DIY (এসো নিজে করি) ডিমের খোসা আর রঙিন পেপার দিয়ে ব্যাঙের ছাতা তৈরি ১০% @shy-fox জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের কাজ। এইরকম ডিমের দিয়ে অনেক কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে। তাই আমার হাতে তৈরি এই সুন্দর জিনিস গুলো আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।

IMG-20211105-WA0013.jpg

উপকরণ :

• রঙ্গিন পেপার
• কাঁচি
• ডিমের খোসা
• গ্লু গান
• পেন্সিল
• রাবার
• মার্কার

IMG_20211105_155040.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা কার্ডবোর্ড গোল করে কেটে নিলাম। তারপর সেই গোল কার্ডবোর্ডের উপরে ঘাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের উপরে সাদা একটা কাগজ লাগিয়ে নিলাম। যাতে কার্ডবোর্ড টা না দেখা যায়।

IMG_20211105_160640.jpg

IMG_20211105_160717.jpg

IMG_20211105_160804.jpg

IMG_20211105_160822.jpg

IMG_20211105_160840.jpg

ধাপ ২ :

তারপর একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই পেপার টাকে চিকন চিকন করে কাঁচি দিয়ে কেটে নিলাম। এভাবে অনেকগুলো চিকন করে কেটে নিলাম।

IMG_20211105_160907.jpg

IMG_20211105_160928.jpg

IMG_20211105_160949.jpg

ধাপ ৩ :

তারপর সবুজ একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে কুচি কুচি করে সুন্দর ভাবে কেটে নিলাম। এইভাবে বড় একটা কেটে নেওয়ার পরে ছোটকাগজ তাকে কাছে দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম।

IMG_20211105_161019.jpg

IMG_20211105_161035.jpg

IMG_20211105_161050.jpg

ধাপ ৪ :

তারপর সেই কুচি কুচি করে কেটে নেওয়া কাগজগুলো কে গাম লাগিয়ে ছোট ছোট ফুলের মতো করে কেটে নিলাম। এভাবে অনেকগুলো ছোট ছোট ঘাস ফুল তৈরি করে নিলাম।

IMG_20211105_161111.jpg

IMG_20211105_161130.jpg

ধাপ ৫ :

তারপর সাদা একটা পেপার সুন্দরভাবে পেচিয়ে পেচিয়ে গোল করে নিলাম। এভাবে অনেকগুলো লাঠি তৈরি করে নিলাম। যাতে সেই লাঠিগুলো দিয়ে একটা সুন্দর ব্যাঙের ছাতা তৈরি করতে পারি।

IMG_20211105_161321.jpg

IMG_20211105_161236.jpg

IMG_20211105_161253.jpg

ধাপ ৬ :

তারপর অনেকগুলো ডিমের খোসা কে ছোট ছোট করে নিলাম। তারপর সেই ডিমের খোসা গুলো মাথায় কালো কাগজ গুলোকে ঘাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এভাবে সব ডিমের খোসার উপরে লাগিয়ে নিলাম।

IMG_20211105_161358.jpg

IMG_20211105_161416.jpg

IMG_20211105_161435.jpg

IMG_20211105_161452.jpg

ধাপ ৭ :

তারপর একটা মার্কার কলম দিয়ে ডিমের খোসা গুলোর উপরে ছোট ছোট করে কালো করে দাগ দিয়ে দিলাম। যাতে ওগুলো দেখতে ব্যাঙের ছাতার মুকুটের মতো মনে হয়। এভাবে সব গুলো তৈরি করে নিলাম।

IMG_20211105_161536.jpg

IMG_20211105_161601.jpg

ধাপ ৮ :

তারপর কার্ডবোর্ডের উপরে ঘাম লাগিয়ে নিলাম। তারপর সে ঘুমের উপরে ছোট ছোট করে বানানো লাঠির গুলো এক এক করে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এভাবে চারমাথায় সুন্দরভাবে সবগুলো লাগিয়ে নিলাম।

IMG_20211105_161640.jpg

IMG_20211105_161702.jpg

IMG_20211105_161720.jpg

ধাপ ৯ :

তারপর কার্ডবোর্ডের উপরে কাগজ দিয়ে বানানো ছোট ছোট ঘাসগুলো ঘাম দিয়ে লাগিয়ে নিলাম। এইভাবে সবগুলো লাগানোর পরে কার্ডবোর্ডটা দেখতে আরো অনেক সুন্দর লাগে।

IMG_20211105_161755.jpg

IMG_20211105_161814.jpg

IMG_20211105_161840.jpg

ধাপ ১০ :

তারপর সেই লাঠি গুলোর উপরে ডিমের খোসা গুলো এক এক করে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এভাবে অনেক সুন্দর একটা ব্যাঙের ছাতা তৈরি করে নিলাম। এই ব্যাঙের ছাতা টা দেখতে অনেক সুন্দর হয়েছে।

IMG_20211105_161859.jpg

IMG_20211105_161925.jpg

IMG_20211105_161950.jpg

IMG_20211105_162042.jpg

শেষ ধাপ :

এখানে এ ব্যাঙের ছাতা বানানো শেষ করে নিলাম। তাই এই ব্যাঙের ছাতা টা আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের খুব ভাল লাগবে এই ছোট্ট ব্যাঙের ছাতা গুলো।

IMG-20211105-WA0017.jpg

IMG-20211105-WA0018.jpg

IMG-20211105-WA0015.jpg

IMG-20211105-WA0016.jpg

ডিমের তৈরি ব্যাঙের ছাতা সহ আমার একটি ছবি

IMG-20211105-WA0014.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার দক্ষতার প্রশংসা করতে হবে কারণ আপনি খুবই সুন্দর ভাবে ডিমের খোসা ও রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর এই ব্যাঙের ছাতা তৈরি করেছেন।আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

মানুষের সৃজনশিলতার কোনো শেষ নেই তা এই পোস্ট দেখলেই বোঝা যায়।এতো দারুন একটী ডাই করেছেন যা দেখতে সত্যি অসাধারন লাগছে।আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

খুবই চমৎকার করে আপনি ডিমের খোসা আর রঙিন পেপার দিয়ে ব্যাঙের ছাতা তৈরি করেছেন। তাছাড়া আপনার প্রেজেন্টেশনটি ছিল অসাধারণ শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আসলেই আপনার পোস্টের প্রসংসা না করলেই নয়। কাগজ আর ডিমের খোসা দিয়ে এতো সুন্দর ব্যাঙের ছাতা তৈরি করা যায় সেটা আপনার পোস্টটি না দেখলে জানতেই পারতাম না। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রশংসা করার জন্য

 3 years ago 

আপু আপনি এত সুন্দর চিন্তাধারা নিয়ে আপনি কাজ করেন। আসলেই ডিমের খোসা দিয়ে এত সুন্দর ব্যাঙের ছাতা তৈরি করেছেন। আমার খুবই ভালো লাগলো। আপনার অংকন আমার সব সময় ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সূক্ষ্ম তার সাথে আপনি সম্পূর্ণ করেন। আমাদের মাঝে তুলে ধরেন। আপনার উপস্থাপনা খুবই ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার প্রতিটা পোস্ট সব সময় দেখার জন্য

 3 years ago 

খুবই চমৎকার হয়েছে আপনার ডিমের খোসা দিয়ে ব্যাঙের ছাতা তৈরি করা। ধাপে ধাপে আপনি উপস্থাপনা খুব সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপু আপনি ডিমের খোসা দিয়ে অসাধারণ একটি ব্যাঙের ছাতা তৈরি করেছেন। আপনি খুবই ইউনিক একটি পদ্ধতি বের করছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। ডিমের খোসা দিয়ে আগে কখনো এরকম কিছু বানাতে দেখিনি । আপনি দক্ষতার সঙ্গে জিনিসটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

কতটা ক্রিয়েটিভ মাইন্ড হলে প্রতিদিন নতুন নতুন কিছু শেয়ার করা যায় সেটি আসলে সত্যি বুঝতে পারছি না।

অসাধারণ মাইন্ড। যায় প্রতিনিয়ত ও দৃষ্টান্তমূলক উদাহরণ দেখতে পাচ্ছি।

চমৎকার সৃষ্টি আপনার

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুব সুন্দর করেছেন হাতের কাজটা। ব্যাঙের ছাতা গুলো দেখলে অরিজিনাল মনে হচ্ছে। খুবই ভাল হয়েছে আশা করি আরও ভালো কাজ আপনি আমাদের ভবিষ্যতে উপহার দিবেন ।ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ খুবই সুন্দর।এক কথায় অসাধারণ।আমি প্রথমে দেখে এটাকে সত্যি ব্যাঙের ছাতা ভেবেছিলাম। কিন্তু পরে পরে দেখি ডিমের খোসা দিয়ে তৈরি করেছেন।সত্যি ইউনিক একটি জিনিস ছিল।সেই সাথে আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62067.61
ETH 2414.80
USDT 1.00
SBD 2.57