আমার লেখা কবিতা : " সুখী তুমি করবে কাকে "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। কারণ প্রতিনিয়ত একই ধরনের পোস্ট করলে আসলেই সেটা খুব একটা ভালো দেখায় না। এমনকি আমি এখন কিছু লেখালেখি করারও চেষ্টা করি। এক্ষেত্রে আমি সবাইকে দেখেছি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে। এমনকি কবিতার প্রতিভা আনার জন্য আমাদের প্রিয় এডমিন এবং ফাউন্ডার সহ এবিবি ফানে কবিতার আয়োজন করেছেন। আমিও চেষ্টা করছি কবিতা লেখার। এইজন্য আজকে আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। জানিনা লেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। আসলে কবিতার বিভিন্ন ভাষা রয়েছে। এমনকি কবিতার মাঝে উপলব্ধি করার মত কিছু বিষয় রয়েছে। যেহেতু আমি এখন চেষ্টা করছি মাত্র। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
আজকের কবিতা একজন দুঃখি প্রেমিক প্রেমিকা হিসেবে লিখেছি। আসলে একজন ভালোবাসার মানুষের যদি তার সাথে প্রতারণা করে তাহলে সে কি রকম প্রত্যাশা করে। এইসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। সুখ এমন একটা জিনিস, যেটা কিনা একজনের জন্য বাধা। যাকে এতটা ভালবেসেছিলাম, সে কিনা অন্য কাউকে সুখি করবে। যাকে নিয়ে এত ভাবনা চিন্তা ছিল, সে যদি দুঃখ দিয়ে চলে যায় তাহলে তো কান্না ছাড়া আর কিছুই নেই। আজকের কবিতায় এই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।
সুখী তুমি করবে কাকে
পুরোনো সব স্মৃতি
ভুললে কি ক্ষতি।
এ কথা বুঝাতে পারিনা মনকে
সুখের ক্ষুধায় চলে যে জন,
পাবো কি আর সেই জনকে।
যদি ক্ষতিই হয়ে থাকে
আমাকে ভালোবাসা।
কি প্রয়োজন ছিল
একদিন কাছে আসা।
মনটা তো ভেঙে দিলে
সুখটা তো ডাকে দুঃখকে।
কার সুখ কাকে টানে
সেতো তুমি বোঝনি।
আমার সুখ তোমার মনে
কেন তোমায় পাইনি।
বুকটাতে আগুন জ্বেলে
সুখী তুমি করবে কাকে।
এটাই কি জীবন।
নাকি দুঃখের শ্রাবণ।
কেন করলে ছলনা।
বুকের মাঝে তোমার বাসনা।
হৃদয় ছেড়ে দেখো তুমি।
কেমন আছি এই আমি।
দুঃখের নদী বয়ে চলে।
সুখ নেই কপালে।
কেন এমন হলো আমার।
সুখ চেয়েছি শুধু তোমার।
হৃদয়ের ভাঙ্গা আয়না।
তোমাকে আর চায়না।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
এবিবি কবিতার আসরের মাধ্যমে সবার মাঝেই কবিতা লেখার প্রতিভা ফুটে উঠেছে। সত্যি আপু সবার মাঝে লুকিয়ে থাকা প্রতিভা গুলো যেন জাগ্রত হয়েছে। আপনার লেখা কবিতাটি সত্যি অনেক সুন্দর হয়েছে। কবিতার ছন্দ এবং প্রতিটি লাইন বেশ সুন্দর ছিল। পড়তেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু এই কবিতা লিখে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি কবিতার আসর থেকে কবিতা শেখার চেষ্টা করতেছি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভিন্ন ভিন্ন পোস্ট করতে আমারও ভালো লাগে,সমস্যা হচ্ছে আমি কবিতা লিখতে পারি না।হাজারো চেষ্টা করলেও একটা লাইন ও বের করতে পারবো না।আমার বাংলা ব্লগের মাধ্যমে অনেকেরই কবিতা লিখার বিকাশ ঘটেছে। যাই হোক আপনার কবিতাটা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ
চেষ্টা করলে সব কিছুই সম্ভব
একটু একটু করে সব সময় চেষ্টা করতে থাকুন দেখবেন কবিতা লিখতে পারবেন
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
সত্যি বলতে আপু ভিন্ন ভিন্ন পোস্ট করতে আমার অনেক ভালো লাগে কিন্তু আপনাদের মতো কবিতা লিখতে পারি না।আসলে কবিতা লিখতে অনেক ভাষা ও ছন্দের প্রয়োজন হয়। সত্যি আমার বাংলা ব্লগের বন্ধুরা অনেক ভালো ভালো কবিতা লেখে।আপনার কবিতাটি ও অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
আমিও আগে কবিতা লিখতে পারতাম না।
একদিন হঠাৎ করে ভাবলাম আজ থেকে কবিতা লিখব।
একটু একটু করে চেষ্টা করতে করতে অভ্যাস হয়ে গেছে।
আমার বাংলা ব্লগের সবাই আস্তে আস্তে দেখছি কবি হয়ে উঠছে। সবার কবিতা গুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি তো খুব সুন্দর একটি বিরহের কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে যখন দুজন মানুষ মানুষকে ভালবাসে, আর একজন অন্যজনকে ছেড়ে চলে যায় এটা আসলে বেশ কষ্টের।
ঠিক বলেছেন একজন আরেকজনকে ছেড়ে চলে গেলে অনেক কষ্ট হয়।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
সবাই ক্রিয়েটিভিটি তুলে ধরেছে আর আপনিও আপনার কবিতা লেখার দক্ষতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতা পড়েই বোঝা যাচ্ছে আপনি দারুন লিখতে পারেন। প্রতিটা লাইনে যেন কষ্টের ছাপ বোঝা যাচ্ছে।
চেষ্টা করি সুন্দর কবিতা লিখে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
আপনার কবিতার প্রতিটি লাইন অত্যন্ত সুন্দর। জীবনে এমন কিছু লোক আসে, যারা শুধু সুযোগ সন্ধানী হয়। ভালোবাসার প্রলোভন দেখিয়ে কাছে আসে। আবার সুযোগ পেলেই চলে যায়। কেন যে চলে যায়। বুঝিনা এরা কি ভালোবাসা কি বুঝেনা? আমি ধিক্কার জানাই এ সমস্ত লোকদের। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য
ঠিক বলেছেন খারাপ মানুষ সব পৃথিবীতে অনেক আছে।
আসলেই তারা হয়তো ভালোবাসা বোঝে না।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
চেষ্টা করলাম সুন্দরভাবে কবিতাটি আপনাদের খুব উপহার দেওয়ার জন্য।
কবিতা লিখতে একটু একটু চেষ্টা করি
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
যারা চলে যাওয়ার তারা যে কোন পরিস্থিতিতেই চলে যাবে।তাই তাদের জন্য দুঃখ করে কোন লাভ নেই।আর কিছু স্মৃতি আছে যেগুলো সত্যিই মনে না পড়াই ভালো। সেগুলো আমাদের শুধুই দুঃখ দেয়। খালি মনে হয় যে সত্যিই কি আমার ভুল ছিল? কাউকে ভালোবাসায় কি সত্যি ভুলের?মানুষগুলো মনে হয় জীবনে আসে শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যেই অপরাধী বোধ তৈরি করাতে। একবার যদি আমরা বুঝতে পারি, যে সত্যিই মানুষগুলো আদেও আমাদের ভালোবাসার যোগ্য নয়। তবে এই মানুষগুলোর থেকে যত তাড়াতাড়ি দূরে সরে যাওয়া সম্ভব ততই মঙ্গল। খুব সুন্দর একটা কবিতা লিখেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
ভিন্ন ভিন্ন পোস্ট করতে আমারও ভাল লাগে কিন্তু করতে পারি না। আপনার কবিতাটা ভাল লাগলো পড়ে। আপনি প্রতিটি লাইন সুন্দর ভাবে শেষ করলেন, ধন্যবাদ আপু। এত সুন্দর একটি কবিতা পোস্ট করার জন্য।