DIY || এসো নিজে করি || 🖼️🖼️ পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং 🏞️🏞️ ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220117-WA0001 (1).jpg

আঁকার উপকরণ :

আঁকার খাতা
পোস্টার রং
রং করার তুলি
পেন্সিল
রাবার
কাটার
মাস্কিং টেপ

IMG_20220113_132922.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই খাতাটার তার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

IMG_20220113_133239.jpg

ধাপ ২ :

তারপর খাতার উপরের অংশে হালকা নীল রঙ দিয়ে সুন্দর করে কিছুটা অংশ রং করে নিলাম।

IMG_20220113_133806.jpg

IMG_20220113_134011.jpg

IMG_20220113_134204.jpg

ধাপ ৩ :

তারপর নীল রংয়ের নিচের কিছু অংশে পেন্সিল দিয়ে ছোট ছোট দুটো কুঁড়েঘর এঁকে নিলাম।

IMG_20220113_134542.jpg

IMG_20220113_134738.jpg

ধাপ ৪ :

তারপর সেই কুঁড়েঘর গুলো নিচের অংশে আরো কিছু হালকা নীল রং দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220113_135123.jpg

IMG_20220113_135439.jpg

ধাপ ৫ :

তারপর হলুদ রং দিয়ে সেই কুঁড়েঘর গুলোকে সুন্দর করে রং করে নিলাম। তারপর কালো রং দিয়ে কুড়ে ঘরের দরজা জানালা রং করে নিলাম।

IMG_20220113_140823.jpg

IMG_20220113_141428.jpg

IMG_20220113_141722.jpg

ধাপ ৬ :

তারপর সেই কুড়ে ঘরের চারপাশে সবুজ কিছু পাহাড়ে গাছ আর সবুজ মাঠ রং করে নিলাম। তারপর সবুজ রং এর উপরে হলুদ রং দিয়ে ছোট কিছু ঘাস রং করে নিলাম।

IMG_20220113_142953.jpg

IMG_20220113_143001.jpg

ধাপ ৭ :

তারপর কাল আর সবুজ রং মিশিয়ে একটা কালার তৈরি করে নিলাম। তারপর সেই কালারটা কে একেবারে নিচের অংশে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220113_143425.jpg

IMG_20220113_143523.jpg

IMG_20220113_143733.jpg

ধাপ ৮ :

তারপর কুড়ে ঘরের পাশে বড় করে একটা গাছের ডাল পেন্সিল দিয়ে সুন্দর করে নিলাম।

IMG_20220113_144123.jpg

IMG_20220113_144206.jpg

ধাপ ৯ :

তারপর সাদা আর কালো রং দিয়ে গাছের গোড়া লিয়ার ডালগুলোকে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20220113_144638.jpg

IMG_20220113_145028.jpg

IMG_20220113_145540.jpg

ধাপ ১০ :

তারপর সেই গাছের ডালের সাথে সবুজ রং দিয়ে ছোট ছোট কিছু পাতা রং করে নিলাম।

IMG_20220113_145954.jpg

IMG_20220113_150248.jpg

IMG_20220113_150253.jpg

ধাপ ১১ :

তারপর সেই সবুজ পাতার উপরে হলুদ রং দিয়ে আরো কিছু পাতা রং করে নিলাম। তখন গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG_20220113_150435.jpg

IMG_20220113_150617.jpg

IMG_20220113_150829.jpg

ধাপ ১২ :

তারপর সেই গাছের গোড়ালির নিচের অংশে সবুজ রং দিয়ে ছোট ছোট কিছু ঘাস রং করে নিলাম। যাতে নিচের অংশটা ঘাসে ভরা থাকে।

IMG_20220113_151124.jpg

IMG_20220113_151714.jpg

IMG_20220113_151725.jpg

ধাপ ১৩ :

এইভাবে আমার আঁকা পেইন্টিং টা শেষ করে নিলাম। তারপর সেই পেইন্টিং এর চারপাশ থেকে মাস্কিং টেপ সরিয়ে নিলাম।

IMG_20220113_151817.jpg

IMG_20220113_152026.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করব আমার এই পেইন্টিং আপনাদের সকলের খুবই ভালো লাগবে।

IMG-20220117-WA0003 (1).jpg

IMG-20220117-WA0000 (1).jpg

IMG-20220117-WA0004 (1).jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220117-WA0002 (1).jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

🏡 ধন্যবাদ সবাইকে 🏡

Sort:  

প্রাকৃতিক দৃশ্য টি খুবই সুন্দর লাগছে আপু দেখতে। আপনার পেইন্টিং গুলো সব সময় অত্যন্ত চমৎকার হয়। এত সুন্দর পেইন্টিং গুলো আপনি করেন কি, জানতে খুব ইচ্ছে করে মাঝে মাঝে🤔🤔। দেয়ালে ফ্রেম করে টানিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

পেইন্টিং গুলো নিয়ে বিজনেস করার ইচ্ছা আছে। এজন্য সবগুলো পেইন্টিং একত্রে জমিয়ে রাখতেছি। আবার কয়েকটা ওয়ালমেট করার জন্য দোকানে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🤔🤗

 3 years ago 

আপু অসাধারণ হয়েছে আপনার পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি। আপনার পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।
অনেক সুন্দর করে উপস্থাপন প্রতিটি ধাপ। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কমনা রইল৷

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

 3 years ago 

আপনার অঙ্কন করা পোস্ট গুলো নিয়ে আসলে কিছু বলার থাকে না, কেননা যাই বলি না কেন তার কম বলা হয়ে যাবে। আপনি যে প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন তা অসাধারন ।দৃশ্যগুলো মনমুগ্ধকর নদী, একটি বাড়ি গাছপালা সবকিছু আসলে অসাধারণ ভাবে ফুটে তুলেছেন। প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের উপস্থাপনা ও বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ দক্ষতার সাথে এটি ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

খুবই সুন্দর একটি পেইন্টিং আমাদের উপহার দিয়েছেন,আপনি অনেক সুন্দর করে আকছেন এবং প্রতিটা ধাপ অনেক সুন্দর করে বিশ্লেষণ করছেন আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। আমার অনেক ভালো লেগেছে এবং আমি জলরং এর কাজ শিখতে চাই। সবকিছু অর্ডার দিয়েছি দেখি চেষ্টা করি কতটুকু পারি এবং আপনার কাছ থেকে অবশ্যই চেষ্টা করবো শেখার।


IMG_20220106_113311.png

 3 years ago (edited)

ঠিক বলছেন ভাইয়া চেষ্টা করতে তো কোন দোষ নাই। চেষ্টা করলে আপনিও সুন্দর ভাবে আঁকতে পারবেন।👍👍
অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনার পেইন্টিং করার চিত্র টি অসাধারণ হয়েছে। গ্রামের-প্রাকৃতিক-দৃশ্য খুব সুন্দর ভাবে আপনার পেইন্টিংয়ে ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকে ধাপের বর্ণনাও বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যর পেইন্টিং করেছেন। খুবই সুন্দর হয়েছে।বেশ গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন প্রতিটা ধাও।শুভ কামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

পোস্টার রং দিয়ে আপনি খুবই সুন্দর একটা অঙ্কন করেছেন। আপনার প্রতিটি অঙ্কন খুবই সুন্দর হয়। খুবই নিখুঁতভাবে ভাবে অঙ্কন করেন। আমার কাছে খুবই ভালো লাগে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

➡️ অসম্ভব সুন্দর একটি আর্ট করেছ তুমি। আমার খুবই ভালো লেগেছে এটি দেখতে। তোমার কাজ গুলো আসলেই দেখতে খুবই দুর্দান্ত হয়ে থাকে। দোয়া করি সব সময় চমৎকার পোস্ট করো
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66917.83
ETH 3499.90
USDT 1.00
SBD 2.89