লাইফ স্টাইল :- পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। পোস্টগুলো দেখে নিজের পোস্ট করার আগ্রহ আরো অনেক বেড়ে যায়। আমি সব সময় চেষ্টা করি নিজের মতো করে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে ঠিক একই রকম নিজের পরিবারের সাথে কাটানো সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আজকের পোস্ট দেখার পরে আপনাদের সবার অনেক ভালো লাগবে।

CollageMaker_2024106171556337.jpg

পরিবার মানেই ছোট্ট একটি সংসার। আর এই সংসারের মূল্য যে বোঝে সেই জানে পরিবার কাকে বলে। আমার পরিবার বলতে আমি আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আর আমার শ্বশুর শাশুড়ি। এই কয়জন মিলেই আমাদের ছোট্ট একটি পরিবার। ছোট্ট হলেও আমরা সবাই সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি। কারণ ছোট থেকেই পরিবারটা বড় করতে এই মানুষগুলোর প্রয়োজন হয়। আমার শ্বশুর-শাশুড়ি বৃদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু তাছাড়া ওনাদের আরও ছেলে-মেয়ে আছে। কিন্তু তারা আত্মসম্মান নিয়ে আমাদের কাছে থাকতেই বেশি ভালোবাসে।

20240213_142400.jpg

20240213_142445.jpg

20240213_142352.jpg

20240213_142429.jpg

20240213_142346.jpg

কারণ বৃদ্ধ হলেও মানুষের আত্মসম্মান কখনো কমে যায় না। তাই আমরা দুজন চেষ্টা করি আমাদের সাধ্যমত সেই বৃদ্ধ দুটির মানুষকে সুখে রাখার জন্য। তাছাড়া যখন থেকে মহান আল্লাহ তা'আলা আমার মেয়েকে আমাদের কোলে এনেছেন তবে থেকেই আমাদের পরিবারটা আরো বেশি হাসিখুশি থাকে। কারণ আমাদের থেকেও আমি মনে করি আমার মেয়েকে পেয়ে আমার শ্বশুর-শাশুড়ি অনেক বেশি খুশি। কারণ তারা এই বৃদ্ধ বয়সে তাদের ছেলেমেয়ের সন্তানদেরকে নিয়েই বেঁচে থাকার চেষ্টা করে। আর সেই বৃদ্ধ বয়সে যদি তারা তাদের সন্তানদের ছেলে মেয়েদেরকে না কাছে পায় তাহলে কত বেশি কষ্ট হয় সেটা শুধু তারাই জানে।

20240213_142330.jpg

20240213_142329.jpg

20240213_142320.jpg

এরকম হাজারো সন্তান আছে যারা চাইলেও তাদের মা-বাবাকে তাদের কাছে ডাকতে পারে না। আর আমি মনে করি আমরা সেই ভাগ্যবান ব্যক্তি যে নিজের শ্বশুর-শাশুড়িকে নিজের কাছে নিজের মা-বাবার মতো করে রাখতে পেরেছি। আর সারা জীবন এভাবেই তাদেরকে আমাদের সাথেই রাখবো। আপনারা সবাই আমার এই ছোট্ট পরিবার টার জন্য অনেক দোয়া করবেন। আমরা কোথাও গেলে সবাই একসাথে ঘুরতে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি বৃদ্ধ হয়ে যাবার কারণে কোথাও তেমন আমাদের সাথে ঘুরতে যেতে চায় না। তাই আমরাই নিজেদের মতো করে ঘুরাঘুরি করার চেষ্টা করি।

20240213_141102.jpg

আর এই ছবিগুলো অনেকদিন ধরেই আমার গ্যালারিতে ছিল। হঠাৎ করে গ্যালারি চেক করার সময় ছবিগুলো দেখে ভাবলাম আপনাদের সাথে সুন্দর একটি বিষয় শেয়ার করা যাক। তাই ছবিগুলো দেখার পরেই আপনাদের সাথে সুন্দর একটি পোস্ট শেয়ার করার চেষ্টা করলাম। আমরা সবাই আমাদের বাড়ির একটি দাওয়াতে গিয়েছিলাম। তখন সবাই একসাথে থাকার কারণে বেশ মজা করেছিলাম। আর ওই সময় এই ছবিগুলো আমরা তুলেছিলাম। কারণ সবাই একসাথে হলে বেশ আনন্দ করা হয়। তখন কিন্তু আমার মেয়ের বয়স ৯ মাস ছিল। আর এই ছবিগুলো অনেক আগের তোলা ছবি।

20240213_141541.jpg

20240213_141704.jpg

আমার মেয়ে আমাদের জীবনে আসার পর থেকেই আমাদের জীবন বদলে গিয়েছে। কারণ একটি কন্যা সন্তান আল্লাহর দান। যে পরিবারে কন্যা সন্তান আছে তারাই সবচেয়ে সুখী। আর আমরাও আমাদের মেয়েকে নিয়ে অনেক খুশি আছি। এখন কিন্তু আমার মেয়ের প্রায় ১৮ মাস হয়ে গিয়েছে। দেখতে দেখতে সেই ছোট্ট মাইসুন যেন বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই আমার মেয়ে এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। যাতে আমি আমার ছোট পরিবারটা নিয়ে এভাবেই হাসি খুশি থাকতে পারি। মাইসুনের ছোটবেলার ছবিগুলো দেখে অনেক কথা মনে পরলো। যাইহোক আজ এ পর্যন্ত আশা করি আপনাদের পোস্টে অনেক ভালো লাগবে।

20240213_142217.jpg

20240213_141824.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 last month 

পরিবারের সাথে এভাবে সময় কাটাতে আসলেই অনেক ভালো লাগে। আমি নিজেও অনেক পছন্দ করি পরিবারের সাথে সময় কাটাতে। মাইসুন তো অনেক বেশি আনন্দিত ছিল। অনেক আগের একটা সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন সবার মাঝে। আসলে সন্তান জীবনে আসলে জীবনটাকেই বদলে দেয়। দোয়া করি আপনাদের পুরো পরিবারের জন্য। বিশেষ করে মাইসুনের জন্য অনেক বেশি দোয়া করি।

 last month 

ঠিক বলেছেন নিজেদের পরিবার আর সন্তান এর সাথে কাটিয়ে অনেক ভালো লাগলো আমার নিজের কাছেও

 last month 

আপনার বাবু দেখতে দেখতেই অনেক বড় হয়ে গেল। নিজের বাচ্চা চোখের সামনে বড়ো হতে দেখা টা অনেক ভাগ্যের ব্যাপার।আর মাঝে মাঝে নিজের পরিবার কে একটু সময় দিলে অনেক বেশি ভালো লাগে। আপনার ছোট একটি পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল।

 last month 

তখন বাচ্চার ছবি আর এখন বাচ্চার ছবি রাখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। কারণ আগে থেকে অনেক শুকিয়ে গিয়েছে

 last month 

আসলে আপু পরিবারের সবার সাথে থাকা সত্যি অনেক ভালো লাগে। আর আপনি ঠিক বলেছেন বৃদ্ধ হলেই কি সবাই সবার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায়।কিন্তু অনেকে শশুর শাশুড়ী নিয়ে খেতে পারে না। আমি মনে করি শশুর শাশুড়ি নিয়ে খেতে পারা ভাগ্যের বিষয়। আপনারা বেশ ভালো একটা সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 last month 

ঠিক বলেছেন নিজেদের কাছেই নিজের মা-বাবার মতই শ্বশুর-শাশুড়িকে আগলে রাখার দায়িত্ব আমাদের নিজেদের

 last month 

অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার সুন্দর এই মুহূর্ত দেখে। মাঝে মাঝে প্রিয় জনকে সাথে নিয়ে ঘোরাঘুরি করতে যাওয়া তার মধ্যে অন্যরকম আনন্দ থাকে এবং উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। অসাধারণ ছিল আপনাদের ঘোরাঘুরের মুহূর্ত আর অনুভূতিটা। আশা করব এভাবে আপুকে সবসময় সময় দিবেন।

 last month 

ঠিক বলেছেন মাঝে মাঝে নিজের কাছের মানুষগুলো ওদেরকে সময় দেওয়া আমাদের সবারই উচিত

 last month 

মাঝে মাঝে পরিবারের সাথে এরকম মিষ্টি সময় কাটাতে হয়।সংসারে নানান কাজে ফাঁকে ফাঁকে এরকম সময় কাটালে ভালোই লাগে।পুরো পরিবার নিয়ে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন আপনারা।আপনি,ভাইয়া এবং আপনাদের বাবুকে একসঙ্গে দেখে খুবই ভালো লাগলো।অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনাদের এই ছোট্ট মিষ্টি পরিবারের জন্য।

 last month 

চেষ্টা করেছি নিজে পরিবারকে নিয়ে খুব সুন্দর একটি সময় কাটানোর জন্য আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো

 last month 

আপু আপনি আজকে খুবই সুন্দর ভাবে পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে পরিবারের সাথে প্রত্যেকটা মানুষ সময় কাটাতে পারলে বেশ হাসিখুশি এবং মনে প্রশান্তি পায়। আপনার ছোট্ট বাবু দিন দিন অনেক বড় হয়ে উঠেছে দেখে বেশ ভালো লাগলো। প্রতিনিয়ত পরিবারের সাথে আনন্দের সাথে এরকম সময় অতিবাহিত করেন এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

চেষ্টা করেছিলাম প্রত্যেকটি মুহূর্ত খুব সুন্দর করে কাটানোর জন্য আপনার মন্তব্যগুলো পেয়ে আরো ভালো লাগলো।

 last month 

আসলে সবাই মিলে একসাথে বসবাস করার শান্তিই আলাদা। আপনার শ্বশুর শ্বাশুড়ি আপনাদের সাথে থাকে, সেটা আগেই জেনেছি। উনাদের দিকে সবসময় খেয়াল রাখবেন। কারণ উনাদের দোয়া আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। যাইহোক আপনারা দাওয়াত খেয়ে একটু ঘুরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.19
JST 0.033
BTC 88143.70
ETH 3251.58
USDT 1.00
SBD 3.00