DIY || এসো নিজে করি || পোস্টার রং দিয়ে কালো ঘাসফুলের পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20211208-WA0023.jpg

আঁকার উপকরণ :

✓ ক্যানভাস বোর্ড
✓ অ্যাক্রলিক রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20211206_124604_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা ক্যানভাস বোর্ড নিয়ে নিলাম। তারপর সেই ক্যানভাস বোর্ডের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম

IMG_20211206_125333_mfnr.jpg

ধাপ ২ :

তারপর সেই ক্যানভাস বোর্ডের উপরে লাল রং সাদা রঙ আর নীল রং লাগিয়ে নিলাম। যাতে সুন্দর ভাবে পুরোটা রং করতে পারি।

IMG_20211206_125810_mfnr.jpg

ধাপ ৩ :

তারপর হলুদ আর গোলাপী রং দুটোকে সুন্দর ভাবে মিশিয়ে নিলাম। উপরের অংশে দুটো রং মেশানো কারণে দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211206_125910_mfnr.jpg

IMG_20211206_130246_mfnr.jpg

IMG_20211206_130708_mfnr.jpg

ধাপ ৪ :

তারপর নিচের অংশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর নিচের অংশের নীল রং লাগিয়ে নিলাম।

IMG_20211206_131029_mfnr.jpg

IMG_20211206_131449_mfnr.jpg

IMG_20211206_131849_mfnr.jpg

ধাপ ৫ :

এইভাবে ওপর-নিচ দুটো কালার সুন্দরভাবে রং করে নিলাম। তখন দুটো কালার দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211206_133033_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর খইরি কালার রং দিয়ে আকাশ টা কে সুন্দরভাবে রং করে নিলাম। দুই পাসে আকাশ দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20211206_133617_mfnr.jpg

IMG_20211206_133947_mfnr.jpg

IMG_20211206_133952_mfnr.jpg

ধাপ ৭ :

তারপর খইরি কালারের পাশে সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তখন মেঘগুলোকে দেখতে আরো অনেক সুন্দর লাগে।

IMG_20211206_141133_mfnr.jpg

IMG_20211206_141306_mfnr.jpg

IMG_20211206_141559_mfnr.jpg

ধাপ ৮ :

তারপর কালো রং দিয়ে নিচের অংশের ছোট ছোট করে কিছু ঘাস রং করে নিলাম। তারপর সে ঘাসের সাথে কিছু ঘাস ফুল ও রং করে নিলাম।

IMG_20211206_142453_mfnr.jpg

IMG_20211206_143456_mfnr.jpg

ধাপ ৯ :

তারপর কাল ঘাসফুলগুলো উপর থেকে মাস্কিং টেপ গুলো সরিয়ে নিলাম। তখন পেইন্টিং টাকে আরো অনেক সুন্দর দেখায়।

IMG_20211206_144021_mfnr.jpg

IMG_20211206_144055_mfnr.jpg

IMG_20211206_144314_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে কাল ঘাসফুলগুলোকে দেখতে অনেক সুন্দর দেখায়। আশা করি আমার পেইন্টিং আপনাদের সকলের খুব ভালো লাগবে।

IMG-20211208-WA0016.jpg

IMG-20211208-WA0032.jpg

IMG-20211208-WA0014.jpg

IMG-20211208-WA0028.jpg

IMG-20211208-WA0017.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211208-WA0018.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

ওয়াও আপু ! আপনি বারাবরের মতো অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আর্ট করেন । আপনার পেইন্টিং গুলো আমাকে অনেক ভালো লাগে। আজকের কাল ঘাসফুলের পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু আশা করছি পরবর্তীতে আপনার কাছ থেকে আরো অনেক সুন্দর সুন্দর পেইন্টিং উপহার পাবো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া
চেষ্টা করব যাতে আর সুন্দর কোন পেইন্টিং আপনাদেরকে এঁকে দেখাতে পারি।

 3 years ago 

ক্যানভাস বোর্ডের উপরে পেইন্টিং করলে দেখতে চমৎকার লাগে। কাগজের থেকে ক্যানভাস বোর্ডে পেইন্টিং বেশি ভালো লাগে।আপনার আর্টটি চমৎকার লাগছে দেখতে।আকাশটা আমার কাছে বেশী ভালো লাগছে।গাছগুলো সুন্দর লাগছে সবকিছু মিলিয়ে চমৎকার হয়েছে আপনার আর্টটি। অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার পেইন্টিং গুলো বরাবরই আমার কাছে খুব ভালো লাগে ।আপনি খুব দক্ষতার সাথে পেইন্টিং করে থাকেন ।ঘাসফুলেদের চিত্র পেইন্টিং অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপনার পোস্টার কালার এর চিত্র অংকনটি সত্যি খুবই সুন্দর ছিল। আমার খুবই ভালো লেগেছে। আপনি বরাবরই খুব সুন্দর পেইন্টিং করে। এবং পোষ্টার কালার ব্যবহার করে আপনার চিত্র অঙ্কন করেন। আমাদের সাথে শেয়ার করবো আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে আপনি খুব সুন্দর একটি পেইন্টিং তৈরি করেছেন আপু। একদম সিম্পল তারপরও কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে। মনে হচ্ছে সত্যি কারের একটি দৃশ্য। ধন্যবাদ আপু আপনাকে এত চমৎকার পেইন্টিং গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার কালার দিয়ে কালো ঘাস ফুলের রং দিয়ে পেইন্টিংটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এই পেইন্টিংটি করেছেন। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লাগে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে কালো ঘাসফুলের পেইন্টিং করেছেন দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে আপনি কাজটি সম্পুর্ন করেছেন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

কালো ঘাসফুলের পেইন্টিংটি অসাধারণ হয়েছে। আপনার পেইন্টিংটি দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিংটি করেছেন এবং আমাদের সামনে উপস্থাপন করেছেন।ঘাসফুলের এই পেইন্টিংটি আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

জল রং দিয়ে ঘাসফুলের চিত্র অংকন টি অনেক সুন্দর হয়েছে। আর এইরকম ইউনিক পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

আপু আপনার প্রতিতা পেইন্টিং আমার কাছে অনেক ভালো লাগে। বরাবরের মতো আজকের টা অনেক সুন্দর হয়েছে। যা অনবদ্য পোস্ট। সত্যি আপু আপনার পেইন্টিং এর মধ্যে অনেক সুন্দর ফটো উঠেছে ঘাসের উপর। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32