ডাই :- ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ ভিন্ন রকম জিনিসগুলো নিজের কাছেও দেখতে বেশ ভালো লাগে। তার মধ্যে সবচেয়ে বেশি এখন ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি নিজেও সব সময় সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করি।
আজকেও ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলাম। এই ওয়ালমেট তৈরি করার পরে নিজের কাছেও দেখে বেশ ভালো লাগলো। কারণ চারপাশে দেয়াল গাছপালা পাখি সব কিছু মিলিয়ে আমার নিজের কাছেই বেশ ভালো লেগেছে। মাঝেমধ্যে আপনাদের উৎসাহ পেয়ে এ ধরনের জিনিসগুলো তৈরি করার আরো আগ্রহ বাড়ে। যাইহোক আজকে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করলাম। আশা করি আমার এই ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে।
উপকরণ
✓ সাদা কাগজ
✓ ক্লে
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি চার কোনা একটি মোটা সাদা কাগজ নিয়ে নিলাম। তারপর এক পাশে লাল রঙের ক্লে দিয়ে দেয়ালের মতো করে ডিজাইন করে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
এরপর পুরোপুরি ভাবে ছোট বড় করে আরো সুন্দর করে লাল রঙের ক্লে দিয়ে দেয়ালের মতো তৈরি করে কাঠি দিয়ে ভাঁজ করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সাদা রং দিয়ে দাগগুলো যাতে বোঝা যায় সেজন্য সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর দেয়ালের উপরের অংশে কফি কালারের ক্লে দিয়ে সুন্দর করে গাছে ঢালপালা তৈরি করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপর গাছের উপরে ডালের মধ্যে সুন্দর করে সবুজ রঙের ক্লে দিয়ে পাতা তৈরি করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর অপর ঢালপালা গুলোর মধ্যে একই রকম হবে সবুজ রংয়ের পাতা সুন্দরভাবে ঘাম দিয়ে জোটা লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর লাল আরো কয়েকটি কালারের ক্লে দিয়ে সুন্দরভাবে একটি পাখি তৈরি করে গাছের ডালের উপরে বসিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর কালো রংয়ের ক্লে দিয়ে সুন্দর করে H M E তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর গাছের ঢাল পালা এবং দেয়ালের একপাশে সেই অক্ষরগুলো সুন্দর করে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে একপাশে একটি লাল রঙের লাভ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
তারপর দেয়ালের নিচের অংশে সবুজ রঙের কিছু ছোট ঘাস তৈরি করে ঘাসের উপরে কিছু ফুল লাগিয়ে জোড়া লাগিয়ে দিলাম।
শেষ ধাপ :
এভাবে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ওয়ালমেট আপনাদের সবার অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি ওয়ালমেট যদি ঘরে সাজিয়ে রাখা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগবে। সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন আপু।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য করে ধন্যবাদ
https://x.com/bdwomen2/status/1848569271385014764?t=yzKr07bJ6zizA6IB1r1pnw&s=19
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এত সুন্দর একটি ডিজাইন তৈরি করে যদি ঘরে রাখা যায় দেখতে বেশ ভালো লাগবে। পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
পরবর্তীতে আরো কিছু সুন্দর ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ
অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। বেশ ভালো লাগলো এত সুন্দর ওয়ালমেট তৈরি করতে দেখে। বেশি দারুন হয়েছে আপনার ওয়ালমেট তৈরি করা।
আমার ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম
আপনার ওয়ালমেট চমৎকার হয়েছে। আসলে আপু ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি বলতে এই ওয়ালমেট তৈরি করার পরে নিজের কাছেও দেখে বেশ ভালো লাগলো
সব সময় আপনি অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে থাকেন। আপনার তৈরি করা ওয়ালমেট গুলো দেখতেও অনেক দারুন লাগে। তেমনিভাবে আজকেও সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এই ওয়ালমেট আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এটি ঘরের মধ্যে সাজানো হলে দেখতে অনেক সুন্দর লাগবে।
পরবর্তীতে ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করবো মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ
ক্লে দিয়ে কিছু বানালে তা দেখতে ভীষণ চমৎকার সুন্দর হয় দেখতে।আপনি আজকে ক্লে দিয়ে চমৎকার সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন এবং ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আমি মাঝেমধ্যেই এই ধরনের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো
ক্লে দিয়ে তো খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেটি দেখতে চমৎকার লাগছে। ক্লে দিয়ে জিনিসগুলো যেন চমৎকার। এই ধরনের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ঘর সাজানোর ক্ষেত্রে ভীষণ কাজে দেয়। ঘরের সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে তোলে। ধন্যবাদ আপু সুন্দর ওয়ালমেট তৈর প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে আলোচনা করার জন্য।
ঘর সাজানোর জন্য আসলেই এই ওয়ালমেট গুলো অনেক বেশি প্রয়োজন হয়
আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। গাছের ডালে বসে থাকা পাখি দেখতে বেশ কিউট দেখাচ্ছে। এ ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় আর সেগুলো দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ক্লে দিয়ে যেকোনো ধরনের ওয়ালমেট তৈরি করতে অনেক বেশি সময় দিয়ে তৈরি করতে হয়
ক্লে দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনার দক্ষতা সত্যি তুলনাহীন, আপনার পোস্টগুলো যত দেখি ততই ভালো লাগে।
মাঝেমধ্যে ভিন্ন কিছু পোস্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে