DIY || এসো নিজে করি || রঙিন পেপার দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা ওয়ালমেট বানিয়ে দেখাবো। রকম ওয়ালমেট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম ওয়ালমেট গুলো বানানোর চেষ্টা করি। যাতে সুন্দর কিছু বানাতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা ওয়ালমেট বানিয়ে দেখাবো। তাই আজকে আমার বানানো ওয়ালমেট আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই ওয়ালমেট।

IMG-20211124-WA0008.jpg

উপকরণ :

✓ রঙ্গিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ ঘাম
✓ কাঁচি

IMG_20211123_142057.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে লম্বা লম্বা করে কিছুটা কেটে দিলাম। ছোট ছোট করে ওগুলোকে কেটে নিতে পারি।

IMG_20211123_143306.jpg

IMG_20211123_143351.jpg

ধাপ ২ :

তারপর সেই লম্বা রঙিন পেপার গুলো কে ছোট ছোট করে কেটে নিলাম। এইভাবে অনেকগুলো বিভিন্ন রকম রঙিন পেপার কেটে নিলাম।

IMG_20211123_143418.jpg

IMG_20211123_145610.jpg

ধাপ ৩ :

তারপর আরো একটা রঙ্গিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। তারপর কাঁচি দিয়ে ছোট করে কিছু কেটে নিলাম।

IMG_20211123_142632.jpg

IMG_20211123_142907.jpg

IMG_20211123_143222.jpg

ধাপ ৪ :

তারপর সেই রঙিন পেপার গুলোকে একটা চিকন শলা দিয়ে পেঁচিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপারের সাথে ঘাম লাগিয়ে নিলাম। এভাবে রঙিন পেপার দিয়ে কিছু লাঠি তৈরি করে নিলাম।

IMG_20211123_143508.jpg

IMG_20211123_143637.jpg

IMG_20211123_144450.jpg

IMG_20211123_144607.jpg

ধাপ ৫ :

তারপর সুন্দর একটা মোটা সাদা কাগজ নিয়ে নিলাম। তারপর সেই কাগজের এক পাশে ঘাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘামের উপরে ছোট করে কেটে নেওয়া রঙিন পেপার গুলো লাগাতে থাকি।

IMG_20211123_145547.jpg

IMG_20211123_145720.jpg

IMG_20211123_145832.jpg

ধাপ ৬ :

তারপর অপরপাশে ঘাম লাগিয়ে ছোট রঙের পেপারগুলো লাগাতে থাকি। এইভাবে বিভিন্ন রকম রঙিন পেপার লাগানোর কারণে কাগজ টা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211123_150040.jpg

IMG_20211123_150647.jpg

IMG_20211123_151130.jpg

ধাপ ৭ :

এভাবে পুরো সাদা কাগজ ছোট ছোট রঙিন পেপারের ভরিয়ে নিলাম। বিভিন্ন রকম কালার পেপারের কারণে ওয়ালমেট টা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211123_151656.jpg

IMG_20211123_152758.jpg

IMG_20211123_154435.jpg

ধাপ ৮ :

তারপর রঙিন পেপার দিয়ে বানানো লাঠিগুলো সাথে ঘাম লাগিয়ে নিলাম। তারপর সেই লাঠিগুলো কে ছোট ছোট করে বানানো রঙিন পেপারের সাথে লাগাতে থাকি।

IMG_20211123_154552.jpg

IMG_20211123_154640.jpg

IMG_20211123_154806.jpg

ধাপ ৯ :

তারপর চারপাশে সুন্দরভাবে সেই লাঠি গুলো লাগিয়ে নিলাম। এইভাবে চারপাশে লাঠিগুলো লাগানো কারণে দেখতে অনেকটা বাঁধানো মনে হয়। এইভাবে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে নিলাম।

শেষ ধাপ :

এভাবে ওয়ালমেট বানানো শেষ হয়ে গেল। তাই আপনাদের সাথে এই ওয়ালমেট বানানো টা ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এত সুন্দর ওয়ালমেট।

IMG-20211124-WA0007.jpg

IMG-20211124-WA0005.jpg

ওয়ালমেট সহ আমার একটি ছবি

IMG-20211124-WA0006.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

কয়েকটি সাধারণ জিনিস দিয়ে আপনি কতো সুন্দর করে মুহুর্তেই একটি অসাধারণ জিনিস বানিয়ে ফেললেন। কি সুন্দর লাগছে দেখতে।
শুভকামনা রইল। ভালোবাসা নিয়েন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ‌

 3 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে আপনার বানানো কাগজের ওয়ালম্যাট টি। সিম্পল কিন্তু অনেক অনেক সুন্দর।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন। করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক ভালো লাগছে। আপনি রঙিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট প্রতিনিয়ত খুব সুন্দর হয়। খুব দক্ষতার সাথে সম্পন্ন করেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল আ।পনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ খুব সহজেই রংবেরঙের তৈরি একটি ওয়ালমেট আমাদেরকে উপহার দিলেন। ওয়ালমেট তৈরির ধাপ গুলো দেখে মনে হচ্ছে খুব সহজ উপায়ে এই ওয়ালমেট তৈরি করা যায়। আর দেখতেও অনেক সুন্দর লাগছে। সুন্দর সুন্দর প্রজেক্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

দিদি সিম্পল এর ভিতরে গর্জিয়াস বলে যে একটি কথা আছে আজকে আপনার কাজটি দেখে সেটাই মনে পড়ল। খুব কঠিন না , বেশি সময়েরও প্রয়োজন নেই কিন্তু অসাধারণ সৌন্দর্য আছে এমন একটি কাজ। খুবই পছন্দ হয়েছে আমার। সত্যি বলতে সকাল সকাল এমন কাজ দেখলে মনটাই ভালো হয়ে যায়। ভালো থাকবেন দিদি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আমাকে একটা কমেন্ট করার জন্য

 3 years ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট টি অসাধারণ হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে দেখে মনে হচ্ছে এটা কোন কাপড়ের তৈরি, সত্যি অসাধারণ। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

খুব সুন্দর একটা ওয়ালমেট বানিয়েছেন। টুকরো কাগজ দিয়েও যে কত সুন্দর দৃষ্টিনন্দন কিছু বানানো সম্ভব। আপনার ওয়ালমেট দেখে তা বুঝতে পারলাম ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বিভিন্ন রঙে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে আপু। সত্যি আপু আপনার দক্ষতা দেখলে অনেক ভালো লাগে। আপনি সব সময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করেন এটা আমার খুবই ভালো লাগে। আপনার জন্য সবসময় শুভকামনা রইল।

 3 years ago 

আপু
প্রতিনিয়তঃ আপনি সুন্দর সুন্দর প্রজেক্ট উপহার দেন। আজকেও অসাধারণ কিছু উপহার দিলেন।

এটি সত্যিই খুব ভালো মানের একটি ওয়ালমেট। যেটি দেয়ালে টানিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে এবং দৃষ্টিনন্দন হবে। খুব অল্প পরিসরে খুব সুন্দর মানের ইউনিক পোস্ট উপহার দিয়েছেন।

যেটি সত্যি বলতে গেলে অসাধারণ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

 3 years ago 

রঙ্গিন পেপার দিয়ে খুবই সুন্দর ওয়ালেট তৈরি করেছেন।দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপনা ও অনেক ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.028
BTC 57297.27
ETH 3101.41
USDT 1.00
SBD 2.41