গল্প :- অতিরিক্ত ভালোবাসা ভালো না।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি খুব সুন্দর মজার একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব। ঘটনাটি হচ্ছে আমার শশুর বাড়ি হয়তো এক ফ্যামিলির গল্প। একটি ফ্যামিলিতে পাঁচটি ভাই আছে তবে সবগুলো বিয়ে করে আলাদা আলাদা হয়ে গেছে। এদের পাঁচ ভাইয়ের বউ এর মধ্যে কোন মিল নেই তেমন। দুই নম্বর ভাই ও ছোট ভাই তাদের বউ দুটি ভালো সম্পর্ক। বলতে গেলে একজনের সাথে একজনের অতিরিক্ত ভালোবাসার সম্পর্ক। একজনকে একজন ফেলে কখনো চা পর্যন্ত খায় না।
শুধু ভাত খাওয়া এবং ঘুমানো তাদের আলাদা আলাদা। নয়তো বা তারা দুইজনে চা নাস্তা এবং কিছু বানালে একজনকে একজন দেই। তাদের এই সম্পর্ক দেখে অনেকে অনেক সময় অনেক কথা বলে। বলে তাদের এত ভালোবাসা বেশিদিন থাকবে না। ঠিক তেমনি হয়ে গেছে তাদের ভালোবাসার সম্পর্কটা। যদিও দুই ভাইয়ের ঘরে দুটি দুটি করে ছেলে মেয়ে আছে যাদের সম্পর্ক ভালো তাদের। কিছুদিন আগে ছোট ভাইয়ের ওয়াইফ তার ছোট বাচ্চাকে একটি চিপস দিয়েছে খাওয়ার জন্য।
আর দুই নম্বর ভাইয়ের বাচ্চাকে চিপস দেয় নাই। এই নিয়ে দুই ভাইয়ের ওয়াইফের মধ্যে ঝগড়া চালু হয়ে গেল। বড় বউ ছোট বউকে বলতেছে তোমার চোখ সমান নেই আমি কিছু দিলে আমার বাচ্চাকে ও এবং তোমার বাচ্চাকে ও দিই। আর তুমি এখন আমার ছোট বাচ্চাকে চিপস দিলে না তোমার বাচ্চাকে দিলে। ছোট ভাইয়ের ওয়াইফ বলতেছে আমার কাছে একটি চিপস ছিল এই কারণে আপনার বাচ্চাকে দিতে পারেনি। এরপর দ্বিতীয় বড় ভাবি টি উল্টাপাল্টা অনেক কথা বলতেছে।
একপর্যায়ে বলতেছে ছোট দেবরের ওয়াইফকে। তোমার চোখ যেমন চরিত্র তেমন। তুমি অন্য মানুষের সাথে কথাবার্তা বল এগুলো আমি জানি কাউকে বলি না। এরপর ছোট দেবরের ওয়াইফ ও বলতেছে তোমার চরিত্র কেমন সেটাও আমি জানি। তুমিও অন্যান্য মানুষের সাথে মোবাইলে কথা বল। এবং তোমার ছেলের প্রাইভেট মাস্টারের সাথেও তুমি কথা বলো। তুমি কত ভালো সেটা আমার চেয়ে আর কেউ বেশি জানেনা। মূলত বড় দ্বিতীয় বউ এবং ছোট বউ একজনের সাথে একজন অনেক কথা শেয়ার করত।
এই কারণে একজনের সম্পর্কে একজনে অনেক কিছু জানে। সামান্য চিপস নিয়ে ঝগড়া লেগে একজনের গোপন কথা অন্যজনের গোপন কথা সবাই সামনে প্রকাশ করে দিল। এই কারণে কারো সাথে বন্ধুত্ব ভালোবাসা থাকা দরকার কিন্তু অতিরিক্ত ভালোবাসা দরকার নেই। এবং ব্যক্তিগত কোন কথা কারো সাথে শেয়ার করাও সাথে শেয়ার করার দরকার নেই। কারণ তাদের ভালো সম্পর্ক মধ্যে হালকা ঝগড়া লেগে একজনের কথা একজন সবার সামনে বলে দিতে লাগলো। এই হচ্ছে অতিরিক্ত ভালোবাসার কাহিনী। আশা করি আমার বাস্তব গল্পের পরে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://twitter.com/bdwomen2/status/1731280550403690981?t=iZl2z6U6dlDwzUMUyu5drg&s=19
আসলে আপু অতিরিক্ত সব কিছুই খারাপ। তবে একজনে সাথে মিল থাকলে হয়তো আরেক জন অনেক কথাই বলে তবে সামান্য কিছু হলেই সব বলে দেওয়া ঠিক নয়। তারপর গোপন কথা কাউকে বলা উচিত নয়। ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু অতিরিক্ত সবকিছুই খারাপ। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
তবে এটি ঠিক অতিরিক্ত ভালোবাসা একদম ঠিক না। তাদের দুজনের বউ এর মধ্যে অনেক মিল ছিল । সামান্য চিপস নিয়ে ঝগড়া লেগে তাদের একজনের গোপন কথা অন্যজন বলে দিচ্ছে সবার সামনে। এই কারণে গোপন কথা বা পার্সোনাল কথা কারো সাথে শেয়ার করা ঠিক না। যে লোক আজকে আপনার সাথে ভালো দুদিন পর সে কোন না কোন কারণে আপনার সাথে খারাপ হয়ে যেতে পারে। যাই হোক বাস্তব গল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
তবে যতই ভালো সম্পর্ক হোক না কারো। নিজের ব্যক্তিগত কথা শেয়ার করা একদম ঠিক না। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে কাউকে এত বেশি বিশ্বাস করা কিংবা ভালোবাসা উচিত নয়। কারণ সামান্য একটা কথা নিয়ে একজন আরেকজনের গোপন কথা সব বলে দিল। তাই একজন আরেকজনকে বিশ্বাস এমনভাবে করা উচিত। যাতে পরবর্তীতে সেই বিশ্বাস ঘাতকতা না করে। খুবই খারাপ একটি অবস্থা হলো আপু শুনে খারাপ লাগলো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
সামান্য ঝগড়া নিয়ে যদি পার্সোনাল কথা সবার সামনে বলে দেই এই ধরনের ভালোবাসা করা ঠিক না। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই আপনাকে ধন্যবাদ।
আসলে আমাদের যখন কারো সাথে মিল থাকে বা সম্পর্ক ভালো থাকে,তখন আমরা আবেগে আপ্লুত হয়ে ব্যক্তিগত অনেক কথা শেয়ার করে ফেলি। কিন্তু এটা মোটেই ঠিক না। কারণ সম্পর্ক খারাপ হতে সময় লাগে না। আর তখন গোপন কথা সবার সাথে শেয়ার করতে দ্বিধাবোধ করে না। যাইহোক এতো ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে গোপন কথা সব ফাঁস হয়ে গেল। এতে করে উভয়ের সংসারে অশান্তি নেমে আসতে পারে। যাইহোক গল্পটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ এটি ঠিক ভালো সম্পর্ক থাকলে আবেগের কারণে অনেক কথা বলে ফেলে। এই কথাগুলো একসময় তার জন্য অশান্তি নেমে আসে। যাইহোক অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হাসি পেলো খুব গল্প টি পড়ে।মোবাইলে কথা বলাও ছেলের টিচারের সাথে কথা বলা পর্যন্ত গড়িয়ে গেলো চিপস এর ঝগড়া টি।বাচ্চাদের মতো ঝগড়া এটি।ঠিক বলেছে মিল থাকা ভালো কিন্তুু অতিরিক্ত নয়।অতিরিক্ত ভালোবাসা গুলো এক সময় কঠিন ঝগড়ায় পরিনত হয়।ধন্যবাদ গল্পটি শেয়ার করার জন্য।
হ্যাঁ এটা ঠিক মিল থাকা ভালো অতিরিক্ত নয়। সামান্য কিছু ঝগড়া নিয়ে যদি নিজের গোপন কথা বলে দে তাহলে এমন ভালবাসার দরকার নেই। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
সামান্য একটি চিপস এর জন্য এত বড় ঝগড়া লেগে গেল। এজন্যই নিজের একেবারে গোপন কথা কারো সঙ্গে শেয়ার করা উচিত না। অপরপক্ষ সেই বিষয়ের সুযোগ নিতে পারে। তাছাড়া অতিরিক্ত কোন কিছুই ভালো না। সবকিছুর একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। যাইহোক আপু গল্পটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলে আপু অতিরিক্ত কিছু দেখানো একদম ভালো না। যে আজকে আপনার বন্ধু কাল সে আপনার শত্রু হতে পারে। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।