জেনারেল রাইটিং :-শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করতে পারে।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

1_20231110_182036_0000.png

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। টপিক হচ্ছে শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করতে পারে। শিক্ষা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অস্ত্র। একজন মানুষ যখন শিক্ষা অর্জন করে তখন সে অনেক কিছুর উপর জ্ঞান অর্জন করে। শিক্ষিত মানুষ হচ্ছে দেশের এবং জাতির সম্পদ। তাদের থেকে দেশ এবং জাতি অনেক কিছু আশা করে। কারণ শিক্ষিত লোক দিয়ে সমাজে উন্নত করা যায়।

আসলে শিক্ষা হচ্ছে মানুষের বড় সম্পদ এবং মানুষের বড় অস্ত্র। শিক্ষিত লোক বিশ্বকে পরিবর্তন করতে পারে। একজন শিক্ষিত লোক আর একজন মূর্খ লোকের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকে। শিক্ষিত লোক মানুষ গড়ার কারিগর। এবং শিক্ষিত লোক বিভিন্ন পেশায় বিভিন্ন কাজ করে থাকে। আর অশিক্ষিত লোক শুধু কিভাবে দিনে এনে দিনে খেতে পারে সেটাই চিন্তা করে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। কারণ শিক্ষিত লোক দিয়ে অনেক কিছু করা যায়। শিক্ষা এবং জ্ঞান থাকলে মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে।

আর একজন শিক্ষিত লোক যদি আপনার শত্রুও হয় তাহলে মূর্খ বন্ধুর সে ভালো। কারণ শিক্ষিত লোক আপনাকে অপমান করবে না। আবার একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছোট ছাত্রকে পড়ালেখা করে মানুষ গড়ার কারিগরের পথে এগিয়ে দেই। এরপর ছাত্রটি তার লেখাপড়া করে জীবনের চাবি গুরিয়ে দেয়। আসলে একজন শিক্ষিত লোক হচ্ছে জাতির এবং দেশের মাথা। আর শিক্ষা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অস্ত্র।

আপনি প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে গাইল করা দরকার নেই। একজন শিক্ষিত মানুষের কথা দিয়ে তাদেরকে বুঝিয়ে গাইল করা যায়। কারণ শিক্ষাই সমাজের বড়ই অস্ত্র। শিক্ষিত লোক বিশ্বকে পরিবর্তন করতে পারে। তার কথা আছে ব্যবহার দিয়ে অনেক কিছু বুঝিয়ে করতে পারে। অস্ত্র দিয়ে নয় মুখের ভাষা দিয়ে শিক্ষিত লোক গুলো অনেক কিছু পরিবর্তন করতে পারে। শিক্ষিত লোক এক একজন এক একটি বড় অস্ত্র। অস্ত্র দিয়ে শত্রু দমন করতে পারে। আর শিক্ষিত লোক তাদের মেধা দিয়ে দেশ এবং সমাজকে পরিবর্তন করতে পারে।

তাই শিক্ষিত লোক থেকে অনেক কিছু আশা করা যায়। বিবেকবান এবং বুদ্ধিজীবী মানুষ হচ্ছে শিক্ষিত। তাদেরকে জ্ঞান ধারণা এক একটি বড় অস্ত্র হিসেবে কাজ করে। এবং এই অস্ত্র দিয়ে বিশ্বকে পরিবর্তন করতে পারে। মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ দেখা যায়। আর শিক্ষিত লোক তাদের মেধা দিয়ে অনেক কিছু করে দেখাতে পারে। তাই শিক্ষিত লোক থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। বিশ্ব কে পরিবর্তন করতে হলে শিক্ষিত লোকের দরকার। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 10 months ago 

জি আপু শিক্ষা এমন একটা শক্তিশালী অস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করে পারে।একটা কথা আছে না যে আমাকে একজন শিক্ষিত মা দাও। আমি একজন শিক্ষিত জাতি উপহার দেব। একজন শিক্ষিত মানুষের ব্যবহার ও একজন অশিক্ষিত মানুষের ব্যবহার আকাশ-পাতাল তফাৎ। জি আপু শিক্ষিত লোক বিভিন্ন পেশায় কাজ করে থাকে কিন্তু অশিক্ষিত লোকজন দিন আনে দিন খায় এইভাবে তাদের জীবন চলে যায়। একজন অশিক্ষিত মানুষ আপু কিছু না বুঝে সে তর্ক করতে থাকে কিন্তু একজন শিক্ষিত মানুষ সে তার জ্ঞান মেধা দিয়ে সবকিছু বুঝিয়ে দেয়। জি আপু শিক্ষিত মানুষ তাদের মেধা দিয়ে সমাজ এবং দেশকে পরিবর্তন করতে পারে এবং আপনি সুন্দর একটি আলোচনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো।

 10 months ago 

আমার পোস্ট পড়ে খুব সুন্দর করে মন্তব্য করেছেন ।আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

খুব সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন যা পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যা দিয়ে বিশ্বকে পরিবর্তন করা যায়। শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের মধ্যে অনেক তফাৎ থাকে। ঠিকই বলেছেন শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে। তাই আমিও মনে করি শিক্ষিত মানুষ দেশও জাতির সম্পদ ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। খুব সুন্দর করে পোস্ট নিয়ে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

অনেক ভাল একটি টপিক নিয়ে লিখেছেন আপু। সমাজ এবং বিশ্বকে পরিবর্তন করতে হলে শিক্ষা এবং শিক্ষিত মানুষের কোন বিকল্প নেই।পোস্টটি অনেক শিক্ষা মূলক।তবে কয়েকটি বানানে একটু ভুল আছে যেমন:ঘায়েল কে গায়েল লিখেছেন এটা একটু ঠিক করে নিয়েন। ধন্যবাদ আপু সুন্দর পোস্টটির জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

শিক্ষিত লোক সমাজ এবং দেশের জন্য ভালো। অনেক সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ঠিক বলেছেন আপু একজন শিক্ষিত মানুষ পারে সবকিছুই পরিবর্তন করতে। একজন শিক্ষিত মানুষের যেমন বিবেক, বুদ্ধি রয়েছে তেমনি তারা জাতি গড়ার কারিগর। আর জাতির উন্নতির জন্য শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপু আপনার লেখা পড়ে সত্যিই অনেক ভালো লাগলো।

 10 months ago 

আমার পোস্টটি পড়ে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম তাই ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

এজন্যই তো বলা হয় শিক্ষাই জাতির মেরুদন্ড। আর এই শিক্ষার ফলেই একজন মানুষ অন্য একজন মানুষকে সঠিক সম্মান প্রদান করতে পারে। এই শিক্ষা দিয়েই পুরো বিশ্বকে জয় লাভ করা সম্ভব। মানুষকে শিক্ষিত করার জন্য প্রাইমারি লেভেলের শিক্ষকেরাই সবথেকে বেশি ভূমিকা পালন করে বলে আমি মনে করি।

 10 months ago 

ঠিক বলেছেন শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষিত লোক থেকে সমাজ এবং জাতি অনেক কিছু আশা করে। আপনার গঠনমূলক মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আসলে আপনি ঠিক বলেছেন একজন শিক্ষিত মানুষ এবং একজন অশিক্ষিত মানুষের মধ্যে অনেক তফাৎ থাকে। কারণ একজন শিক্ষিত মানুষ অনেক কিছু নিয়েই চিন্তা চিন্তাভাবনা করে সামনের দিকে অগ্রসর হয়। কিন্তু একজন অশিক্ষিত মানুষ খুব বেশি চিন্তা করতে পারেনা। আর নতুন বিষয় জানার ক্ষেত্রে একজন শিক্ষিত মানুষ খুব সহজেই বুঝে নিতে পারে কিন্তু একজন অশিক্ষিত মানুষের ক্ষেত্রে সেটা বুঝতে খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ দেশে প্রকৃত শিক্ষিত মানুষ থাকলে একমাত্র দেশের উন্নতি করা সম্ভব। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য।

 10 months ago 

শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের মধ্যে অনেক বেশি আসার ব্যবহার হইতে সবকিছু ব্যবধান থাকে। চমৎকারভাবে মন্তব্য করায় ধন্যবাদ।

 10 months ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করেছেন। শিক্ষায় একমাত্র যিনি যা মানুষকে পরিবর্তন করতে পারে। মানুষ এবং সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। একজন শিক্ষিত মানুষ একটি বিষয়কে যেভাবে অনুধাবন করবে তা একজন অশিক্ষিত মানুষ পারবে না। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 10 months ago 

শিক্ষিত লোক থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। তারা আমাদের সমাজ এবং জাতিকে অনেক পরিবর্তন করতে পারে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54610.81
ETH 2293.78
USDT 1.00
SBD 2.35