DIY || এসো নিজে করি || 🍓🍓 শপিং ব্যাগ আর সুতা দিয়ে সুন্দর চাবির রিং তৈরি 🍓🍓১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটি চাবির রিং তৈরি করে দেখাবো। এই চাবির রিং টা তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগলো। মাঝে মধ্যে এরকম জিনিস গুলো তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই চেষ্টা করলাম এরকম জিনিসগুলো সুন্দরভাবে তৈরি করার। তাই আজকে ভাবলাম আপনাদের সবার সাথে এই চাবির রিং তৈরি করে নেওয়া যাক। আশা করব আপনাদের সকলের অনেক পছন্দ হবে আমাদের চাবির রিং টা।

20220302_095834.png

উপকরণ :

• শপিং ব্যাগ
• চাবির রিং
• কাঁচি
• কলম
• সুতা
• গাম
• তুলা

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি লাল রঙের একটি শপিং ব্যাগ নিয়ে নিলাম। তারপর একটি বড় গোল বৃত্ত এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে কেটে নিলাম।

ধাপ ২ :

তারপর সেই গোল বৃত্তের শপিং ব্যাগ টা কে মাঝখানের দু ভাগ করে কেটে নিলাম।

ধাপ ৩ :

তারপর সেই লাল শপিং ব্যাগের টুকরোগুলোর উপরে সাদা রং দিয়ে কিছু ছোট ছোট গুটি গুটি সেলাই করে নিলাম। এভাবে দুটো পাট কে সুন্দর করে সেলাই করে নিলাম।

ধাপ ৪ :

তারপর সেই পাট গুলো কে উল্টো করে সমান পাশে সুন্দর করে হাতে সেলাই করে নিলাম। তারপর ওটাকে ভাল্টা করে নিয়ে নিলাম।

IMG_20220226_125802_mfnr.jpg

IMG_20220226_125846_mfnr.jpg

ধাপ ৫ :

তারপর গোল চারপাশে বড় বড় করে সুচ সুতা দিয়ে সেলাই করে নিলাম। যাতে মাঝখানে তুলা রাখতে পারি।

IMG_20220226_130023_mfnr.jpg

IMG_20220226_130125_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর দুটোর মধ্যে তুলে রেখে বাহির থেকে সুতা দিয়ে সেলাই করে নিলাম। তখন নিচের অংশটা একেবারে স্ট্রবেরির মতো মনে হয়।

IMG_20220226_132236_mfnr.jpg

IMG_20220226_132344_mfnr.jpg

IMG_20220226_132357.jpg

ধাপ ৭ :

তারপর সবুজ শপিং ব্যাগ নিয়ে নিলাম। তারপর শপিং ব্যাগ কেটে দুটো ছোট ছোট পাতা তৈরি করে নিলাম।

IMG_20220226_132905_mfnr.jpg

IMG_20220226_132921_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর সবুজ রঙের সুতা স্ট্রবেরি তার মাঝখানে লাগিয়ে নিলাম। তারপর পাতাটাকে মাঝখান দিয়ে সেলাই করে লাগিয়ে নিলাম।

IMG_20220226_133441.jpg

IMG_20220226_133452.jpg

IMG_20220226_133505.jpg

ধাপ ৯ :

তারপর সেই পাতাটাও চারপাশে গাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম। তখন দেখতে একেবারে স্ট্রবেরির মতোই হয়ে যায়।

IMG_20220226_133617.jpg

IMG_20220226_133854_mfnr.jpg

ধাপ ১০ :

তারপর স্ট্রবেরি দুটোর সুতার মধ্যে চাবির রিং টাকে গির দিয়ে দিলাম। এভাবে চাবির রিং টা তৈরি করা শেষ করলাম।

IMG_20220226_133955.jpg

IMG_20220226_134427.jpg

IMG_20220226_134357.jpg

শেষ ধাপ :

এভাবে অনেক সুন্দর একটি চাবির রিং তৈরি করে নিলাম। আশা করবো আমার এই চাচির রিং আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG_20220226_173908.jpg

IMG_20220226_173925.jpg

IMG_20220226_174208.jpg

IMG_20220226_174455.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

🍓 ধন্যবাদ সবাইকে 🍓

Sort:  

সৃষ্টিমুলক ধারনা থেকে অনেক সুন্দর করে উপাস্থাপন করেছেন। ভাল ধরনা।।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ 🤗

চাবির রিং টা অনেক বেশি সুন্দর হয়েছে আপু। খুবই সাধারণ জিনিস দিয়ে অত্যন্ত সাধারণ একটি রিং তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এটি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া 🤗

 2 years ago 

চাবির রিং সাধারণত ছেলেরা বেশি ব‍্যবহার করে থাকে। আমি অনেক রিং ব‍্যবহার করেছি। তবে সবগুলো ক্রয় করে। চাবির রিংটা অনেক সুন্দর তৈরি করেছেন। এবং সম্পূর্ণটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍

 2 years ago 

এক কথায় অসাধারণ আপু। আসলে আপনি দেখিয়েছেন যে কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো না। আপনি খুব সুন্দর করে শপিং ব্যাগ দিয়ে একটি চাবির রিং তৈরি করেছেন। আমার কাছে আপনার আইডিয়াটা অনেক ভালো লেগেছে। চাবি রিং টা দেখতে অনেক সুন্দর লাগতাছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটা আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন কোনো কিছু ফেলে দেওয়ার মতো না।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া 🤗

 2 years ago 

ওয়াও দারুন শপিং ব্যাগ এবং সুতা দিয়ে অসাধারণ চাবির রিং তৈরি করেছে। দেখতে বেশ দারুন লাগছে। আর আমাদের সাথে এত সুন্দর একটি চাবির রিং উপহারস্বরূপ দেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍

 2 years ago 
এতো সুন্দর ভাবে আপনি স্টোবেরি তৈরি করেছেন আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। এটাদমই ইউনিক একটি প্রজেক্ট ছিলো। সত্যি বলতে আপনার প্রতিটি প্রজেক্ট মনোমুগ্ধকর। আপনার সৃজনশীলতার তারিফ করতে হয় আপু। স্টোবেরি আমার অনেক পছন্দের। চাবির ছড়াটা আমাকে গিফট দেন 😄
 2 years ago 

সম্ভব হলে তো পাঠিয়ে দিতাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া 🤗

 2 years ago (edited)

আমার জন্য গিফট পাঠিয়ে দিও। মোটরসাইকেলের চাবি রং সাথে রাখতে পারব। খুব অসাধারণ হয়েছে এটি। শুভকামনা তোমার জন্য

 2 years ago 

ঠিক আছে
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া 🤗

 2 years ago 

সত্যি আপনি এই পোষ্টের মাধ্যমে যেন আপনার দক্ষতার প্রমাণ দিলেন। শপিং ব্যাগ দিয়ে এত সুন্দর চাবির রিং তৈরি করা যায় সেটা জানা ছিলনা। শপিং ব্যাগ দিয়ে তৈরি চাবি রিং এর সাথে স্ট্রবেরি গুলো দেখতে খুব চমৎকার লাগছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

 2 years ago 

শপিং ব্যাগ দিয়ে অসাধারণ চাবির রিং তৈরি করেছেন আপু। শপিং ব্যাগ দিয়ে যে এত সুন্দর চাবির রিং তৈরি করা যায় সেটা কিন্তু আপনার এই পোস্ট না দেখলে বোঝা যেত না। আর এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এককথায় অসাধারণ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗

ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে। এটি একটি ইউনিট ড্রাই। আমার কাছে একটি অসাধারণ লেগেছে। আর এটিতে চাবি রাখলে অনেক সুন্দর দেখাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ড্রাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া 🤗

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.031
BTC 68031.50
ETH 3788.85
USDT 1.00
SBD 3.68