DIY || এসো নিজে করি || 🌅🌅 পোস্টার রং দিয়ে আঁকা সূর্যাস্তের পেইন্টিং 🌅🌅 ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220111-WA0015.jpg

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20220106_142711.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা আকার খাতার পাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর খাতাটার উপরের অংশে হলুদ আর গারো কমলা রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220106_143502.jpg

IMG_20220106_143704.jpg

IMG_20220106_143912.jpg

ধাপ ২ :

তারপর খাতাটা নিচের অংশে হালকা কমলা রং দিয়ে সুন্দর করে পুরোটা রং করে নিলাম।

IMG_20220106_144144.jpg

IMG_20220106_144231.jpg

IMG_20220106_144625.jpg

ধাপ ৩ :

তারপর নিজের হালকা কমলা রঙের উপরে গারো কমলা রং দিয়ে কিছু ছোট ছোট করে দাগ টেনে নিলাম। যাতে গারো কমলা রং গুলো দেখতে পানির মতো মনে হয়।

IMG_20220106_144847.jpg

IMG_20220106_144851.jpg

ধাপ ৪ :

তারপর হলুদ আর গারো কমলা রঙের উপরে একটা সূর্য রং করে নিলাম। তারপর নিচের পানিতে সূর্যের কিছু কিরণ রং করে নিলাম।

IMG_20220106_145047.jpg

IMG_20220106_145944.jpg

IMG_20220106_145948.jpg

ধাপ ৫ :

তারপর ঘাড় ও কমলা রঙের নিচের অংশে মাঝখানে কালো রং দিয়ে ছোট দূরের পাহাড় এর মত করে রং করে নিলাম।

IMG_20220106_150312.jpg

IMG_20220106_150557.jpg

IMG_20220106_150735.jpg

ধাপ ৬ :

তারপর সেই কালো রঙের উপরে ছোট ছোট কিছু তালগাছ রং করে নিলাম। তখন গাছ গুলো দেখে মনে হয় অনেক দূরের গাছ।

IMG_20220106_151118.jpg

IMG_20220106_151122.jpg

ধাপ ৭ :

তারপর নদীটার নিচের অংশে ছোট ছোট কিছু ঘাস রং করে নিলাম। তখন কাল ঘাসগুলো দেখতে নদীর চারপাশে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20220106_151558.jpg

IMG_20220106_151710.jpg

ধাপ ৮ :

তারপর সেই ছোট ঘাস গুলোর উপরে কিছু বড় বড় ঘাস রং করে নিলাম। তারপর সেই বড় ঘাস গুলোর উপরে লাল সাদার কিছু ফুল রং করে নিলাম।

IMG_20220106_151846.jpg

IMG_20220106_152139.jpg

IMG_20220106_152159.jpg

ধাপ ৯ :

তারপর সেই নদীটার মধ্যে ছোট্ট একটা নৌকা রং করে নিলাম। তারপর কালো রং দিয়ে নৌকার মধ্যে একটা মাঝি ও করে নিলাম।

IMG_20220106_152539.jpg

IMG_20220106_152629.jpg

IMG_20220106_152805.jpg

ধাপ ১০ :

তারপর সেই তাল গাছ গুলোর সাথে কিছু কালো রঙের ছোট পাখি রং করে নিলাম।

IMG_20220106_152955.jpg

IMG_20220106_152959.jpg

ধাপ ১১ :

এইভাবে সূর্যাস্তের পেইন্টিং আঁকা শেষ করে নিলাম। তারপর পেইন্টিংয়ের চারপাশ থেকে মাস্কিং টেপ সরিয়ে নিলাম।

IMG_20220106_153053.jpg

IMG_20220106_153435.jpg

শেষ ধাপ :

এইভাবে সূর্যাস্তের অনেক সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করবো আমার পেইন্টিং আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG-20220111-WA0010.jpg

IMG-20220111-WA0000.jpg

IMG-20220111-WA0002.jpg

IMG-20220111-WA0001.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

☀️ ধন্যবাদ সবাইকে☀️

Sort:  
 3 years ago 

আপু আপনার প্রশাংসা করে পারলাম নাহ৷ এতো সুন্দর করে পোস্টার রং দিয়ে সূর্যস্তের পেইন্টিং তৈরি করেছেন৷ সত্যি অসাধারণ হয়েছে আপু। আপনার পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এতো সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ওয়াও আপু জাস্ট অসাধারণ হয়েছে আপনার পেইন্টিংটি। আপনি জল রং দিয়ে খুব ভালো পেন্টিং করতে পারেন।আপনি হাতের কাজ দারুন।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনাকে ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

এত সুন্দর ছবি দেখে মন ভালো হয়ে গেলো। সূর্যাস্তের রঙের যে আভা সেটা দারুণ ভাবে ফুটে উঠেছে ছবিতে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

আপু আপনার প্রত্যেকটা ছবি এত সুন্দর নিখুঁত কেমনে হয় আপু। আপনার প্রতিটা ছবি দেখে যেন বলার ভাষা হারিয়ে ফেলি। ধন্যবাদ আপু আরও একটি অসাধারণ ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ছবি আঁকতে খুবই ভালো লাগে।
তাই হয়তো সুন্দর করে আঁকতে পারি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

 3 years ago 
আপনার সূর্যাস্তের পেইন্টিংটি মন ছুয়ে গিয়েছে আপু। আমার খুবই ভালো লেগেছে। আপনার পেইন্টিং করার দক্ষতা আসলেই প্রশংসনীয়। এককথায় অসাধারণ। এভাবেই এগিয়ে চলুন আপু। শুভ কামনা রইলো আপনার জন্য।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল

 3 years ago 

  • অসাধারণ একটি পেইন্টিং করেছ আজ ও। আমার খুবই ভালো লেগেছে। তোমার প্রত্যেকটি পেইন্টিং খুবই দুর্দান্ত হয়ে থাকে। অনেক দক্ষতা রয়েছে তোমার পেইন্টিং উপর। শুভকামনা রইল তোমার জন্য।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 
  • পোস্টার রং দিয়ে খুবই সুন্দর একটি পেইন্টিং করলেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। খুবই সুন্দর হয়েছে। সূর্যের পেইন্টিংটি বিশেষ করে নৌকা চালানোর বিষয়টি অসাধারণ লেগেছে।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

আপু আপনার প্রত্যেকটি পেইন্টিং অসাধারণ হয়ে থাকে। আজকের পেইন্টিং টি একেবারে অসাধারণ হয়েছে । আসলে আপু সূর্যোদয়ের সময় প্রকৃতি অনেক সুন্দর হয়। তা একেবারে আপনার পেইন্টিং এর তুলে ধরেছেন।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে

 3 years ago 

আপনার সূর্যাস্তের পেইন্টিং সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে । সব সময় খুব ভালো পেইনটিং করেন আপু আজকেরটা তার ব্যতিক্রম নয়। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার কালার দিয়ে অসম্ভব দারুন প্রতৃতির একটি পেইন্টিং করেছেন আপনার প্রতিটা পেইন্টিং অসম্ভব সুন্দর হয়ে এটাও অনেক সুন্দর হয়েছে।শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57930.87
ETH 2362.47
USDT 1.00
SBD 2.36