DIY || এসো নিজে করি || 🖼️🖼️ পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং 🖼️🖼️ ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220103-WA0004.jpg

আঁকার উপকরণ :

✓ ক্যানভাস বোর্ড
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা ক্যানভাস বোর্ড নিয়ে নিলাম। তারপর সে ক্যানভাস বোর্ডের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর একটা কুড়েঘরে স্কেচ এঁকে নিলাম।

IMG_20211215_124208_mfnr.jpg

IMG_20211215_125138_mfnr.jpg

IMG_20211215_130308_mfnr.jpg

ধাপ ২ :

তারপর সেই কুড়ে ঘরের উপরে আরো কিছু গাছপালার ও স্কেচ এঁকে নিলাম। তখন এইভাবে অনেক কিছু সুন্দর একটা স্কেচ এঁকে নিলাম।

IMG_20211215_130916_mfnr.jpg

IMG_20211215_130931_mfnr.jpg

ধাপ ৩ :

তারপর উপরের অংশে আকাশের দিকে নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম। হালকা নীল কালার করার কারণে আকাশটা দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211215_131312_mfnr.jpg

IMG_20211215_131601_mfnr.jpg

IMG_20211215_131951_mfnr.jpg

ধাপ ৪ :

তারপর নিচের অংশে নদীটার মধ্যেও নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম। তখন নদীর চারপাশটা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211215_132510_mfnr.jpg

IMG_20211215_133134_mfnr.jpg

IMG_20211215_133214_mfnr.jpg

ধাপ ৫ :

নদীর উপরে সাদা রং দিয়ে ছোট ছোট কিছু পানির ফোটা রং করে নিলাম।

IMG_20211215_133741_mfnr.jpg

IMG_20211215_133754_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর ঘরের পাশে সবুজ রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম। আবার গাছের স্কেচ এর চারপাশেও সুন্দর করে সবুজ রং করে নিলাম।

IMG_20211215_134724_mfnr.jpg

IMG_20211215_135730_mfnr.jpg

IMG_20211215_135743_mfnr.jpg

ধাপ ৭ :

তারপর গাছের স্কেচ এর নিচে সবুজ রংয়ের উপরে গাঢ় সবুজ আর হলুদ রং দিয়ে ছোট ছোট কিছু ঘাস রং করে নিলাম।

IMG_20211215_140258_mfnr.jpg

IMG_20211215_140846_mfnr.jpg

IMG_20211215_141403_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর ঘরের নিচের অংশের সবুজ রং এর মধ্যেও গাঢ় সবুজ আর হলুদ রং দিয়ে আরো ছোট ছোট কিছু ঘাস রং করে নিলাম।

IMG_20211215_141559_mfnr.jpg

IMG_20211215_142655_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর কুঁড়েঘর এর একপাশে সাদা রং দিয়ে ছোট ছোট করে কিছু ঝর্না রং করে নিলাম। তখন একপাশে ঝর্না থাকার কারণে দেখতে আরো অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211215_142918_mfnr.jpg

IMG_20211215_143915_mfnr.jpg

IMG_20211215_144522_mfnr.jpg

ধাপ ১০ :

তারপর বিভিন্ন কালার রং দিয়ে ছোট কুড়ে ঘর দুটো সুন্দর করে রং করে নিলাম। তারপর জানালা-দরজা কালো রং দিয়ে আঁকা কারণে দেখতে আরো অনেক সুন্দর দেখায়।

IMG_20211215_145938_mfnr.jpg

IMG_20211215_153037_mfnr.jpg

IMG_20211215_154954_mfnr.jpg

ধাপ ১১ :

তারপর কুড়ে ঘরের পাশে কাঠালি কালার রং দিয়ে একটা সুন্দর রাস্তা রং করে নিলাম। রাস্তার চারপাশটা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211215_155255_mfnr.jpg

IMG_20211215_155759_mfnr.jpg

IMG_20211215_160802_mfnr.jpg

ধাপ ১২ :

তারপর কালো রং দিয়ে দুটো গাছের গোড়া আর ঢাল রং করে নিলাম। এইভাবে দুটো গাছের ঢাল রং করে নিলাম।

IMG_20211215_161909_mfnr.jpg

IMG_20211215_162335_mfnr.jpg

IMG_20211215_162342_mfnr.jpg

ধাপ ১৩ :

তারপর গাছের ঢালের মধ্যে সাদা রং দিয়ে অনেক সুন্দর করে ডালগুলো রং করে নিলাম। তখন গাছের ঢালগুলো দেখতে মনে হয় একেবারে সত্যি গাছের ঢাল।

IMG_20211215_163716_mfnr.jpg

IMG_20211215_163722_mfnr.jpg

ধাপ ১৪ :

তারপর সবুজ রং দিয়ে সেই গাছের ডালের উপরে ছোট ছোট করে পাতা করে নিলাম। তারপর সেই সবুজ পাতার উপরে গোলাপি রঙের ছোট ছোট কিছু ফুল রং করে নিলাম।

IMG_20211215_164754_mfnr.jpg

IMG_20211215_165549_mfnr.jpg

IMG_20211215_165605_mfnr.jpg

ধাপ ১৫ :

তারপর কুড়ে ঘরের পাশে আরো সুন্দর একটা ছোট গাছ রং করে নিলাম। তারপর সুন্দর একটা সূর্যও রং করে নিলাম।

IMG_20211215_170520_mfnr.jpg

IMG_20211215_171155_mfnr.jpg

IMG_20211215_171338_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করব আমারে পেইন্টিং আপনাদের সকলের খুব পছন্দ হবে।

IMG-20220103-WA0000.jpg

IMG-20220103-WA0001.jpg

IMG-20220103-WA0006.jpg

IMG-20220103-WA0003.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220103-WA0002.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

🌄 ধন্যবাদ সবাইকে 🌄

Sort:  
 3 years ago 
  • পোস্টার রং দিয়ে অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিতে চিত্র অঙ্কন করেছেন। যা দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে প্রকৃতিটা আপনার পেইন্টিং এর মাধ্যমে আমাদের মাধ্যমে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে আপনার জল রং দিয়ে আঁকা দৃশ্য টি।দেখেই মন টা ভরে গেলে। গাছ,বাড়ি, পানি ,সব গুলোই জাস্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু এই সুন্দর দৃশ্যটি আমাদের কাছে শেয়ার করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এই পেইন্টিং টার মধ্যে চেষ্টা করলাম সবকিছু দিয়ে সুন্দর করে ফুটে ওঠার জন্য। তাই সবকিছু মিলিয়ে রং করলাম। আপনার জন্যও শুভকামনা রইল

 3 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। দৃশ্যটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ।মনে হচ্ছে একটি প্রাকৃতিক দৃশ্যের তোলা একটি ছবি। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার আঁকা পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। শুভকামনা রইল আপনার জন্য ও

 3 years ago 

ওয়াও!! পেইন্টিং অনেক সুন্দর হয়েছে।ভালো লাগে আপনার ছবিগুলা,দেখতে ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য
পেইন্টিং আঁকতে আমার নিজেরও খুব ভালো লাগে।

 3 years ago 

অসাধারণ পেইন্টিং আপু। নদীর এক পাড়ে বাড়ি আরেক পাশে বাগান। আবার ঝরনার ধারা সব মিলিয়ে দারুণ এক সংমিশ্রণ। আমার কাছে আপনার পেইন্টিং টি খুবই ভালো লেগেছে। আপনার প্রতিটি কাজ আমার খুব ভালো লাগে। এভাবেই এগিয়ে জান। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

@sikakon

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আমি চেষ্টা করলাম সবকিছু মিলিয়ে যাতে সুন্দর একটা পেইন্টিং নিজের মতো করে অঙ্কন করতে পারি।
তাই অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম।

 3 years ago 

আপনার আর্ট গুলো দেখলে ইচ্ছে করে যে , একটা ঘরে সব ছবি ফ্রেমে বেঁধে সাজিয়ে রাখি। এত টাই মুগ্ধ হয়ে যাই। অনেক অনেক সুন্দর আর্ট করেছেন আজও। ওই সূর্যের মতোই জ্বলজ্বল করছে পুরো ছবিটা।

 3 years ago 

হুম দিদি এই সুন্দর পেইন্টিং গুলো বেঁধেও আমরা ঘরে সাজিয়ে রাখি। আমার খুবই ভালো লাগে সাজিয়ে রাখতে। অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা প্রকৃতির অপরূপ দৃশ্য আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার প্রতিটি আর্ট আমার খুব ভালো লাগে । বিশেষ করে আজ আপনি যে পেইন্টিং করেছেন তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে প্রকৃতি দৃশ্য পোস্টার রং দিয়ে অংকন করেছেন। এত সুন্দরভাবে প্রকৃতির দৃশ্য আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। এমনিতে বিভিন্ন ধরনের পেইন্টিং রং করতে আমার খুবই ভালো লাগে। তাই আমার তৈরি করা পেইন্টিং গুলো আপনাদের সাথে ভাগ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

আপনি একদম মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন। এ কাজটা আমাকে অভিভূত করেছে। সুন্দর একটা কাজ দেখে খুব ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুবই প্রাণবন্ত ছবি, রঙের ব্যবহার চমৎকার।
আপনার আর্ট আমার ভালো লাগে। ঘরের পাশের ছোট ছোট ফুলগুলি খুব ভালো হয়েছে। শুভকামনা
আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুব সুন্দর একটি প্রকৃতিক দৃশ্যের পেইন্টিং আর্ট করেছেন ।চোখে পরার মতো ।ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।আর্টের ভাল অভিক্ষতা আছে মানতে হবে ।ধন্যবাদ সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59456.51
ETH 2300.03
USDT 1.00
SBD 2.48