DIY || এসো নিজে করি || গ্লিটার পেপার দিয়ে ডেস্ক সাজানোর জন্য সুন্দর ঝুড়ি তৈরি ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা ঝুড়ি তৈরি করে দেখাবো। ডেস্ক সাজানোর জন্য ঝুড়ি বানাতে আমার খুবই ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। যাতে আমার তৈরি জিনিস গুলো আপনাদের সকলের খুব পছন্দ হয়। সেজন্য আজকে সুন্দর একটা ঝুড়ি বানিয়ে দেখাবো। তাই আমার তৈরি সুন্দর ঝুড়ি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে।

20211203_184112.png

উপকরণ :

✓ গ্লিটার পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ কাঁচি
✓ মার্কার
✓ ছোট কটোরা

IMG_20211129_130102.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা গ্লিটার পেপার নিয়ে নিলাম। তারপর তিন কালারের তিনটা গ্লিটার পেপার সুন্দরভাবে সোজা করে কেটে নিলাম।

IMG_20211129_130914.jpg

IMG_20211129_130943.jpg

IMG_20211129_131418.jpg

ধাপ ২ :

তারপর সেই সবুজ গ্লিটার পেপার টা কে ছোট কটোরা সাথে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তখন ছোট কাটরা দেখতে রঙিন ঝুরির মতো লাগে।

IMG_20211129_131544_mfnr.jpg

IMG_20211129_131637.jpg

IMG_20211129_133049_mfnr.jpg

ধাপ ৩ :

এভাবে অনেক সুন্দর করে সাদা, লাল, সবুজ তিনটা কত গ্লিটার পেপার দিয়ে লাগিয়ে নিলাম। তিনটা কোটরা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211129_133126_mfnr.jpg

IMG_20211129_133130_mfnr.jpg

ধাপ ৪ :

তারপর রঙিন পেপার দিয়ে ছোট ছোট করে তিনটা লাঠি তৈরি করে নিলাম। লাল, নীল, সাদা সবুজ তিনটা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

20211202_203304.png

ধাপ ৫ :

তারপর সবুজ কোটরার সাথে ঘাম লাগিয়ে সেই ছোট্ট লাঠিগুলো লাগিয়ে নিলাম। এভাবে সবুজ কোটরার সাথে লাগানোর কারণে দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211129_134415.jpg

IMG_20211129_134434.jpg

IMG_20211129_134742_mfnr.jpg

ধাপ ৬ :

এইভাবে তিনটা কোটরার সাথে সুন্দর ভাবে লাঠিগুলো লাগিয়ে নিলাম। যাতে সুন্দরভাবে লাঠি গুলোর কারণে দেখতে সুন্দর দেখা যায়।

IMG_20211129_134759_mfnr.jpg

IMG_20211129_134806_mfnr.jpg

ধাপ ৭ :

তারপর সবুজ কোটরার উপরে কাল কলম দিয়ে সুন্দর কিছু স্মাইল এঁকে নিলাম। তখন সবুজ কোটরা টাকে দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211129_143721.jpg

IMG_20211129_143941.jpg

IMG_20211129_144054.jpg

ধাপ ৮ :

এইভাবে তিনটা কোটরার উপরে সুন্দরভাবে কিছু স্মাইল এঁকে নিলাম। তখন স্মাইলীগুলো আঁকার কারণে দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211129_145655_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর একটা সলার মধ্যে সেই ছোট কোটরা গুলোর এক এক করে লাগিয়ে নিলাম। এভাবে তিনটা সুন্দরভাবে সলার মধ্যে লাগিয়ে নিলাম।

IMG_20211129_145741_mfnr.jpg

IMG_20211129_145748_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে অনেক সুন্দর একটা ডেস্ক সাজানোর জন্য ঝুড়ি তৈরি করে নিলাম। আশা করি আপনাদের সকলের আমার তৈরী এই ঝুড়িটা খুব ভালো লাগবে।

IMG-20211203-WA0004.jpg

IMG-20211203-WA0001.jpg

IMG-20211203-WA0003.jpg

ঝুটি সহ আমার একটি ছবি

IMG-20211203-WA0005.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 
  • ওয়াও এত সুন্দর ঝুড়ি, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি এবং সেইসাথে মুগ্ধ। আপনার ঝুড়ি গুলো দেখতে অনেক মিষ্টি ছিল। আপনি প্রতিনিয়ত এমন সৃষ্টিশীল বস্তু আমাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। মাত্র ৯ টি ধাপে আমাদের মাঝে ঝুড়িটি অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন। দোয়া রইল আপনার জন্য।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

গ্লিটার পেপার দিয়ে ডেস্ক সাজানোর জন্য সুন্দর ঝুড়ি তৈরি জাস্ট অসাধারণ। আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি প্রসংশার দাবিদার। কালার কম্বিনেশন ও কার্টুনের মুখের দৃশ্য বেশ ফুটেছে।

 3 years ago 

ডেক্স সাজানোর জন্য আপনার ঝুড়িটি ছিল অসাধারণ।

বিশেষ করে খুব সুন্দর কালার ব্যবহার করা হয়েছে আপনার ঝুড়ি টি তে। আপনি যেমন সুন্দর সুন্দর সৃজনশীলতা আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেন সেগুলো সত্যিই খুব চমৎকার এবং সুন্দর হয় সব সময়।

আজকেরটা ও তার ব্যতিক্রম নয়

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু আপনার গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করার ঝুড়িটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমার ছেলেকে এরকম একটি বানিয়ে দেবো আপনার বানানোর পদ্ধতি দেখে। অনেক খুশি হবে। তাছাড়া আপনি খুব সুন্দর করে বানানোর পদ্ধতি উপস্থাপন করেছেন। সেটি দেখেই বানাতে পারব মনে হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঝুড়ি তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার ছোট্ট ছেলেকে একটা বানিয়ে দিবেন দেখবেন খুব খুব খুশি হবে। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার ছেলের জন্য

 3 years ago 

গ্লিটার পেপার ব্যবহার করে নতুন একটি আইডিয়া আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্লিটার পেপার দিয়ে ডেস্ক সাজানোর জন্য সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন আপনি। আপনি প্রতিটি ধাপ বর্ণনাসহ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু আপনি গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর ঝুড়ি তৈরি করেছেন ।ঝুড়ি গুলো দেখতে আমার কাছে খুবই দারুণ লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে ব্যাখ্যাসহ উপস্থাপন করেছেন। যার জন্য আপনার পোস্টটি আরো অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গ্লিটার পেপার দিয়ে ঝুড়ি তৈরি করে দেখানোর জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

অসাধারণ হয়েছে আপু আপনার গ্লিটার পেপার দিয়ে তৈরি ঝুড়িটি।গ্লিটার পেপার ব্যাবহার করার কারণে ঝুড়িটির উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে।ডেস্ক সাজানোর জন্য দারুণ একটি উপকরণ এটি।আপনার তৈরি এবং উপস্থাপন করার পদ্ধতিও খুব সুন্দর ছিল।শুভকামনা রইলো আপু আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ভালো লাগার মতো একটি কাজ দেখলাম। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এমন ঝুড়ি পড়ার টেবিলে সাজিয়ে রাখলে তার সৌন্দর্য আরো কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আমার মনে হয়। রং গুলো খুব মানিয়েছে পাশাপাশি। শুভেচ্ছা রইল দিদি।

 3 years ago 

ধন্যবাদ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে

 3 years ago 

আপু আপনি এত সুন্দর ভাবে আপনার প্রতিটি কাজ করেন যা সত্যি মনমুগ্ধকর। আপনি আপনার সৃজনশীলতা সর্বোচ্চ ব্যবহার করে থাকেন যা আমরা আপনার কাজের মাধ্যমে দেখতে পাই। গ্লিটার পেপার দিয়ে টেবিল সাজানো যায় ক্লাসগুলো আপনি তৈরি করেছেন সত্যিই অনেক অনেক সুন্দর হয়েছে। ক্লাস তৈরীর ধাপগুলো আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এর জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপু আমি ক্লাস তৈরি করি নিই। আপনি ঝুড়ি লিখতে গিয়ে ক্লাস লিখে ফেলেছেন। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

গ্লিটার পেপার দিয়ে ডেস্ক সাজানোর জন্য ঝুড়ি তৈরি খুবই সুন্দর হয়েছে, আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59453.81
ETH 2607.50
USDT 1.00
SBD 2.39