DIY || এসো নিজে করি || শুভ নববর্ষে ২০২১ থেকে ২০২২ সালে পদার্পণ করার পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220101-WA0004.jpg

আঁকার উপকরণ :

✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20220101_153008.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথম আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই খাতার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর উপরের অংশে লাল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20220101_153143.jpg

IMG_20220101_153145.jpg

IMG_20220101_153349.jpg

ধাপ ২ :

তারপর লাল রঙের সাথে কমলা কালার রং আরেকটু অংশে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20220101_153530.jpg

IMG_20220101_153617.jpg

ধাপ ৩ :

তারপর নিচের পুরো অংশে হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম। তখন পুরো খাতার পেজ সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220101_153803.jpg

IMG_20220101_154207.jpg

IMG_20220101_154215.jpg

ধাপ ৪ :

তারপর পেন্সিল দিয়ে দুটো পাহাড় রং করে নিলাম। তারপর সেই পাহাড়দুটো মাঝখানে ছোট্ট একটা মানুষ পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

IMG_20220101_154657.jpg

IMG_20220101_155242.jpg

IMG_20220101_155246.jpg

ধাপ ৫ :

তারপর সেই পাহাড় দুটোর উপরের অংশে সবুজ রং দিয়ে সুন্দর করে পুরোটা রং করে নিলাম।

IMG_20220101_155722.jpg

IMG_20220101_155853.jpg

IMG_20220101_160044.jpg

ধাপ ৬ :

তারপর পাহাড়ের নিচের অংশে কফি কালার রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। প্রথমে পাহাড় দুটোর নিচের অংশে কফি কালার দিয়ে রং করে নিলাম।

IMG_20220101_160429.jpg

IMG_20220101_160624.jpg

IMG_20220101_160628.jpg

ধাপ ৭ :

তারপর প্রথম পাহাড়ের নিচের অংশে কফি কালার রং দিয়ে রং করে নিলাম। তারপর কফি কালার এর উপরে কালো রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220101_160944.jpg

IMG_20220101_161242.jpg

IMG_20220101_161410.jpg

ধাপ ৮ :

তারপর নিচের পাহাড়ের কফি কালারের উপরে কালো রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220101_161622.jpg

IMG_20220101_161827.jpg

IMG_20220101_162059.jpg

ধাপ ৯ :

তারপর দুটো পাহাড়ের মাঝখানে কালো রং দিয়ে একটা সিঁড়ি রং করে নিলাম।তারপর সেই সিঁড়ির উপরে একটা মানুষ কালো রঙ দিয়ে এঁকে দিলাম।

IMG_20220101_162441.jpg

IMG_20220101_162652.jpg

ধাপ ১০ :

তারপর নিচের পাহাড়ের উপরে ২০২১ আর উপরের পাহাড়ের উপরে ২০২২ পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

ধাপ ১১ :

তারপর কালো রং দিয়ে ২০২১ আর ২০২২ সুন্দর করে রং করে নিলাম। তখন দেখে মনে হয় ২০২১ কে পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

ধাপ ১২ :

তারপর পাহাড় দুটো দুপাশে ছোট ছোট কিছু পাখি কালো রং দিয়ে রং করে নিলাম।

ধাপ ১৩ :

তারপর সেই পেন্টিং এর চারপাশ থেকে মাস্কিং টেপ গুলো সরিয়ে নিলাম। এইভাবে পেইন্টিং অংকন শেষ করে নিলাম।

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা 2021 শেষ করে 2022 এ পদার্পণ করার পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করি আমার এই পেইন্টিং আপনাদের সকলের খুব পছন্দ হবে।

IMG-20220101-WA0002.jpg

IMG-20220101-WA0000.jpg

IMG-20220101-WA0008.jpg

IMG-20220101-WA0005.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220101-WA0003.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার আর্ট এর হাত অনেক পাকা। রং তুলির মাধ্যমে আপনি একদম বাস্তবিক ছবি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে আপনার করা আর্টটি খুব ভালো লেগেছে। আপনি প্রতিটি স্টেপ খুব ভালো ভাবে বর্ণনা করেছেন। সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিলো। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু,সুন্দর একটি আট করেছেন । ২০২১সাল থেকে ২০২২ সালে উপনীত হওয়া সুন্দর একটি দৃশ্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

প্রথমে আপনাকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষ্যে আপনি যে আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন তা নিয়ে আসলে যাই বলি না কেন কম বলা হবে। কেননা আপনি এমন একটি সৃজনশীলতা সম্পূর্ণ আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আমাকে মুগ্ধ করেছে। আপনার আর্ট এর মাঝে যে বিষয়টি লক্ষ্য করছি আমি তা হচ্ছে 2021 কে ছাপিয়ে 2022 এর সর্বোচ্চ চূড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় লক্ষ্য করা গেছে। এত সুন্দর মনমুগ্ধকর অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
২০২১ কে পিছনে ফেলে সবাই সামনের দিকে এগিয়ে যাক

ধন্যবাদ আপু আপনি অনেক সুন্দর ভাবে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সবাই তো লিখে কথার মাধ্যমে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে কিন্তু আপনি আমাদের তা ছবির মাধ্যমে দেখি য়ে এক অন্য অনুভূতি প্রকাশ করেছেন।। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য। আপনার প্রতি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা রইল। যেন নতুন বছরটা আপনার অনেক সুন্দর কাটে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আমি চাই নতুন বছরটা সবার খুব ভালো কাটুক

 3 years ago 

ওয়াও আপু অসাধারণ এবং দারুণ একটি চিত্র অঙ্কন করেছেন যেখানে আপনি বুঝাতে চাইছেন আপনার ফেলে আসা 2021 সাল কে অতিক্রম করে আপনি 2022 সাল পাড়ি জমাচ্ছেন। আপনার জলরঙের পেইন্টিং গুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। এবং আপনি নিউ ইয়ার এর চিত্র অংকন টি অনেক সুন্দর করে করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে আপনার পেইন্টিং, আপনার হাতে যাদু আছে নাকি আপু,,,এতো নিক্ষুত ভাবে পেইন্টিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

  • ২০২১ কে পিছনে ফেলে , সামনের দিকে ২০২২ গেলে। এভাবেই পিছনের দুঃখ কষ্ট সব গুলোকে পিছনে পেলে সামনের দিকে এগিয়ে যাও। উপরের দিকে তোমার ভবিষ্যৎ রয়েছে। শুভকামনা রইল খুব সুন্দর একটি আর্ট করেছ।
 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার অংকন করা চিত্রে দেখা যাচ্ছে ২০২১ থেকে ২০২২ এ পদার্পণ করছেন। দৃশ্যটা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন যা দেখে আমার খুব ভাল লাগছে। সুন্দর অঙ্কন শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

😍😍😍

 3 years ago 

বাহ! অসাধারণ একটি পেইন্টিং আমাদের উপহার দিয়েছেন 2021 থেকে 2022 সালের পদার্পণে পেইন্টিং টি দেখতে খুবই অসাধারণ লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48