লেখা সুস্বাদু সিমের বিচি রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি অনেক সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করলাম। এরকম মজাদার রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক কাছে অনেক ভালো লাগে। তাই আমি অনেক সুন্দর ভাবে আজকে এই রেসিপি তৈরি করেছি। আমার এমনিতেই সিমের বিচি খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে মাছ দিয়ে রান্না করলে খেতে একটু আলাদা মজা হয়। তাই আজকে আমি মাছের মাথা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।

20230425_165101.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
সিমের বিচি২০০ গ্রাম
তেলাপিয়া মাছের মাথা১ টা
টমেটো২ টা
পেঁয়াজ কুচি২ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

20230425_164658.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পাতিল চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। এরপর গরম তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি এবং মরিচ কুঁচি দিয়ে দিলাম।

20221031_193912.jpg

ধাপ - ২ :

তারপরে ভালোভাবে ভেজে নিলাম। এরপর কুঁচি কুঁচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম পাতিলের মধ্যে।

20230224_103649.jpg

20230224_103704.jpg

ধাপ - ৩ :

এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, মসলা সবকিছু দিয়ে দিলাম।

20230325_113033.jpg

ধাপ - ৪ :

এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং মাছের মাথাটা দিয়ে দিলাম।

20230224_104250.jpg

20230224_104303_mfnr.jpg

ধাপ - ৫ :

তারপরে সিমের বিচি গুলো দিয়ে দিলাম পাতিলের মধ্যে।

20230224_104420.jpg

20230224_104446.jpg

ধাপ - ৬ :

এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপরে এভাবে কিছুক্ষণ রেখে দিলাম।

20230224_105024.jpg

20230224_105040.jpg

ধাপ - ৭ :

তারপরে আবারো পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিলাম। তারপরে ঢেকে নিলাম।

20230224_105214.jpg

20230224_105259.jpg

ধাপ - ৮ :

এরপর রেসিপিটা তৈরি হয়ে গেলো এবং তৈরি হওয়ার পরে ধনিয়া পাতার কুঁচি গুলো দিয়ে দিলাম।

20230224_111802.jpg

20230224_111809.jpg

ধাপ - ৯ :

এরপর পরিবেশনের জন্য অন্য একটি পাতিলের মধ্যে নিয়ে নিলাম।

20230224_111832.jpg

20230224_111934.jpg

শেষ ধাপ :

এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

20230224_135630.jpg

20230224_135605.jpg

20230224_135622.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

It seems delicious 😋 Thank you for sharing :)

 2 years ago 

আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।যদিও মাছের মাথা দিয়ে এভাবে সিমের বিচি কখনো খাওয়া হয়নি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আসলে ধনের পাতা দিলে তরকারি স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই সিমের বিচি খেতে আমার অনেক ভালো লাগে।
আপনার মন্তব্য পরে আরো ভালো।

 2 years ago 

সিমের বিচি রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। রেসিপির কালারটা খুবই সুন্দর এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনি খুবই সুন্দর একটি রেসিপি আজ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে খুবই ভালো লাগলো।

মাছের মাথা দিয়ে এবং সিমের দানা দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয় আমার আসলে জানা ছিলো না আজ আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আমার এই রেসিপি আপনার কাছে এত ভালো লেগেছে জেনে অনেক অনেক উৎসাহিত হলাম।

 2 years ago 

আপনার রেসিপির কালারটা জাস্ট অসাধারণ ছিল।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।আপনি রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।রেসিপি পরিবেশন দুর্দান্ত হয়েছে।ধন্যবাদ সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর রেসিপি বলে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

শিমের বিচির রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। শিমের বিচির রেসিপি খেতে খুব ভালো লাগে আমার। শিমের বিচি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে ভাইয়া রেসিপিটি খাবার সময় অসাধারণ লেগেছে খেতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89601.89
ETH 3380.22
USDT 1.00
SBD 3.05