জেনারেল রাইটিং :- টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভাল।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

poverty-4561704_1280.jpg

টাকা এমন একটা জিনিস যেটা আমাদের সবার কম বেশি অনেক প্রয়োজন হয়। কিন্তু তাও কিছু কিছু মানুষের ক্ষেত্রে টাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর কিছু মানুষের ক্ষেত্রে টাকার থেকেও সম্মানের গুরুত্বটা বেশি। তাইতো কথায় আছে না টাকার কাছে মানুষও বিক্রি হয়ে যায়। টাকার মূল্য যে বোঝে সেই জানে পরিশ্রমের মূল্য কত বেশি। তাই পরিশ্রম না করলে টাকা পাওয়া খুবই কঠিন ব্যাপার। আমাদেরকে যেভাবে টাকা অর্জন করতে হবে সেভাবেই কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে পরিশ্রম না করেই টাকা অর্জন করার চেষ্টা করে।

আবার কেউ কঠোর পরিশ্রম করে লেখাপড়া করে।কিন্তু সে যখন ভালো কোন চাকরি করতে চাই আবার অন্য কোন টাকার কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা একেবারে ভিন্ন রকম। কারণ তারা টাকার বিনিময়ে সে চাকরি করতেও চায়না। তাও আজকে আমাদের এই সমাজটা টাকার কাছেই প্রায়ই বিক্রি হয়ে যায়। ছোটরা যখন স্কুলে ভর্তি হয় তখনও শিক্ষকদের ঘুষ দিয়ে ভর্তি হতে হয়। কারণ শিক্ষকরা ও টাকা ছাড়া কখনোই মেধাবী ছাত্রদের ভর্তি করতে চায়না। সব জায়গায় এরকম টাকা ছাড়া মানুষ চলতে পারে না।

কম মানুষই আছে যারা টাকা না নিয়ে শিক্ষা যোগ্যতা বিচার করে। কারণ শিক্ষা যোগ্যতার কাছেই মানুষকে একদিনও একদিন হার মেনে নিতে হবে। আমাদের এদিকে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের বাড়ির পাশেই খুবই বড়লোক একটি ফ্যামিলি থাকতো। তাদের পরিবারে দুটি ছেলে এবং একটি মেয়ে ছিল। তারা কিন্তু ধনী হলেও তাদের ফ্যামিলির ছেলে মেয়েরা তেমন পড়ার লেখায় মনোযোগী ছিল না। তারা সব সময় তাদের টাকার অহংকার দেখাতো। তারা মনে করত টাকা দিয়েই সবকিছু কেনা যায়।

ঠিক তেমনি তারাও জানতো টাকা দিয়ে তারা সবকিছু কিনে নিতে পারবে। কারণ তারা যখনই স্কুল কলেজে যেত তাদের বাবা স্যারদের ঘুষ দিয়ে তাদেরকে ভালো ভাবের পাশ করে নিয়ে নিত। তাই তারাও শিক্ষা নিয়ে আর তেমন কোন আগ্রহ দেখাতো না। তারা ভাবে টাকা দিয়ে সবকিছুই কিনে নেওয়া যায়। কিন্তু একদিন তাদের মেয়ে যখন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য টেস্ট পরীক্ষা দিয়েছে তখন তাদের মেয়ে ফেল করেছিল। তারা ভেবেছিল ওখানেও ঘুষ দিলে তাদের মেয়ে টেস্ট পরীক্ষায় পাশ করে যাবে। কিন্তু তখন ওই স্কুলের একটি তার ভীষণ কঠোর ছিল। সব সময় নীতি নিয়ে কাজ করে দিয়েছে।

টাকার কাছেই কখনো নিজেকে বিক্রি করে দেয় নি। কিন্তু স্যার তাদেরকেও নিজের নীতি টাকে ভাঙার কোন সুযোগ করে দেয়নি। যখন তারা নিজেদের মেয়ের টেস্ট পরীক্ষার পাশ করে দেওয়ার জন্য স্যারের কাছে গেল তখন স্যার তাদেরকে অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিল। তখন স্যার তাদেরকে বলেছিল টাকা দিয়ে সবকিছু সম্ভব হয় না। তখন তারাও বুঝেছিল টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করা যায় না। আমরা নিজেরা ও সব সময় বলি টাকার বিনিময় শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থেকে যাওয়াই ভালো। যাইহোক চেষ্টা করলাম কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি আজকের এই পোস্টটি আপনাদেরও বেশ ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 last month 

আপনি ঠিক বলছেন আপু টাকা দিয়ে কিনা শিক্ষা জীবনে কোন কাজে আসবে না। বর্তমান সময়ে তো তা হচ্ছে পরীক্ষার প্রশ্ন কিনে পরীক্ষার রেজাল্ট ভালো করতেছে। ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। অথবা ঘুষ দিয়ে সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে। এগুলো তো তারা জীবনে অনেক সাইন করতেছে। কিন্তু আপনি বা আমার ক্ষেত্রে এগুলো কোন কাজে আসবে না আপু।

 last month 

আমার পোস্টে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

 last month 

বর্তমান সময়ে টাকা মানেই হলো সব পাওয়া।কারণ এখন প্রভাবশালীরা পড়াশোনা করা লাগে না। টাকা দিয়ে সব কিনে ফেলে। তবে এখানেও কথা আছে,তা হলো সবাই তো আর অমানবিক নয়। যে টাকার বিনিময়ে শিক্ষাকে এভাবে অধঃপতনের দিকে ঠেলে দেবে।বর্তমান সময়ে টাকার কাছে অনেকেই হেরে যায়। আর ঝরে যায় মেধাবী শিক্ষার্থীরা।

 last month 

ঠিক বলেছেন এই টাকার কারণেই হাজারো মানুষ অনেক কষ্টে জীবন যাপন করে

 last month 

টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করার চেয়ে অশিক্ষিত থাকাটা উত্তম আমি নিজেও মনে করি। টাকা দিয়ে বর্তমান সময়ে সবকিছু পাওয়া যায়। আর যারা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে তারা বোঝে কষ্ট কি জিনিস। যে টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করে সেই কখনো বোঝেনা শিক্ষার মান কতটা মূল্যবান। গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62926.06
ETH 2580.90
USDT 1.00
SBD 2.78