জেনারেল রাইটিং :- যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালো ভাসতে পারে না।

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


couple-4004620_1280.jpg

আজকে আমি শিক্ষনীয় একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব।যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালো ভাসতে পারে না। যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না। আসলে এই লোকগুলো এক ধরনের অন্যরকম হয়। আপনি যখন একটি মানুষের অনুভূতি বুঝতে না পারবেন তখন তার ভিতরে কি আছে সে কি বুঝতে পারবেন না। আর মানুষের ভিতরের অংশ যদি বুঝতে না পারে তাহলে কাউকে ভালবাসতে জানবেন না।

তবে আমরা অনেকে অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না। আসলে কিছু কিছু অনুভূতি আছে সেগুলো নিজ থেকে বুঝতে হয়। আর নিজ থেকে না বুঝলে কিছুই করা যায় না। অনেকে বলে যে মানুষ অন্যের অনুভূতি বোঝেনা বা বুঝার চেষ্টা করে না।। তারা অন্যের কষ্ট দেখলে মজা নিয়ে থাকে। আসলে মানুষ মানুষের সাথে চলাফেরা করে। এই কারণে মানুষের অনুভূতি বোঝা খুবই দরকার। যে অনুভূতির মূল্য না দিতে পারবে। সে কখনো কাউকে ভালবাসতে জানে না এবং কারো থেকে ভালোবাসা আশা করতে পারে না।

আসলে অনুভূতি হচ্ছে মানুষের ভিতর থেকে একটা বাসা প্রকাশ করা। অনুভূতি দিয়ে মানুষ অনেক কিছু বুঝে থাকে। যেটি মুখ দিয়ে প্রকাশ না করে অনুভূতি দিয়ে প্রকাশ করে থাকে। আর যে মানুষ অনুভূতি বোঝে সে হচ্ছে একজন জ্ঞানী মানুষ। কারণ অনুভূতি বুঝতে পারলে সে অনেক কিছু অনুধাবন করতে পারবে। তবে অনুভূতি বুঝতে হলে আপনাকে কিছু অনুমান করতে হবে। আর অনুমান যদি করতে পারেন তাহলে আপনি খাঁটি মানুষ।

আসলে অনুভূতি দিয়ে মানুষ অনেক কিছু প্রকাশ করে থাকে। প্রকৃতি অর্থে অনুভূতি মানুষের ভিন্ন একটি মনের ভাব বুঝিয়ে থাকে। এই থেকে মানুষ অনেক কিছু বুঝে নিতে হয়। যারা মূলত অনুভূতি বোঝেনা। তারা অনেক কিছুর উপর জ্ঞান অর্জন করতে পারে না। আর অনুভূতি বুঝতে পারলে মানুষকে ভালবাসতে জানে। মূলত মানুষকে ভালবাসলে অনেক কিছু বুঝে। আর অনুমতি না বুঝতে পারে সে ভালবাসতে জানে না ঠিকমত কাউকে।

তবে অনেক মানুষ আছে অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না। আপনি যদি কারো অনুভূতির মূল্য না দিতে জানেন। তাহলে আপনি কাউকে কখনো ভালবাসতে পারেন না। আর কাউকে ভালবাসতে না জানলে তাহলে অনেক কিছু মূল্য বুঝবেন না। আর ভালবাসার মূল্য যদি না বোঝেন তাহলে ভালোবাসার সৌন্দর্য সম্বন্ধে কিছুই বুঝবেন না। ভালোবাসা থাকলে পৃথিবীর সুন্দর। তাই সবকিছু তে অনুভূতি আছে। আশা করি আমার আজকে একটা টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 5 months ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন আপু যারা অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না তারা কিভাবে ভালবাসতে জানবে।আর এটা সত্যি অনুভূতি মানুষের ভিন্ন কিছু প্রকাশ পায়।ধন্যবাদ আপু।

 5 months ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

মানুষ সবসময় নিজের ভালোটা বোঝে। কখনো অন্যের ভালো বোঝে না। আপনি ঠিক কথা বলেছেন, যারা অন্যের ভালো বোঝে না তারা মানুষকে ভালবাসতে পারে না। নিজের স্বার্থ হাসিল হলেই তারা হারিয়ে যায়। অনেক সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

মন্তব্য করার জন্য পোস্ট নিয়ে তাই ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

সত্যি বলতে অনুভূতি বোঝাটাই আসলে কষ্টকর। হরেক রকম মানুষের ভিড়ে বা মুখোশের আড়ালে মানুষের অনুভূতি বোঝাটা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে এটা ঠিক, যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালো ভাসতে পারে না।ধন্যবাদ দারুণ একটি বিষয় নিয়ে লেখার জন্য।

 5 months ago 

আসলে ভাইয়া মানুষের অনুভূতি থাকে ভিন্ন রকম। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 5 months ago 

আসলে আপু যে মানুষ অন্যের অনুভূতি বোঝেনা, সে মানুষ কখনোই কাউকে ভালবাসতে পারে না, এই কথার সাথে আমি নিজেও কিন্তু একমত। কারণ সমাজে চলতে গেলে অন্যের অনুভূতি বোঝাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের। যারা অন্যের অনুভূতি বুঝতে পারে তারাই হলো প্রকৃত মানুষ, এটাই আমার মনে হয়। তবে এখন তো অধিকাংশ মানুষই স্বার্থপর, এজন্য অন্যের অনুভূতি বোঝার মত মানসিকতা খুব কম মানুষের ভিতরেই রয়েছে।

 5 months ago 

হ্যাঁ ভাইয়া সমাজে চলতে হলে অন্যের অনুভূতি বোঝা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অনুভূতি একজন মানুষ কে অন্য একজন মানুষ থেকে আলাদা করতে পারে।যার অনুভূতি যত বেশি সে অন্য কে বুঝতে পারে খুব সহজে।আর এই বোঝা পরাটা যখন হয় সমানে সমান ঠিক তখন ই ভালোবাসাটা সত্যিকার অর্থেই হয়ে যায়। তাই একজন মানুষের অনুভূতি খুব বেশি দরকার।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে আপু মানুষের অনুভূতি বুঝতে হবে তাহলে সে অনেক কিছু জানতে পারবে। যাইহোক খুব সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

কাউকে ভালো ভাসতে পারে না।
আপু আপনার টাইটেলের এখানে বানান কিছুটা ভুল আছে আশা করি ঠিক করে নিবেন।

ঠিক বলেছেন আপু আমরা অনেকেই একটি মানুষকে বাইরে থেকে দেখে মূল্যায়ন করি। কিন্তু তার ভিতরে কি অনুভূতি আমরা কখনো বোঝার চেষ্টা করি না। আসলে মানুষের অনুভূতি না বুঝতে পারলে তার পরিস্থিতিও বোঝা সম্ভব নয়। আমাদের সকলের উচিত সামনের মানুষটিকে বোঝা। তারপরও সবার অনুভূতিতো বোঝা সম্ভব নয়। কিন্তু মানুষের অনুভূতি না বুঝে কোন রকম মন্তব্য করা ঠিক না। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 5 months ago 

আমরা সুন্দর মন্তব্য গুলো শুনে খুব ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আসলে কিছু কিছু মানুষ রয়েছে যারা অন্যের অনুভূতির মূল্য দিতে একেবারেই জানেনা। আর কখনোই তারা কাউকে ভালোবাসতে পারে না। কারণ তারা তো কারো অনুভূতির মূল্যই দিতে জানে না, কি ভালোবাসবে। মানুষকে ভালোবাসার জন্য একটা মানুষের অনুভূতিকে ভালোভাবে বোঝা লাগে। আপনার আজকের এই লেখাটা সত্যি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি পুরোটা লিখেছেন। সুন্দর করে লিখে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

হ্যাঁ আপু কিছু কিছু মানুষ আছে যারা অন্যের অনুভূতির মূল্য দিতে একেবারে জানে না। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 5 months ago 

প্রত্যেকটা মানুষ কিন্তু অন্যের অনুভূতি বোঝেনা। আর অনুভূতি বোঝাটা অনেক বেশি কষ্টকর। আর অনেকেই রয়েছে অনুভূতির মূল্য দিতে জানে না। তারা সেই অনুমতির মূল্য দেওয়ার বিষয়টাই জানেনা। আমরা যদি একটা মানুষের অনুভূতি না বুঝতে পারি, তাহলে কখনো কাউকে ভালোবাসতে পারবো না। যে মানুষটা অন্যের অনুভূতির মূল্য দিতে পারেনা, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না, এই কথাটার সাথে আমি পুরোপুরিভাবে একমত। অন্যের অনুভূতি বোঝার জন্য মানসিকতা থাকা লাগে। আর ওরকম মানসিকতা থাকলেই অন্যের অনুভূতি বুঝতে পারে একটা মানুষ।

 5 months ago 

মানুষের অনুভূতির কষ্টকর হলেও তা বুঝে নিতে হবে। তাহলে আপনি মানুষের ভালোবাসা বুঝতে পারবেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। তবে টাইটেলের মধ্যে বানান ভুল রয়েছে,আশা করি সেটা ঠিক করে নিবেন। যাইহোক মানুষের অনুভূতি বুঝতে হলে অবশ্যই মন দিয়ে সেটা উপলব্ধি করতে হয়। আমাদের উচিত আমাদের কাছের মানুষদের অনুভূতি বুঝার চেষ্টা করা। কারণ অনেক সময় অনেক কিছু মুখে প্রকাশ করা যায় না। তবে অনুভূতি বুঝা সবসময় সম্ভব হয় না,কিন্তু মন থেকে চেষ্টা করলে কাছের মানুষদের অনুভূতি বুঝা যায়। আর যারা কাছের মানুষদের অনুভূতি বুঝতে পারে, তারাই মানুষকে প্রকৃতভাবে ভালোবাসতে জানে। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আমার পোস্ট পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো আপনার। আশা করি মন্তব্য করে সাপোর্ট করবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59588.19
ETH 2572.25
USDT 1.00
SBD 2.50