DIY (এসো নিজে করি) নীল আকাশের নিচে নারিকেল গাছের পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের দৃশ্য। এই রকম ছোট ছোট দৃশ্যগুলো আঁকতে আমার খুব ভালো লাগে। সেই দৃশ্যগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুব ভালো লাগে। এভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকার চেষ্টা করি আমি। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

আঁকার উপকরণ :

• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার

IMG_20211114_130218.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই খাতা টার উপরে আকাশী কালার দিয়ে একপাশে সুন্দরভাবে রং করে নিলাম। এভাবে উপরে আকাশী কালার দেওয়ার কারণে দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211114_130245.jpg

IMG_20211114_130857.jpg

IMG_20211114_130843.jpg

ধাপ ২ :

তারপর আকাশী কালারের নিয়েছে গারো নীল রং দিয়ে আরেকটি রং করে নিলাম। তারপর আকাশী কালার আর নীল কালার দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়।

IMG_20211114_130924.jpg

IMG_20211114_130941.jpg

ধাপ ৩ :

তারপর আকাশী আর নীল কালারের নিচে গোলাপি রং দিয়ে অল্প একটু রং করে নিলাম। তখন গোলাপী কালার টা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211114_130958.jpg

IMG_20211114_131053.jpg

ধাপ ৪ :

তারপর নিচে আবারও আকাশী কালার দিয়ে রং করে নিলাম। তখন সবগুলো কালার দেখতে অনেক সুন্দর দেখা যায়। এইভাবে চারটা কালার একসাথে রং করে নিলাম।

IMG_20211114_131128.jpg

IMG_20211114_131210.jpg

IMG_20211114_131311.jpg

ধাপ ৫ :

তারপর এইভাবে সব কালার গুলোকে একসাথে মিশিয়ে নিলাম। তারপর কালার টার পাহাড়ের মত করে পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

IMG_20211114_131331.jpg

ধাপ ৬ :

তারপর কালো রং দিয়ে নিচের দিকে সুন্দরভাবে একটা পাহাড় রং করে নিলাম। তখন সেই রং করা পাহাড়টা দেখতে মনে হয় দূরের একটা পাহাড়। তখন বড় পাহাড় টা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211114_131408.jpg

IMG_20211114_131424.jpg

IMG_20211114_131450.jpg

IMG_20211114_131510.jpg

ধাপ ৭ :

তারপর কালো রং দিয়ে বড় পাহাড়ের সাথে ছোট ছোট আরো দুটো পাহাড় রং করে নিলাম। তখন সে পাহাড় গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211114_131557.jpg

IMG_20211114_131534.jpg

ধাপ ৮ :

তারপর নীল রং তার মাঝখানে কালো রং দিয়ে আরও একটা পাহাড় রং করে নিলাম। তখন নিচের অংশ দেখতে মনে হয় যেন নদীর পানির মত।

IMG_20211114_131651.jpg

IMG_20211114_131726.jpg

ধাপ ৯ :

তারপর পেন্সিল দিয়ে ছোট-বড় কিছু নারিকেল গাছ এঁকে নিলাম। এভাবে পেন্সিল দিয়ে নারিকেল গাছ গুলো আঁকার কারণে দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211114_131751.jpg

IMG_20211114_131813.jpg

ধাপ ১০ :

তারপর সেই পেন্সিলে আঁকা নারকেল গাছ একটা সুন্দরভাবে কালো রং দিয়ে রং করে নিলাম। ধীরে ধীরে নারিকেল গাছের পাতাগুলো সুন্দরভাবে রং করে নিলাম। তখন নারকেল গাছটা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211114_131851.jpg

IMG_20211114_131912.jpg

IMG_20211114_131954.jpg

ধাপ ১১ :

তারপর একটা নারিকেল গাছে মাঝখান দিয়ে আরও একটা নারিকেল গাছ রং করে নিলাম। ছোট নারিকেল গাছের সাথে আরও একটা বাঁকা নারিকেল গাছ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে।

ধাপ ১২ :

তারপর এইভাবে চারটা নারিকেল গাছ রং করে নিলাম। তখন সেই নারিকেল গাছ গুলো দেখে মনে হচ্ছিল যেন পাহাড় থেকে বেড়ে উঠেছে। এভাবে খুব সুন্দর একটা দৃশ্য রং করে নিলাম।

শেষ ধাপ :

এভাবে সুন্দর একটা নারিকেল গাছের দৃশ্য রং করে নিলাম। এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তাই আপনাদের সাথে এই দৃশ্যটা ভাগ করে নিলাম। আশা করি এই দৃশ্যটা আপনাদের খুব ভাল লাগবে।

পেইন্টিং সহ আমার একটি ছবি

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপু,আপনি বরাবরই দারুণ আর্ট করেন।যা আমাকে মুগ্ধ করে।অসম্ভব সুন্দর হয়েছে নীল আকাশের নীচে নারিকেল গাছের চিত্রটি।একদম সত্যিকারের মতো লাগছে।মনে হচ্ছে সন্ধ্যার সময়।ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার পেইন্টিং গুলো বরাবর অনেক সুন্দর হয় আপনার পেইন্টিংয়ের প্রেমে পড়ে গেছি।
আপনার তৈরি এই পেইন্টিংটাও অসাধারণ হয়েছে। নীল আকাশের নিচে নারিকেল গাছের পেইটিং আমার খুব ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে
সুন্দর কমেন্টের জন্য

 3 years ago 

আপু আপনার আপনার পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে। দেখতে খুবই অসাধারণ দেখাচ্ছে। ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অসাধারণ একটি পেইন্টিং হয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

নীল আকাশের নিচে আপনি খুব সুন্দর একটি নারিকেল গাছের পেন্টিং করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আকাশের নিচে নারিকেল গাছের পেইন্টিংটি খুবই অসাধারণ হয়েছে। আপনার জল রঙ্গের কাজগুলো সত্যি ভালো লাগে এবং কি অনেক সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

এক কথায় অসাধারণ পেইন্টিং ছিল।
আমার বাংলা ব্লগে আসার পরে আমি মনে করি অনেকের প্রতিভা এই ভাবে তুলে ধরার মাধ্যমে দিন দিন নিজের উন্নতি ঘটছে। আপনি সত্যিই অসাধারণ পেইন্টিং করেন আশা করি এভাবে ধারাবাহিকতা ঠিক থাকলে একদিন আরো অনেক ভালো পেইন্টিং করতে পারবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য।
আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু করে দেখানোর জন্য

 3 years ago 

আপু,সত্যিই আপনার ড্রয়িং গুলো খুবই সুন্দর হয়। একদম নিখুঁত দক্ষতার সাথে আপনি ড্রয়িং করেন।ড্রয়িং গুলো যেন বাস্তবিক মনে হয়। ড্রয়িং করার প্রতিটি ধাপ আপনি বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপু, এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু
আমি সবসময় চেষ্টা করে যাবো আপনাদের কে নতুন কিছু উপহার দেওয়ার জন্য

বলতে গেলে আপনার হাতে জাদু আছে। আকাশ, নারিকেল গাছ, ও সমুদ্র খুব সুন্দর ভাবে অংকন করেছে। আপনার পেইন্টিং দেখে হিংসা হচ্ছে আমার আমি যদি পারতাম অংকন করতে। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে
আমরা সবাই মিলে চেষ্টা করি সবাই কিছু না কিছু করার জন্য

আপনার আর্টটা খুবই সুন্দর হয়েছে আপু। কালার সিলেকশন টা হয়েছে দারুন । যার জন্য জিনিসটা আরো বেশি ভালো লাগছে। গাছের পাতাগুলো হয়েছে একেবারে নিখুঁত। খুবই সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ওয়াও আপু আপনার পেইন্টিংটি অসাধারণ হয়েছে। দেখতে একদম বাস্তব ফটোগ্রাফি মনে হচ্ছে। অনেক নিখুঁতভাবে কালারগুলো করেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর এবং সহজ উপস্থাপনের মাধ্যমে আমাদের সাথে পেইন্টিং শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু
এত সুন্দর কমেন্ট করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32