DIY || এসো নিজে করি || 💐💐 পোস্টার রং দিয়ে আঁকা ফুলে ভরা সুন্দর একটা পেইন্টিং 🌹🌹 ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220114-WA0007.jpg

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20220113_112915.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর খাতাটার চারপাশে আর চিকন করে মাঝখানে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

IMG_20220113_115339.jpg

ধাপ ২ :

তারপর সেই খাতাটার উপরের অংশে হলুদ আর হালকা আকাশী কালার দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220113_120438.jpg

IMG_20220113_121213.jpg

IMG_20220113_121216.jpg

ধাপ ৩ :

তারপর হলুদ আর নীল রঙের উপরে সাদা রং দিয়ে ছোট ছোট করে কিছু মেঘ সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220113_121446.jpg

IMG_20220113_121627.jpg

IMG_20220113_121631.jpg

ধাপ ৪ :

তারপর মাঝখানে গারো সবুজ রং দিয়ে ঘাসের মতো করে মাস্কিং টেপের দু'পাশে রং করে নিলাম।

IMG_20220113_122013.jpg

IMG_20220113_122218.jpg

IMG_20220113_122225.jpg

ধাপ ৫ :

তারপর গারো সবুজ কালারের নিচে হালকা সবুজ কালার দিয়ে নিচের অংশটা সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220113_122538.jpg

IMG_20220113_122746.jpg

IMG_20220113_122906.jpg

ধাপ ৬ :

তারপর মাঝখানে বেগুনি কালার রং দিয়ে সুন্দর করে পুরোটা মিশিয়ে রং করে নিলাম।

IMG_20220113_123308.jpg

IMG_20220113_123526.jpg

IMG_20220113_123528.jpg

ধাপ ৭ :

তারপর সেই রংগুলোর উপরে কালো সবুজ দিয়ে গাছের পাতা সহ কিছু ডাল রং করে নিলাম।

IMG_20220113_123900.jpg

IMG_20220113_124326.jpg

IMG_20220113_124329.jpg

ধাপ ৮ :

গারো সবুজ রং দিয়ে সেই কালো সবুজ রঙের উপরে আরো কিছু সবুজ সবুজ পাতা সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220113_124546.jpg

IMG_20220113_124926.jpg

IMG_20220113_124935.jpg

ধাপ ৯ :

তাপস এই পাতার নিচের দিক থেকে গারো সবুজ রং দিয়ে কিছু ছোট ছোট ঘাস রং করে নিলাম।

IMG_20220113_125142.jpg

IMG_20220113_125147.jpg

ধাপ ১০ :

তারপর সবুজ পাতা গুলোর উপরে লাল রং দিয়ে ছোট ছোট করে কিছু ফুল বিভিন্ন জায়গায় রং করে নিলাম।

IMG_20220113_125522.jpg

IMG_20220113_125825.jpg

IMG_20220113_130034.jpg

ধাপ ১১ :

তারপর সেই লাল ফুলগুলোর মাঝখানে মাঝখানে গোলাপি রং দিয়ে আরও কিছু সুন্দর ফুল রং করে নিলাম।

IMG_20220113_130659.jpg

IMG_20220113_130304.jpg

ধাপ ১২ :

তারপর সেই ফুলের মাঝখানে মেঘের দিক থেকে একটা হলুদ রং দিয়ে সুন্দর সুর্য রং করে নিলাম।

IMG_20220113_130916.jpg

IMG_20220113_131716.jpg

ধাপ ১৩ :

এইভাবে ফুলে ভরা পেইন্টিং রং করা শেষ করে নিলাম। তারপর প্রিন্টিংয়ের চারপাশ থেকে মাস্কিং টেপ গুলো সরিয়ে নিলাম।

IMG_20220113_131826.jpg

IMG_20220113_131852.jpg

IMG_20220113_132627.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করব আমার হাতের আঁকা এই পেইন্টিং আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG-20220114-WA0001.jpg

IMG-20220114-WA0005.jpg

IMG-20220114-WA0008.jpg

IMG-20220114-WA0003.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220114-WA0010.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

🌷🌸 ধন্যবাদ সবাইকে🌷🌸

Sort:  
 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে ফুলে ভরা দারুন একটি পেইন্টিং করেছেন এবং খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনাদের পরিবারের সবাই পেইন্টিংএ বেশ পারদর্শী।আপু পোস্টার রং দিয়ে করা আপনার পেইন্টিংটি অসাধারণ হয়েছে।প্রতিটি ধাপ খুব ভালোভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলছেন ভাইয়া
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার তৈরি পোস্টার রং দিয়ে আঁকা ফুলে ভরা সুন্দর একটা পেইন্টিং অংকন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

আপু আপনি খুবই সুন্দর করে পেইন্টিং করে ফুলের ছবি আঁকতে পারেন। দেখতে সত্যি অসাধারণ লাগছে। আপু এতো সুন্দর করে কিভাবে ফুলের ছবি আকেন।মনে হচ্ছে একেবারে জীবন্ত ফুলের মত তার চাইতে সুন্দর মনে হচ্ছে। সব মিলিয়ে আপু আমার কাছে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আমার পেইন্টিং খুবই ভালো লাগে তাই চেষ্টা করি সুন্দর করে আঁকার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু আপনার ফুলে ভরা আর্টটি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে ফুলের মাঝখান থেকে সূর্যের উঁকি দেয়া আপনি খুব চমৎকারভাবে অঙ্কন করেছেন। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

চমৎকার হয়েছে আপু ফুলে ভরা পেইন্টিংটা। একদম মোবাইল দিয়ে তোলা ছবির মতো দেখতে লাগছে । সূর্যটা খুব বেশি ফুটে উঠেছে ছবিটার মধ্যে। সবমিলিয়ে দারুন হয়েছে পেইন্টিংটা। উপস্থাপনা ও খুব ভাল ছিল। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

সবুজপাতা গুলো বাস্তবের মতো হয়েছ হঠাৎ করে কেউ দেখলে বুজবে বাস্তব দেখতেছে।আপনি অনেক সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন। প্রতিটা ধাপা সুন্দর বিশ্লেষণ করছেন।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

গাছের পাতা আর ফুল গুলো যেন একদম জলজ্যান্ত লাগছে দিদি। এতই চমৎকার কাজ আপনার হাতের। তবে এমন ধরনের ফুল গাছ কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না🤔।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা ফুলে ভরা একটি পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়েছি ।একজন মানুষ কত সুন্দর ভাবে প্রতিনিয়ত আমাদের মাঝে এত সুন্দর সুন্দর পেইন্টিং উপস্থাপন করতে পারে তা সত্যিই ভাববার বিষয়। এই অসাধারণ প্রতিভা ।আপনার সৃজনশীলতা আমাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছেন অনুপ্রেরণাদায়ক। এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 
  • পোস্টার রং দিয়ে ফুলে ভরা আঁকা পেইন্টিং সত্যিই অসাধারণ। আপনি খুবই সুন্দরভাবে পেইনটিং করেন। আপনার প্রত্যেকটা পেইন্টিং দেখে আমার খুবই ভালো লাগে। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62716.82
ETH 2447.73
USDT 1.00
SBD 2.65