিলের মধ্যে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://twitter.com/bdwomen2/status/1655571095297114112?t=qt1psD3F421sj9fnsHchEA&s=19
It seems delicious 😋 Thank you for sharing :)
আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।যদিও মাছের মাথা দিয়ে এভাবে সিমের বিচি কখনো খাওয়া হয়নি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আসলে ধনের পাতা দিলে তরকারি স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আসলেই সিমের বিচি খেতে আমার অনেক ভালো লাগে।
আপনার মন্তব্য পরে আরো ভালো।
সিমের বিচি রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। রেসিপির কালারটা খুবই সুন্দর এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
চেষ্টা করেছি সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
মাছের মাথা দিয়ে এবং সিমের দানা দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয় আমার আসলে জানা ছিলো না আজ আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে খুবই ভালো লাগলো।
আমার এই রেসিপি আপনার কাছে এত ভালো লেগেছে জেনে অনেক অনেক উৎসাহিত হলাম।
আপনার রেসিপির কালারটা জাস্ট অসাধারণ ছিল।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।আপনি রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।রেসিপি পরিবেশন দুর্দান্ত হয়েছে।ধন্যবাদ সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর রেসিপি বলে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শিমের বিচির রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। শিমের বিচির রেসিপি খেতে খুব ভালো লাগে আমার। শিমের বিচি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে ভাইয়া রেসিপিটি খাবার সময় অসাধারণ লেগেছে খেতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ