একটি দুঃখী কৃষকের হঠাৎ মৃত্যু ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি কৃষকের দুঃখের কথা শেয়ার করব। কিশোরটি অনেক কষ্টে চাষবাস করে নিজের ছেলেমেয়েদেরকে নিয়ে থাকতো। কৃষকের দুটি সন্তান আর বউকে নিয়ে একটি ছোটখাটো সংসার ছিল। এই গল্পটি হচ্ছে আমাদের এলাকার মধ্যে একটি কৃষকের গল্প। কৃষকটি সত্যিই অনেকটাই ভালো লোক ছিল। তাই আজকে আপনাদের সাথে একটি দুঃখী কৃষক আর তার পরিবারের গল্পটা ভাগ করে নেব। আশা করি এই গল্পটি আপনাদের সকলের খুবই পছন্দ হবে।

20220809_185905.jpg

আমাদের এলাকায় অনেক কৃষকের চাষবাস করে খায়। কিন্তু একজন কৃষক ছিল খুবই গরীব। সে শুধু কৃষিকাজ করে তার ছোট ছোট সন্তান দুটিকে নিয়ে আর তার স্ত্রীকে নিয়ে থাকতো। কৃষক বিভিন্ন রকম সবজির চাষ করত। কৃষকের সবজি গুলো অনেক বড় বড় অথবা খেতেও খুবই সুস্বাদু থাকতো। আমাদের এলাকায় প্রায় মানুষের ওই কৃষক থেকে সবজি কিনে রান্না করতো। বিশেষ করে কৃষকের শসা আর গাজর গুলো খেতে খুবই সুস্বাদু থাকতো। কৃষক ও ফসলগুলো বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন কৃষক সকালে ঘুম থেকে উঠে তার ফসলের জায়গায় গেল। গিয়ে দেখতে পেলো তার ফসলের জায়গা থেকে অনেকগুলোই শসা আর গাজর উধাও হয়ে গেল। কেউ তার ফসলগুলো নষ্ট করে দিয়ে গেল।

ওটি দেখে কৃষকটি খুবই ভেঙে পড়ল। কারণ কৃষক ঐ ফসল গুলো বিক্রি করেই নিজের সংসার চালাত। তারপর কৃষকে সেইদিন অনেক মন খারাপ নিয়ে বাড়িতে চলে আসলো। তারপরের দিন আবার সকালে কৃষি জায়গায় গিয়ে দেখল তার ফসল আবারো কেউ নিয়ে গেল। সেই দিনও কৃষক মন খারাপ করে বাড়িতে চলে আসলো। এইভাবে কয়েকদিন ধরে কৃষকের ফসলগুলো নষ্ট করে কেউ ফসল নিয়ে যায়। এইভাবে কয়েক দিন ধরে কৃষক আর কৃষকের পরিবারের সবাই খুবই চিন্তায় পড়ে গেল। কৃষক বলতে লাগলো আমি একজন সামান্য কৃষক কেউ কেন আমার কৃষি কাজটা নষ্ট করে দেয়। হঠাৎ একদিন এটা পুরো গ্রামে ছড়িয়ে গেল।

তারপর কেউ কেউ কৃষককে বলল রাতের বেলা পাহারা দিতে। তাহলে চোর গুলোকে ধরতে পারবে। তখন কৃষক চিন্তা করল এবার রাতের বেলা পাহারা দিতেই হবে। এইভাবে যদি আমার প্রশ্নগুলো কেউ নষ্ট করে ফেলে তাহলে তো আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে। এইভাবে একদিন কৃষক রাত্রেবেলা ঘুমাতে না গিয়ে কৃষি খেতে থেকে গেল। তখন বাড়িতে সবাই তার জন্য চিন্তা করতে ছিল। কৃষক চুপিচুপি গাছের আড়ালে লুকিয়ে ছিল। তারপর হঠাৎ কৃষক দেখতে পেল তার সবজি খেতে কয়জন মানুষ লুকিয়ে লুকিয়ে ঢুকতেছিল। তারপর কৃষক তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে বাধা দিতে যায়। কৃষক তাদেরকে চিনতে পেরে গিয়েছিল। তারা ভয় পেয়ে যায় তখন।

তারা ভাবতেছিল কৃষক যদি গ্রামের সবাইকে এটাই জানিয়ে দেয় তাহলে তাদের সমস্যা হতে পারে। সেজন্য তারা ধারালো চুরি দিয়ে কৃষককে আহত করল। সাথে সাথে কৃষক সেখানে মারা গেল। তারপর তারা ওখান থেকে পালিয়ে চলে গেল। তারপর অনেকক্ষণ পর্যন্ত কৃষক বাড়িতে না ফেরায় কৃষকের ছেলেরা আর বউ তাকে খুঁজতে বেরিয়ে গেল। তারা খুঁজতে খুঁজতে কৃষকের ফসলের জায়গায় চলে গেল। ওখানে গিয়ে তারা দেখতে পেল কৃষকের মরা দেহ পড়ে আছে। তারা সবাই তো খুবই ভেঙে পড়ল। একে একে গ্রামের সবাই ওখানে হাজির হলো। কেউই বুঝতে পারতেছে না কৃষক কে মেরে ফেলল। এইভাবে কৃষকের মৃত্যুতে তাদের পরিবার খুবই অসহায় হয়ে পড়ল।

এইভাবে কয়েকদিন কেটে গেল। এখনো কেউ জানতে পারলো না কৃষককে রাত্রেবেলা কে নির্মমভাবে মেরে ফেলল। এখন তাদের পরিবার খুবই কষ্টে দিন কাটাচ্ছে। কৃষকটা আসলেই খুবই ভালো ছিল। আমরা তো প্রায় স্কুলে যাওয়ার সময় কৃষকের সাথে দেখা হতো। কৃষকের এই কথাটা মনে পড়লে খুবই খারাপ লাগে। আসলে কৃষকের এমন মৃত্যু কেউ আশা করল না। কৃষকের পরিবারের সবাইকে এখন গ্রামের মানুষরা সাহায্য করে বেড়ায়। আসলে কৃষকের মৃত্যুতে সবাই খুবই হতাশ হয়ে পড়ল। আমারও খুবই ভালো লাগলো কৃষকের এমন মৃত্যু দেখে। আশা করি কৃষক আর কৃষকের পরিবারের এরকম অসময়ের কথা শুনে আপনাদেরও খুবই খারাপ লাগবে। এই গল্পটি পড়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


পোস্ট বিবরণ

শ্রেণীগল্প
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আর্ট এবং ক্রাফটের পাশাপাশি আপনি তো দেখছি গল্প ও লেখা শুরু করেছেন। যাই হোক অনেক ভালো লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি। ধন্যবাদ আপনাকে আরো গল্পের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপনি তো পুরাই অলরাউন্ডার কবিতা লেখা আর্ট রেসিপি আজকে আবার একটি চমৎকার ছোট গল্প দেখতে পেলাম সবকিছু মিলিয়ে অসাধারণ এক্সট্রা অর্ডিনারি। অনেক সুন্দর একটি গল্প লিখেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

 2 years ago 

একটি অন্যায় কে ঢাকতে গিয়ে মানুষ তার চেয়ে বড় রকমের অন্যায় করে ফেলতেও কুন্ঠিত বোধ করে না । তাদের পাপের জন্য অন্য কারো জীবন বলি দিতে হয় । আমাদের চারপাশে এমন ঘটনা অহরহ ঘটে থাকে এখনো । তবে এগুলো যেন সমাজ থেকে দুরীভুত হয় এই কামনা করি ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43