DIY || এসো নিজে করি || 🌈🦌 পোস্টার রং দিয়ে আঁকা রংধনুর সুন্দর একটা পেইন্টিং🌈🦌 ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম পেইন্টিং গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা পেইন্টিং করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই পেইন্টিং।

IMG-20220123-WA0005.jpg

আঁকার উপকরণ :

✓ ক্যানভাস বোর্ড
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20220122_134630.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা ক্যানভাস বোর্ড নিয়ে নিলাম। তারপর সেই ক্যানভাস বোর্ডের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর বোর্ডের উপরে পেন্সিল দিয়ে একটা স্কেচ এঁকে দিলাম।

IMG_20220122_134954.jpg

IMG_20220122_135233.jpg

IMG_20220122_135240.jpg

ধাপ ২ :

তারপর ক্যানভাস বোর্ডের মাঝখানে হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220122_135607.jpg

IMG_20220122_140013.jpg

ধাপ ৩ :

তারপর হলুদ রঙের দু'পাশে লাল আর গোলাপি রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20220122_140637.jpg

IMG_20220122_140903.jpg

IMG_20220122_141236.jpg

ধাপ ৪ :

তারপর সেই রঙের দু'পাশের হালকা নীল রঙের গারো নীল রং দিয়ে সুন্দর ভাবে মিশিয়ে রং করে নিলাম। তখন রং গুলো দেখতে অনেকটা রংধনুর মতো মনে হয়।

IMG_20220122_142358.jpg

IMG_20220122_142750.jpg

IMG_20220122_142910.jpg

ধাপ ৫ :

তারপর সেই রংধনুর দুপাশে কালো রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220122_143130.jpg

IMG_20220122_143753.jpg

IMG_20220122_144309.jpg

ধাপ ৬ :

তারপর সেই কালো রংয়ের উপরে ছোট ছোট সাদা রঙের কিছু তারা রং করে নিলাম। তখন কালো রঙের উপরে তারা গুলো দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG_20220122_144704.jpg

IMG_20220122_144853.jpg

IMG_20220122_144858.jpg

ধাপ ৭ :

তারপর সেই রংধনুর নিচে কাল আর হাল্কা নীল রং দিয়ে নিচের অংশটা রং করে নিলাম।

IMG_20220122_150929.jpg

IMG_20220122_151637.jpg

ধাপ ৮ :

তারপর সেই আকাশের রং ধনুর দু'পাশে কালো রঙের ছোট ছোট কিছু গাছ রং করে নিলাম।

IMG_20220122_152820.jpg

IMG_20220122_153012.jpg

IMG_20220122_153017.jpg

ধাপ ৯ :

তারপর কালো রংয়ের গাছ গুলোর উপরে সাদা রং দিয়ে রং করে নিলাম। তখন দেখতে অনেকটা পাহাড়ি গাছের মতো মনে হয়।

IMG_20220122_153452.jpg

IMG_20220122_153508.jpg

ধাপ ১০ :

তারপর পাহাড়ি গাছগুলোর মাঝখানে পেন্সিল দিয়ে একটা সুন্দর হরিণ এঁকে নিলাম।

IMG_20220122_153946.jpg

IMG_20220122_154157.jpg

ধাপ ১১ :

তারপর কালো রং দিয়ে এসেই হরিণটা কি সুন্দরভাবে রং করে নিলাম। তখন রংধনুর পাশে হরিণটাকে দাঁড়িয়ে থাকবে অনেক সুন্দর দেখায়।

IMG_20220122_154322.jpg

IMG_20220122_154740.jpg

IMG_20220122_154820.jpg

ধাপ ১২ :

এইভাবে রংধনুর পেইন্টিংটা আঁকা শেষ করে নিলাম। তারপর পেইন্টিং এর চারপাশ থেকে মাস্কিং টেপ গুলো সরিয়ে নিলাম।

IMG_20220122_155055.jpg

IMG_20220122_155323.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করবো আমার এই পেইন্টিং আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG-20220123-WA0006.jpg

IMG-20220123-WA0007.jpg

IMG-20220123-WA0009.jpg

IMG-20220123-WA0018.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220123-WA0002.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

🌈 ধন্যবাদ সবাইকে 🌈

Sort:  
 3 years ago 

অসম্ভব সুন্দর দৃশ্য অংকন করেছেন ♥️
দেখতে সত্যিই খুব মোহনীয় লাগছে।
বিশেষ করে রংধনুর সাথে হরিনটি বেশ চমৎকার দেখাচ্ছে।
শুভ কামনা রইল 🥀

 3 years ago 

ওয়াও!অসাধারণ একটি পেইন্টিং সম্পন্ন করেছেন আপু।রংধনু,গাছ এবং হরিণটিকে খুব সুন্দরভাবে আপনার পেইন্টিং করা চিত্রটিতে ফুটিয়ে তুলেছেন।চিত্রটি সম্পন্ন করার পদ্ধতি ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ওয়াও আপু,অনেক সুন্দর রংধনুর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার পেইন্টিংটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি।এত অসাধারন এবং নিখুঁতভাবে আপনি পেইন্টিং এঁকেছেন আমি সত্যি মুগ্ধ। আপু, আপনার প্রত্যেকটি পেইন্টিং অসাধারণ সুন্দর হয়ে থাকে আজকেও তার ব্যাতিক্রম হয়নি। রংধনুর পেইন্টিং অংকন করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রংধনুর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটা কমেন্ট করলেন আমাকে আপু।
আপনার কমেন্টটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

রংধনুর পেইন্টিংটি আসলে দেখতে অসাধারণ হয়েছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সতর্কতার সাথে এটি তৈরি করতে হয়েছিল। আসলেই আপনার পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

  • বিশেষ করে হরিণটা আমার কাছে অসাধারণ লেগেছে। তোমার কাছ থেকে হরিণ আঁকা শিখতে হবে। আমাকে শেখানোর জন্য প্রস্তুতি নাও
 3 years ago 

প্রত্যেকদিন যদি চেষ্টা করেন তাহলে আমাদের থেকেও আরো সুন্দর পেইন্টিং অঙ্কন করতে পারবেন। এইভাবে চেষ্টা করে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ওয়াও আপু আপনার পেইন্টিংটি দেখতে আসলেই খুবই চমৎকার লাগছে আপনি জল রং দিয়ে খুবই সুন্দরভাবে পেইন্টিং তৈরি করতে পারেন । আপনার পেইন্টিং গুলো আমি নিয়মিতই দেখার চেষ্টা করি ।আজকে আপনি জল রং দিয়ে রংধনুর অসাধারণ একটি পেইন্টিং পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পেন্টিং তৈরি করার প্রতিটি ধাপ আপনি অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রংধনু পেইন্টিং টা আমার নিজেরও অসাধারণ লেগেছে
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

রংধনুর পেইন্টিংটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে নিচের কালো গাছগুলোকে যখন আপনি সাদা রং দিয়ে দিচ্ছেন, পরে এগুলোকে সত্যি সত্যি পহারি গাছ বলে মনে হচ্ছে। হরিণের দৃশ্য অঙ্কন করা হয় পুরো পেইন্টিং অনেক সমৃদ্ধ হয়েছে। ধন্যবাদ শ্রদ্ধেয়, এত সুন্দর একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে। আপনার মন্তব্যটা আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

সুন্দর এঁকেছেন। ইউ ডিজার্ভ গুড ।

 3 years ago 

আপনার মন্তব্যটা দেখে আমি খুবই উৎসাহ হলাম।
এই ভাবে পাশে থাকবেন আমার
ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপু। আপনার প্রতিটি ধাপ দেখে আমি মুগ্ধ অনেক সুন্দর ভাবে আপনি প্রতিটি অঙ্কন করেন।আপনার মধ্যে অঙ্কনের বিশেষ প্রতিভাব আছে যা আপনি আপনার চিত্রাঙ্কনে প্রকাশ করেন।অনেক অনেক শুভ কামনা রইল এই অঙ্কনের জন্য

 3 years ago 

পেইন্টিংটা অঙ্কন করতে আমার নিজেরও অনেক ভালো লেগেছে
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে আপনার রংধনুর পেইন্টিংটি। পুরো পেইন্টিংটি খুব সুন্দর হয়েছে। দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম আপু। সত্যিই অসাধারণ পেইন্টিং করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আমাদের উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58986.04
ETH 2580.24
USDT 1.00
SBD 2.53