DIY || এসো নিজে করি ||⚱️⚱️কাপড় আর সিমেন্ট দিয়ে সুন্দর একটা ফুলের টপ তৈরি⚱️⚱️১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সিমেন্ট দিয়ে সুন্দর একটা ফুলের টপ তৈরি করে দেখাবো। সিমেন্ট দিয়ে তৈরি করার কারণে ফুলের টপ টা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এই ফুলের টপ তৈরি করতে আমার খুবই সময় লেগে গিয়েছিল। এইভাবে অনেক সুন্দর একটা ফুলের টপ তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করব আমার তৈরি করা এই সুন্দর সিমেন্টের ফুলের টব আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

20220117_190320.png

উপকরণ :

° সিমেন্ট
° কাঁচি
° পানি
° পোস্টার রং
° রং করার তুলি
° একটা কাপড়
° একটা বইয়াম

IMG_20211207_124407.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা পাতিলের মধ্যে সিমেন্ট কিছু নিয়ে নিলাম। তারপর সেই সিমেন্ট গুলোকে পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম।

IMG_20211207_124440.jpg

IMG_20211207_124549.jpg

IMG_20211207_124603.jpg

ধাপ ২ :

তারপর একটা চারকোনার কাপড় নিয়ে নিলাম। তারপর সেই কাপড় টাকে সিমেন্টের মধ্যে ভিজিয়ে নিলাম।

IMG_20211207_124655.jpg

IMG_20211207_124705.jpg

ধাপ ৩ :

এইভাবে কাপড়টার মধ্যে সুন্দর করে সিমেন্ট লাগিয়ে নিলাম। এইভাবে পুরো কাপড়ের মধ্যে সিমেন্ট লাগিয়ে নিলাম।

IMG_20211207_124736.jpg

IMG_20211207_124758.jpg

ধাপ ৪ :

তারপর বইয়মের উপরে সিমেন্ট লাগানো কাপড়টা রেখে দিলাম। তারপর কাপড় টাকে সুন্দর করে ভাজ করে নিলাম।

IMG_20211207_124844.jpg

IMG_20211207_124852.jpg

IMG_20211207_124856.jpg

ধাপ ৫ :

তারপর কাপড়ের চারপাশে চিকন চিকন করে ডিজাইন করে নিলাম। যাতে ফুলের টপ তৈরি হলে দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211207_124926.jpg

IMG_20211207_125406.jpg

ধাপ ৬ :

তারপর সেই সিমেন্টের ফুলের টপ টাকে একটা জায়গায় রেখে দিলাম। যাতে রোদে সুন্দরভাবে শুকিয়ে যেতে পারে।

IMG_20211207_130255.jpg

IMG_20211207_130159.jpg

ধাপ ৭ :

তারপর কিছুদিন পর অনেক সুন্দর ভাবে সিমেন্ট গুলো শুকিয়ে গেল। তখন একেবারে শক্ত পোক্ত একটা ফুলের টপ তৈরি হয়ে গেল।

IMG_20211208_121930_mfnr.jpg

IMG_20211208_121901_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর আমি সেই সিমেন্টের ফুলের টপ এর চারপাশে সাদা রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20211208_123753_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর সেই সাদা রং এর উপরে গোল্ডেন কালারের কিছু জুরি রং লাগিয়ে নিলাম। তখন সিমেন্টের ফুলের টপ টা দেখতে আরো সুন্দর দেখায়।

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা কাপড় দিয়ে সিমেন্টের ফুলের টপ তৈরি করে নিলাম। আশা করব আমার তৈরি ফুলের টব আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG-20220117-WA0036.jpg

IMG-20220117-WA0038.jpg

IMG-20220117-WA0034.jpg

IMG-20220117-WA0025.jpg

ফুলদানি সহ আমার একটি ছবি

IMG-20220117-WA0033.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

অতি অসাধারন এবং কি খুবই চমৎকার একটি ডাই আমাদেরকে উপহার দিয়েছেন যা সত্যি দারুন লেগেছে। আপনি সিমেন্ট দিয়ে এবং কাপড় দিয়ে অসাধারন একটি ফুলদানি তৈরি করেছে যা সত্যিই অবাক করার মতো ছিল। এবং এটি তৈরি করতে আপনার বেশ ভালই সময় লেগেছে এবং প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুলদানি তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

এই সিমেন্টের ফুলদানি ফুল সহ দেখতে এতো সুন্দর যে বলার কোনো ভাষা রাখে না। আমার কাছে খুব চমৎকার লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট ❤️ করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারন ভাবে সুন্দর একটি ফুলের টব বানিয়েছেন আপু। শেষের ছবি গুলা সত্যি মনোমুগ্ধকর ছিলো। দারুণ আইডিয়া করে এই টব বানিয়েছেন। এক কথায় অসাধারন। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ আপু আপনি অনেক সুন্দর ও দক্ষতা সহকারে ফুলের টপটি তৈরি করেছেন। যেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তবে আপু সবার প্রথমে জাস্টিফাই এর মার্কডাউনটা দেখা যাইতেছে। সেটা একটু ইডিট করে দিলে অনেক ভালো হবে। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু অনেক সুন্দর করে একটি ফুলের টপ তৈরি করেছেন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপু আপনার হাত অনেক পাকা যেটা তৈরি করেন কেন সেটাই অসাধারণ লাগে। শুভকামনা রইল আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

কাপড় আর সিমেন্ট দিয়ে সুন্দর একটি ফুলের টপ তৈরি করেছেন। আমার আসলেই অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আসলেই এই কাজগুলো হয়তো ছেলেদের কিন্তু আপনি দারুন দক্ষতা নিয়ে করিয়ে দেখিয়েছেন।অনেক ভালো লাগলো


IMG_20220106_113311.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অও,ফুলদানিটি অসাধারণ হয়েছে আপু👌.আপনার প্রত্যেকটি হাতের কাজ আমার কাছে খুবই ভালো লাগে।আমিও এভাবে চেষ্টা করে দেখবো।প্রতিটি ধাপ খুবই সুন্দর ছিল।ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

আপু আপনার বুদ্ধিমত্তার পরিচয় আপনি সবসময় সুন্দর দিয়ে যাচ্ছেন। আমার অনেক ভালো লাগে আপনার কাজগুলো। আজকে অনেক ভালো লেগেছে। সত্যিই প্রশংসনীয় পোস্ট করেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার অসাধারণ প্রজেক্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে আপনি সিমেন্ট এর মাধ্যমে ফুলদানি তৈরি করেছেন। এর পর আবার পোস্টার রং দিয়ে কালার করেছেন। আমার কাছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62