DIY || এসো নিজে করি || 👜👜 মাস্ক দিয়ে সুন্দর একটা ব্যাগ তৈরি 🛍️🛍️ ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে মাক্স দিয়ে সুন্দর একটা ব্যাগ তৈরি করে দেখাবো। মাস্ক দিয়ে এই সুন্দর ব্যাগ টা তোর কোথায় আমার খুবই ভালো লেগেছে। তাই আমার তৈরি করা এই সুন্দর ব্যাগ টা আপনাদের সাথে ভাগ করে নিলাম। এরকম সুন্দর সুন্দর জিনিস গুলো তৈরি করতে আমার খুবই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর জিনিস গুলো নিজের হাতে তৈরি করতেও খুব ভালো লাগে আমার। তাই আজকে মাস্কের ব্যাগ তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমার তৈরি করা এই সুন্দর ব্যাগটা আপনাদের পছন্দ হবে।

20220123_205912.png

উপকরণ :

° রঙিন কলম
° সাদা কাগজ
° মাস্ক
° ঘাম
° পেন্সিল
° কাঁচি
° টিস্যু
° পুঁথি

IMG_20220122_125923.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা মাস্ক নিয়ে নিলাম। তারপর সেই মাস্ক এর একপাশে ঘাম লাগিয়ে নিয়ে নিলাম।

IMG_20220122_130132.jpg

IMG_20220122_130301.jpg

ধাপ ২ :

তারপর অপর পাশ ঘামের সাথে সুন্দরভাবে বাজিয়ে নিলাম। তখন দেখতে অনেকটা ব্যাগের মতো তৈরি হয়ে যায়।

IMG_20220122_130332.jpg

IMG_20220122_130422.jpg

IMG_20220122_133337.jpg

ধাপ ৩ :

তারপর একটা সাদা টিস্যু নিয়ে নিলাম। তারপর সেই টিস্যু টাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ফুলের মত তৈরী করে নিলাম।

IMG_20220122_130657.jpg

IMG_20220122_130925.jpg

IMG_20220122_130941.jpg

ধাপ ৪ :

তারপর আরো একটা চিকন টিস্যু দিয়ে নিলাম। তারপর সেই ফুলের মতো টিস্যুটার উপরে চিকন টিস্যুটা পেঁচিয়ে নিলাম।

IMG_20220122_131027.jpg

IMG_20220122_131106.jpg

IMG_20220122_131200.jpg

ধাপ ৫ :

তারপর সে ফুলের টিস্যু টার উপরে ঘাম দিয়ে ছোট একটা পুঁথি লাগিয়ে দিলাম।

IMG_20220122_131227.jpg

IMG_20220122_131303.jpg

ধাপ ৬ :

তারপর একটা সাদা কাগজ নিয়ে নিলাম। তারপর সেই কাগজটা কে গোল করে কেটে নিলাম।

IMG_20220122_131519.jpg

IMG_20220122_131719.jpg

ধাপ ৭ :

তারপর গোল বৃত্ত দুটোকে সুন্দর চোখের মত করে রং করে নিলাম।

IMG_20220122_132410.jpg

IMG_20220122_133101_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর সেই মাস্ক এর উপরে চোখ দুটো সুন্দর ভাবে লাগিয়ে নিলাম খাম দিয়ে। তখন মাক্স এর উপরে সুন্দর সরাইলের মত দেখায়।

IMG_20220122_133450.jpg

IMG_20220122_133531.jpg

ধাপ ৯ :

তারপর ঘাম দিয়ে মাস্ক এর উপরে আবার টিস্যুর ফুল টা সুন্দর ভাবে লাগিয়ে নিলাম। এইভাবে আমার ব্যাগ বানানো টা শেষ করে নিলাম।

IMG_20220122_133554.jpg

IMG_20220122_133619.jpg

IMG_20220122_133822.jpg

শেষ ধাপ :

এইভাবে মাস্ক দিয়ে অনেক সুন্দর একটা ছোট ব্যাগ তৈরি করে নিলাম। আশা করবো আমার তৈরী এই ছোট ব্যাগটা আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG-20220123-WA0026.jpg

IMG-20220123-WA0020.jpg

IMG-20220123-WA0000.jpg

IMG-20220123-WA0023.jpg

মাস্কের ব্যাগ সহ আমার একটি ছবি

IMG-20220123-WA0001.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

👛 ধন্যবাদ সবাইকে 👛

Sort:  

আপনি সত্যিই একজন সৃজনশীল মানুষ আপনার পোস্ট গুলো দেখলেই বোঝা যায়। আপনি কিছুদিনেই নিত্য নতুন জিনিস নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন যা সত্যিই অনেক আনন্দদায়ক এবং শেখার মত। সেই সাথে আপনার আজকের মাক্স দিয়ে ব্যাগ তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি প্রদর্শনের জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে

 2 years ago (edited)

ওয়াও মাক্স দিয়ে সুন্দর একটি কালারফুল ব্যাগ আপনি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে সত্যি আপনার ইউনিক বুদ্ধির তারিফ করতে হয় শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনি মাক্স দিয়ে অসাধারন একটি ব্যাগ তৈরি করেছেন যা সত্যি দেখে অনেক ভালো লাগলো। আর ব্যগটি আপনি আপনার নিজের মতো করে সাজিয়েছেন। এত সুন্দর একটি কারুকাজ আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

মাক্স দিয়ে অনেক সুন্দর একটি ব্যাগ তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপ। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

মাক্স ব্যবহার করে অসাধারণ একটি ব্যাগ তৈরি করেছেন ।দেখতে চমৎকার লাগছে ব্যাগ। কিভাবে তৈরি করতে হবে তা আপনি ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

মাস্ক দিয়ে সুন্দর একটা ব্যাগ তৈরিটা অনেক জোশ ছিল। সত‍্যি অনেক ইউনিক লেগেছে আমার কাছে। আপনার সৃজনশীলতা দেখে বারবার আমি মুগ্ধ হচ্ছি। মাস্ক দিয়ে সুন্দর একটা ব্যাগ তৈরি পদ্ধতি সম্পর্কে সুন্দর করে ধাপে ধাপে বর্নণা দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

মাক্স ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ব্যাগ তৈরি করেছেন আপু। আপনার তৈরীকৃত এই মাক্স এর ব্যাগ টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি আপনার প্রতিভা দেখে মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনার মেধার অনেক উন্নত। মাস্ক দিয়ে অনেক সুন্দর একটি ব্যাগ তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগতেছে আপু। আজকে আমি নতুন একটা ব্যাগ দেখেতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার সৃজনশীলতার প্রশংসা না করলেই নয়। অসাধারণ একটা কৌশল দেখালেন মাস্ক দিয়ে ব্যাগ বানানোর। আমার কাছে আপনার প্রজেক্টটি অনেক ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার ইউনিক আইডিয়া টা আমার কাছে খুবই চমৎকার লেগেছে । এই করোনা পরিস্থিতিতে মাক্স আমাদের জন্য খুবই উপকারী একটি বস্তু আপনি মাক্স এর মাধ্যমে খুবই চমৎকার ভাবে একটি ব্যাগ আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42