নাটকের রিভিউ " গাছে কাঁঠাল গোঁফে তেল "
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তাই এবারেও আমার খুবই পছন্দের সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। নাটকের রিভিউ শেয়ার করতে আপনাদের মাঝে অনেক ভালো লাগে আমার কাছে। এমনিতেই সময় পেলে নাটক দেখতে আমার ভালো লাগে। তাই কয়েকদিন আগে দেখা এই নাটকে রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি নাটকের এই রিভিউ আপনাদের অনেক ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | জাতের মেয়ে কালো ভালো |
---|---|
পরিচালনা | আলোক হাসান |
প্রযোজক | তানভীর মোহাম্মদ |
অভিনয়ে | নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, রকি খান, তনুশ্রী তন্বী, আনোয়ার হোসাইন, এম কে এইস পামির, শম্পা নিজাম, এস এম আশরাফুল আলম |
চিত্রগ্রহণ | বিকাশ সাহা |
প্রধান সহকারী পরিচালক | হাবিব চৌধুরী |
আবহ সংগীত | এম এস ফি রনি |
কাহিনী সারসংক্ষেপ
প্রথমেই যে নাটকটি নিয়ে লিখব সেই নাটকের অভিনেতাদের কথা শেয়ার করলাম। নিলয় আলমগীর এই নাটকে নায়কের অভিনয় করেছে। আর জান্নাতুন সুমাইয়া হিমি নায়িকার অভিনয় করেছে। দুজনে মিলে অনেক সুন্দর ভাবে নাটকটিকে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে। নিলয় আর হিমি দুজনে ই নাটকের শুরুতে একটা রেস্টুরেন্টে গিয়েছে। ওখানে কি নিলয় দেখতে পায় তার পকেটে শুধুমাত্র ৫০০ টাকা আছে। তারপর তারা বুদ্ধি খাটিয়ে স্টুডেন্ট থেকে ৬ রকম খাবার অর্ডার করে খেয়ে নেয়। টাকা দেওয়ার সময় আসলে রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে তারা ইউটিউবার। স্টুডেন্ট এর ম্যানেজার বলে ইউটিউবে হলেও টাকা দিতে হবে না হলে পুলিশের হাতে ধরিয়ে দিবে। কিছুটা জন্য বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে ওদেরকে দেয়।
তারপর ওরা দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তার পাশে এক জায়গায় বসে বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে হিমি নিলয় কে বলে একটা আইডিয়া এসেছে। তারপর দুজনে মিলে আরো একটি tiktok করার সিদ্ধান্ত নিল। নিলয় বলে আমি কিভাবে করব পার্টনারের প্রয়োজন আছে। তখনই বলে আমি বাড়িতে ভিডিও করে তারপর তোকে পাঠিয়ে দেব। তুই দেখে দেখে ভিডিও করে নিস। বাড়িতে গিয়ে তাবিজ করেছি কানে ভিডিও করতে থাকে। তখন হিমির বাবা এসে তাকে ভিডিও করতে দেখে ফেলে। তখন তার বাবা তাকে বলে এসব বাজে কাজ বাদ দিয়ে দরকারি কাজ করার জন্য। তারপর হিমির বাবা তাকে বলতে থাকে তার বন্ধুর ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দেবে। এই শুনে হিমি অনেক চিন্তা করতে থাকে।
ওদিকে নিলয় বাড়িতে কানের একা একা প্র্যাকটিস করতে থাকে। তখন তাদের বাড়ির কাজের মেয়ের সাথে নাচানাচি করতে থাকে। তখন তার মা-বাবা হঠাৎ করে বাড়িতে ফিরে আসে। নিলয়ের মা বাবা তাকে ভুল বুঝতে শুরু করে। বলতে থাকে তাকে কাজের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। এতে নিলয় অনেক অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু কাজের মেয়ে অনেক খুশি হয়ে যায় মালিকের সাথে বিয়ে হবে শুনে। তারপর নিলয় হিমিকে ফোন দেয়। এখন কথা বলার সময় বলতে থাকে তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলেছে। তখন দুজনে অনেকক্ষণ কথা বলার পরে একটি জায়গায় কাউকে দেখা করার সিদ্ধান্ত নিল। তারপর দুজনে ওখানে দেখা করে তাবিজ করেছি গানে ভিডিও করে নিল। রাত্রিবেলা বাসা ফেরার সময় তাদেরকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ওখান থেকে নিলয়ের আর হিমির বাবা তাদেরকে বাসায় নিয়ে আসে। হিমির বাবা তাকে বাসায় নিয়ে এসে বলতে লাগল কালকে তোমার বিয়ে দিয়ে দেব আমার বন্ধুর ছেলের সাথে। এটা শুনে হিমি অনেক কষ্ট পায়। তারপর নিজেকে ফোন দিয়ে বলল আমার বাবা কালকে তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। তারপর পরের দিন বিয়ে বাড়িতে নিলয় গিয়ে তার বাবার সাথে কথা বলতে চাইলো। কিন্তু কথা বলতে না দেওয়ার কারণে নিলয় ওখানে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করব। লাইভে এসে বলতে লাগল তার ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে। তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ওখান থেকে কেঁদে তার অন্য আরেকটা বন্ধুর সাথে বাড়িতে চলে আসেন।
তারপর বিয়ে বাড়িতে গিয়ে নিলয় বলতে থাকে আমি হিমিকে বিয়ে করতে চাই। কিন্তু হিমির বাবা বলে তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার। তারপর ওখানে হঠাৎ করে পুলিশ চলে আসে। পুলিশ এসে বলতে থাকে আমার কাছে খবর আছে নে রাজি না হওয়ার কারণে তাকে বিয়ে দিচ্ছেন জোর করে আপনারা। তারপর তার বাবা বলে আমি আমার মেয়েকে জোর করে বিয়ে দেব এই ছেলের সাথে তাও বিয়ে দেবো না। কি করে খাওয়াবে আমার মেয়েকে। তারপর পুলিশের কথায় হিমির বাবা রাজি হয়ে যায় তাদের বিয়ে দেওয়ার জন্য। অনেক জোরে জোরে করে তখন হিমির বাবাকে। তখন নিলয়ের বাবা এসে বলে আমার ছেলে এরকম tiktok আর করবে না।
এবার একটি ব্যবসা শুরু করবে। তখন হিমির বাবা তার বাবার কথায় রাজি হয়ে গেল নিলয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। তারপর তাদের ধুমধাম করে ওখানে বিয়ে হয়ে গেল। দুজনেই বিয়েতে অনেক নাচানাচি করেছিল। কারণ তাদের আরেক বন্ধু তাদের বিয়ের ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিল। তারপর তারা বাড়িতে গিয়ে রেস্ট নিল। তখন হঠাৎ করে সকালে তাদের একজন বন্ধু তাদেরকে ফোন দিয়ে বলল তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এটা শুনে তারা অবাক হয়ে গেল। হঠাৎ করে নাটকে কাজ করার একটি লোকও তাদেরকে ফোন দিয়ে বলল তাদেরকে নিয়ে কাজ করাতে চায়। এটা শুনে তারা আরো অনেক খুশি হয়ে গেল। আসলেই চেষ্টা করলে একদিন স্বপ্ন পূরণ হয় এটা ঠিক। আমার নিজের কাছেও নাটকটি অনেক ভালো লেগেছে। হয়তো আপনাদের ও ভীষণ ভালো লাগবে নাটকের রিভিউ টা দেখে।
ব্যক্তিগত মতামত
ব্যক্তিগতভাবে নাটকটি অনেক ভালো লেগেছে আমার কাছে। কারণ চেষ্টা থাকলে আমাদের সবকিছুই করা সম্ভব হয়। তারা দুজন মিলে অনেক চেষ্টা করেছে তাদের youtube চ্যানেলটা দার করার জন্য। অবশেষে তারা ভাইরাল হয়ে গিয়েছে দেখে আমার ও ভীষণ ভালো। আমরাও চাইলে এরকম ভাবে চেষ্টা করলে নিজের ইচ্ছেটা করতে পারি। সবার আগে আমাদের নিজেদেরকে সঠিক ভাবে তৈরি করতে হবে। তাহলে সবকিছু সম্ভব হতে পারে। নাটকটি ও ভীষণ মজার ছিল। শেষের দিকে হিমির বিয়ে হয়ে যাওয়াটা দেখে আমার অনেক খারাপ লাগলো। কিন্তু তাও তাদের ভালোবাসাটা শেষমেশ পূর্ণতা পেয়েছে দেখে আরো ভালো লাগলো। এরকম পূর্ণতা এবং চেষ্টার নাটকটি দেখে আপনাদের ভালো লাগবে। সবাই চেষ্টা করবেন নাটকটি দেখার জন্য।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
অনেক সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করেছে।নাটকের নাম টা একটু চমৎকার লাগছে। আশা করছি নাটকটি অনেক সুন্দর যতটুকু আপনার রিভিউ মাধ্যমে বুঝতে পারলাম।নাটকটা এখনো দেখা হয়নি সময় পেলে অবশ্যই দেখে নিব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু পোস্টটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
আমার নাটকের রিভিউ নিয়ে আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
https://twitter.com/bdwomen2/status/1665735161688760320?t=b1tiLSUgb6rMOZ0QjDIZmQ&s=19
দারুন একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। যদিও আমি নাটকটি দেখি নি কিন্তু আপনার রিভিউ পড়ে যেন নাটক দেখার ইচ্ছাটা আমার বৃদ্ধি পেয়ে গেল।
দেখিয়েন নাটকটি খুব ভালো লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। সাধারণত মানুষ কিন্তু বলে থাকে গাছে কাঁঠাল গোপে তেল। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে নাটকটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যদিও নাটকটা আমি এর আগে দেখিনি তবে রিভিউ পড়ে দেখার ইচ্ছা জেগেছে। সময় পেলে দেখে নেব নাটকটি, ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন এই প্রবাদ বাক্যটি মানুষ অনেকেই বলে। সত্যি নাটকটি অনেক ভালো লাগে দেখতে ধন্যবাদ আপনাকে।
গাছে কাঁঠাল গোঁফে তেল নাটকটা যদিও আমার দেখা হয়নি, কিন্তু আপনার রিভিউ এর মাধ্যমে বেশ ভালোই উপভোগ করে পড়লাম। আপনি খুবই সুন্দর করে নাটকটার রিভিউ তুলে ধরেছেন সবার মাঝে। নিলয়ের নাটকগুলো এমনিতেই অনেক বেশি মজার হয়। সে খুবই সুন্দর অভিনয় করে। এই নাটকটা যদিও এখনো পর্যন্ত আমার দেখা হয়নি, তাই ভাবছি সময় পেলে অবশ্যই নাটকটা দেখে নেওয়ার চেষ্টা করব। নাটক দেখতে এবং নাটকের রিভিউ পড়তে খুব পছন্দ করি আমি। সব মিলিয়ে খুব চমৎকার পোস্ট ছিল।
নিলয়ের এই নাটকটি দেখার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালোই লাগবে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নিলয় আহমেদের নাটকগুলো দেখতে আমার বেশ ভালো লাগে তাই আমি মাঝেমধ্যে তাদের নাটকগুলো দেখে থাকি। খুব সুন্দর নাটক করে থাকে বর্তমান সময়। বাংলাদেশের জনপ্রিয় একটি জুটি নিলয় আহমেদ আর হিমি। এ নাটক তোমাদের মাঝে রিভিউ করে দেখানোর জন্য ধন্যবাদ
নিলয়ের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দরভাবে মন্তব্য করায় আপনাকে অনেক ধন্যবাদ।
বেশ চমৎকার একটি নাটক রিভিউ করেছেন আপনি। আপনার নাটক রিভিউ খুবই দুর্দান্ত হয়েছে। নাটকটি আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকের দৃশ্যপট এবং সংলাপ খুবই অসাধারণ। নিলয়ের নাটক গুলো আমার কাছে এমনিতে খুব ভালো লাগে। এত সুন্দর নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
নাটকটি আপনি দেখেছেন শুনে ভালো লাগলো। সত্যি বলতে নাটকটি অসাধারণ করেছে বিশেষ করে নিলয়ের অভিনয়। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
খুবই চমৎকার একটি নাটকীয় রিভিউ শেয়ার করেছেন আপনি। গাছে কাঁঠাল গোঁফে তেল নাটকের রিভিউটি পড়ে আবার খুবই ভালো লেগেছে তবে। শেষের দিকে হিমির বিয়ে হয়ে যাওয়ার কথাটি জানতে পেরে মনটা বেশ খারাপ হয়ে গেল।
আসলে নাটকের টার্নিং পয়েন্ট ওখানে। তখন আমার কাছে অনেক খারাপ লাগলো দেখে নাটকটি। অনেক সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।