DIY || এসো নিজে করি || পোস্টার রং দিয়ে আঁকা কাশফুলের পেইন্টিং ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220108-WA0007.jpg

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG_20220106_130146.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর খাতা টার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

IMG_20220106_130209.jpg

ধাপ ২ :

তারপর সেই মাস্কিং টেপের উপরে কমলা কালার রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220106_130747.jpg

IMG_20220106_130902.jpg

ধাপ ৩ :

তারপর কমলা কালারের নিচের অংশে হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220106_131553.jpg

IMG_20220106_131752.jpg

IMG_20220106_131949.jpg

ধাপ ৪ :

তারপর কমলা কালার আর হলুদ কালারের নিচে হালকা সবুজ রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220106_132137.jpg

IMG_20220106_132321.jpg

IMG_20220106_132535.jpg

ধাপ ৫ :

তারপর হালকা সবুজ রং এর নিচের দিকে গারো সবুজ রং দিয়ে ছোট ছোট করে কিছু ঘাস রং করে নিলাম।

IMG_20220106_133041.jpg

IMG_20220106_133447.jpg

IMG_20220106_133451.jpg

ধাপ ৬ :

তারপর ছোট চাঁদের মাস্কিং টেপ টা সরিয়ে নিলাম। তারপর ঘাসের মধ্যে চাঁদ টা দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20220106_133513.jpg

IMG_20220106_133537.jpg

ধাপ ৭ :

তারপর আরো কিছু সবুজ রং দিয়ে বড় বড় কিছু ঘাস রং করে নিলাম।

IMG_20220106_134343.jpg

IMG_20220106_134347.jpg

ধাপ ৮ :

তারপর লাল রং দিয়ে বড় সবুজ ঘাস গুলোর উপরে কিছু কাশফুল রং করে নিলাম। তখন লাল ঘাসফুল গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20220106_134932.jpg

IMG_20220106_135131.jpg

IMG_20220106_135244.jpg

ধাপ ৯ :

তারপর সবুজ ঘাসের মধ্যে আরও কিছু ছোট ছোট সবুজ ফুল রং করে নিলাম।

IMG_20220106_140029.jpg

IMG_20220106_140032.jpg

ধাপ ১০ :

তারপর সবুজ ঘাসের মধ্যে সাদা রং দিয়ে ছোট ছোট কিছু ফুল রং করে নিলাম।

IMG_20220106_140443.jpg

IMG_20220106_140717.jpg

IMG_20220106_140723.jpg

ধাপ ১১ :

তারপর সবুজ ঘাস ফুল গুলোর উপরে আরো সবুজ রং দিয়ে কিছু বাঁশ গাছের পাতা রং করে নিলাম। তখন বাঁশ গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20220106_141104.jpg

IMG_20220106_141312.jpg

IMG_20220106_141527.jpg

IMG_20220106_141629.jpg

ধাপ ১২ :

তারপর কাশফুল গুলোর উপরে ছোট ছোট কিছু কালো রং দিয়ে পাখি রং করে নিলাম।

IMG_20220106_141940.jpg

IMG_20220106_141943.jpg

ধাপ ১৩ :

এইভাবে অনেক সুন্দর একটা কাশফুলের পেইন্টিং আঁকা শেষ করলাম। তারপর পেইন্টিং এর চারপাশ থেকে মাস্কিং টেপ সরিয়ে নিলাম।

IMG_20220106_142053.jpg

IMG_20220106_142332.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা কাশফুলের পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশাকরি আমার এই পেইন্টিং আপনাদের সকলের খুব পছন্দ হবে।

IMG-20220108-WA0005.jpg

IMG-20220108-WA0004.jpg

IMG-20220108-WA0003.jpg

IMG-20220108-WA0006.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220108-WA0008.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

অসাধারণ সুন্দর আরেকটি পেইন্টিং। পাখিগুলো দেয়ার কারণে মনে হচ্ছে ছবিটায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। একেবারেই জীবন্ত লাগছে। কিভাবে যে আকেন বিশ্বাসই হয় না। আমি তো তুলি ধরলেই রং ছড়িয়ে মাসাকার হয়ে যায়। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর করে চেষ্টা করে সুন্দর করে আঁকা যায়।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

ওয়াও আপু সকাল সকাল অসাধারণ একটি পেইন্টিং দেখলাম। সত্যি খুব সুন্দর হয়েছে আপনার কাশফুলের পেইন্টিংটি। মনে হচ্ছে যেন এটা সত্যি কারের একটি দৃশ্য। সত্যি আপনি রং তুলি দিয়ে মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ খুব চমৎকার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুবই চমৎকার হয়েছে আপু ছবিটা। চোখ জুড়িয়ে গেল ছবিটা দেখে। পেইন্টিং টা একদম সত্যি কারের একটা দৃশ্যের প্রতিচ্ছবি। চমৎকারভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এবং এঁকেছেন। পেইন্টিংটা আমার কাছে সব মিলিয়ে দুর্দান্ত লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু এবং এমনই ভালো ভালো পেইন্টিং আরো করে আমাদের সাথে শেয়ার করতে থাকুন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

  • আসলে আমি লাল কাশফুল দেখিনি। লাল কাশফুলগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছে। সাদা সাদা কাশফুল তো সবসময় দেখেছি আজ খুবই ইউনিক ভাবে এইরম ঠিক করেছ তুমি। এক কথায় আমার খুবই অসাধারণ লেগেছে। শুভকামনা রইল তোমার জন্য একটা কাজ করে।
 3 years ago 

অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার তৈরি জল রং দিয়ে চিত্র অংকনটা অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

বাহ আপু পোস্টার রং দিয়ে আঁকা কাশফুলের পেইন্টিং অসম্ভব সুন্দর হয়েছে। আমি আপনার অংকনে মুগ্ধ। সত্যি আপু অনেক সুন্দর হয়েছে। প্রতিটা ধাপ নিখুত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার কালার দিয়ে আঁকা পোনার কাশফুলের চিত্রটি খুবই সুন্দর দেখাচ্ছে কালার কম্বিনেশন টাও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন এই জন্য দেখতে বেশি ভালো দেখাচ্ছে। তবে আমরা তো জানি কাশফুল সাদা হয় তবে আপনার চিত্রের লাল দেখতে পাচ্ছি কিন্তু কেন ???😇😇 ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

সবাই তোমার সাদা কাশফুল আঁকে তাই আমি ভাবলাম লাল কাশফুল আঁকলে দেখি কেমন হয়। সেজন্য এঁকে নিলাম। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 
  • পোস্টার রং দিয়ে কাশফুলের পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আপনার দক্ষতা যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আজকে আপনার এই পেইন্টিংটি সত্যিই অসাধারণ। ভাষায় প্রকাশ করার মতো না। আপনার জন্য রইল শুভকামনা
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

আপু পোস্টার রং দিয়ে অনেক সুন্দর চিত্র অঙ্কন করেছেন এতে কোন সন্দেহ নেই। কাশফুল সব সময় সাদা হয় কিন্তু আপনি এখানে লাল রং করেছেন। হতে পারে এটাও এক ধরনের ইউনিক পদ্ধতি। খুবই সুন্দর একটি চিত্র অংকন উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

অসাধারণ হয়েছে পেইন্টিংটি ।পোস্টার রং দিয়ে কাশফুলের ছবি চোখে পড়ার মত হয়েছে । সত্যি আপনার আর্টের হাত আছে বলতে হয় । সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সামনে একে উপস্থাপন করেছেন । ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39