গল্প:- ভূতের গল্প (প্রথম পর্ব)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। আর আজকে একটি ভূতের কাহিনী শেয়ার করবো। আশা করি আজকের এই কাহিনী আপনাদের বেশ ভালো লাগবে।
এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী। আমি আর আমার চাচাতো বোন দুটি একদিন রাত্রে বেলা আমরা হাঁটতে বের হলাম। আমরা তিনজন একসাথে অনেক কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। আসলে আমরা তিনজন বাড়িতে আসলে প্রায় সময় হাঁটতে বের হতাম। আসলে ছোটবেলা থেকেই তিনজনে একই সাথে বড় হয়েছি তাই সবার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। তারপর আমরা কিছুক্ষণ গল্প করতে করতে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পেলাম আমাদের সামনে কে যেন হেঁটে আসছে। দূর থেকে আমরা তেমন ভালোভাবে দেখতে পাচ্ছি না তাকে।
কিন্তু যত বেশি আমাদের দিকে সেই লোকটা এগিয়ে আসছে ততই কেন জানি সাদা লম্বা দেখা যাচ্ছে। কিন্তু একটু একটু করে আমাদের সামনে এসে বলল সেই সাদা লম্বা জিনিসটা। আমরা তো হঠাৎ করে এত তাড়াতাড়ি সামনে দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। যখন আমরা উপরের দিকে তাকালাম তখন দেখতে পেলাম খুব ভয়ানক চেহারার একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি মুখটা এত ভয়ানক ছিল যে কেউ দেখে ভীষণ ভয় পাবে। তাছাড়া লোকটির এত লম্বা ছিল আমাদের থেকেও চার পাঁচ ফিট লম্বা ছিল। তখন আমরা তিনজন অনেক ভয় পেয়ে গেলাম। আমরা তো ভয়ে একজন আরেকজনের সাথে কথা বলতেও পারতে ছিলাম না।
তখন আমি আমার এক চাচাতো বোনকে বলতে লাগলাম এটা হয়তো ভূত হবে। এরকম ভাবে সাদা জামা পরে এসেছে দেখতেও কি ভয়ানক দেখাচ্ছে। তখন সেই ভূত যখন হাহা করে হাসতে লাগলো তখনই আমরা বুঝে গেলাম এটা আসলেই ভূত ছিল। আমরা তো তখন অনেক ভয় পেয়ে গেলাম ভূতের হাসি শুনে। তখন সেই ভূত ভয়ানক কণ্ঠে আমাদের দিকে তাকিয়ে বলল তোরা আমাকে সালাম দিলি না কেন। তখন আমরা কি আর বলব ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। আমাদের তিনজনের মুখে যেন কথা বন্ধ হয়ে গেল। শুধুমাত্র একজন আরেকজনের দিকে এক পলকে তাকাতে লাগলাম।
সামনে এরকম একটি ভয়ানক ভূত দাঁড়িয়ে আছে পিছনে অনেক অন্ধকার কোনদিকে পালাবো বুঝে পাচ্ছি না। তখনই ভূত আমাদের দিকে ভয়ানক ভাবে তাকিয়ে বলল কোথাও পালাতে পারবি না তোরা আজকে তোদের কে আমি মেরে ফেলবো। আমি যা হোক ধীরে ধীরে বললাম কেন আমাদেরকে মেরে ফেলবেন। তখন সেই ভূত আবারও ভয়ানক কন্ঠে বলল তোরা আমাকে সালাম দিলি না কেন। আমরা তখন বললাম কেন আপনাকে আমরা সালাম দেব। ভূত বলল আজকে তোদের কে আমাকে সালাম দিতেই হবে না হলে তোদের ঘাড় মোটকে দেব।আমরা ভয় পেলেও কেন জানি ভুতের সাথে তর্ক করতে শুরু করলাম। বারবার আমরাও একই কথা বলতে লাগলাম আমরা আপনাকে সালাম দেব না।
ভূত তখন বেশ রাগান্বিত হয়ে বলল তোরা আমাকে সালাম না দিলে আজকে তোদের ঘাড় মোটকে ফেলব। আমরাও বারবার একই কথা বলতে শুরু করলাম। তারপর ভূত বেশ রাগান্বিত হয়ে বলল আজকে তোরা যদি সালাম না দিস তাহলে আমার পায়ের নিচে দিয়ে তোদের কে যেতে হবে। তখন আমরা তিনজন একজনের সাথে ধীরে ধীরে কথা বলতে শুরু করলাম। যদি ভূতকে সালাম না দিই তাহলে হয়তো পায়ের নিচে দিয়ে গেলে আমাদেরকে পেঁচিয়ে মেরে ফেলবে। যাইহোক পরবর্তীতে আমাদের সাথে কি হলো সেটা দেখার অপেক্ষায় থাকবেন। আশা করি আজকের পর্ব আপনাদের বেশ ভালো লাগবে। (চলবে)
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1826470976152109177?t=KYs9ZAg21cSEnAfuK_SWWA&s=19
আপনার গল্পটা পড়েই তো ভয়ে আমি একেবারে শেষ। আপনাদের সাথে অনেক ভয়ঙ্কর একটা কাহিনী ঘটেছে দেখছি। যদিও এই কথাটা আপনি আমাদেরকে এখনো পর্যন্ত বলেননি। কিন্তু ওই ভূতটা আপনাদেরকে শেষ পর্যন্ত কি করল, এটা ভাবতেই আমার কাছে অন্যরকম লাগছে। আর এই বিষয়টা জানার জন্য অনেক বেশি আগ্রহ কাজ করছে। আপনারা শুরুতেই যদি সালাম দিয়ে দিতেন, তাহলে হয়তো সেই ভুত এত বেশি রাগান্বিত হতো না। আর পায়ের নিচ দিয়ে গেলেও হয়ত মেরে ফেলত। তারপর আপনাদের সাথে কি হয়েছে এটা জানার জন্য অধীর অপেক্ষায় থাকলাম। আশা করছি অনেক তাড়াতাড়ি শেয়ার করবেন এই গল্পের পরবর্তী পর্ব।
ঠিক বলেছেন আমি নিজেও ভীষণ ভয় পেয়ে যাওয়ার চেষ্টা করব পরবর্তী পর্ব তাড়াতাড়ি শেয়ার করার জন্য
আপনার ভূতের গল্পটা পড়ে ভালো লাগলো আপু।তবে এইরকম গল্প গুলো পড়তে অনেক ভালো লাগে এবং ভয়ও লাগে অনেক।আমার জীবনে এইরকম কোন ভূত সামনে আসেনি বা কোন কিছু আমি দেখতে পাইনি । তবে আপনাদের সামনে যে ভূত দাঁড়িয়েছিল তাকে সালাম দিলেই হয়ে যেতো হয়তো।যাইহোক তারপরে কি হয়েছে পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আমি নিজেও ভূতের গল্প ভীষণ ভয় পাই পরবর্তী পর্বে অপেক্ষায় থাকুন খুব দ্রুত শেয়ার করব
ভুতের গল্প শুনলে এমনিতে ভয় লাগে। আপনারা দেখতেছি রাত্রেবেলা হাঁটতে গিয়ে ভুতের দেখা পেলেন। তবে তিনজন মনে হয় অনেক সাহসী ছিলেন। তবে অনেকের মুখে শুনেছি ভুত নাকি মানুষকে দেখলে বলে সালাম দেওয়ার জন্য। আমি হলে তো সেখানে ভয়ে বেহুশ হয়ে যেতাম।দেখি আপনার পরের পর্বে কি ঘটেছে সেটি জানতে পারবো। আশা করি পরের পর্বটি অনেক তাড়াতাড়ি করে আমাদের মাঝে শেয়ার করবেন।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য পরবর্তী পর্বে অপেক্ষায় থাকুন