জেনারেল রাইটিং:-দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


cherry-blossom-7889717_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর শিক্ষণীয় একটি পোস্ট করব। পোস্টটি হচ্ছে দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে। আমরা মানুষ সবাই পরিবার গত ভাবে বসবাস করি। এবং একে অন্যের সাথে সুখ দুঃখ আদান প্রদান করি। আর সংসার আছে বিদায় পৃথিবী এতো সুখের। সবাই সংসারে বসবাস করেন। আর এই সংসার জীবনে অনেক ধরনের বাঁধা থাকে।

বাঁধা বলতে চোখ দুঃখ এগুলো নিয়ে সংসার হয়ে থাকে। তবে বিশেষ করে যারা দুঃখ ও ঘৃণা এবং ভয়কে বরণ করে সংসার করে তাদের সংসার সুখী হয়। যেমন দেখেন সংসার জীবনে দুঃখ থাকে। সুখকে মানুষ হাসিমুখে বরণ করে। আর দুঃখকে মানুষ কষ্টের সাথে স্মরণ করে। কারণ প্রত্যেক সংসার জীবনে দুঃখ আছে। আর দুঃখ আছে বিদায় সংসার জীবন সুখের এত কদর থাকে। তাই দুঃখ হচ্ছে সংসার জীবনের একটি অংশ।

আবার অনেক সময় দেখা যায় সংসার জীবনে ঘৃণা থাকে। কারণ বসবাস করার সময় একজনের উপর একজন ঘৃণা জন্ম নিয়ে থাকে। আর এই ঘৃণার কারণে অনেক সময় সংসার নষ্ট হয়ে যায়। কারণ ঘৃণার কারণে অনেক সময় একজনকে একজন মান ইজ্জত দেয় না। কারণ ঘৃণা হচ্ছে একটি খারাপ দিক। এই ঘৃণা মানুষকে অনেক সময় পশু বানিয়ে ফেলে।

আবার সংসার জীবনে অনেকে ভয় করে। যারা ভয় কে জয় করে তারা সুখী হয়। কারণ ভয় এমন একটি জিনিস মানুষ কোন কাজের সামনে পা দিতে অনেক চিন্তা করে। ভয়ের কারণে অনেক সময় মানুষ সফল হয় না। আর সংসার জীবনে ভয় থাকে বেশি। হয়তো চলার পথে কোন কারণে মানুষ ভয় পেয়ে থাকে। দুঃখ ঘৃণা এবং ভয় এগুলোকে হাসিমুখে বরণ করতে পারলে সুখী হওয়া যায়।

কারণ সংসার জীবনের সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে দুঃখ ঘৃণা এবং ভয়। এগুলোর কারণে মানুষ অনেক সময় অনেক কষ্ট করে। তাই আমি মনে করি এগুলোকে জয় করতে পারলে মানুষ সকল কাজে বা সংসার জীবনে সুখী হয়। আর এই কষ্টগুলো আছে বিদায় মানুষের জীবনে চোখের এত কদর পাওয়া যায়। অনেক সময় দুঃখ-এবং ঘৃণা এর কারণে মানুষ নিজের জীবনের উপর অতিষ্ঠ হয়ে যায়। আর ভয় করে বিধায় মানুষ খারাপ কাজের দিকে এগিয়ে যায় না।

এই কারণে সংসার জীবনে এই তিনটি দিক যদি মানুষ হাসিমুখে বরণ করতে পারে তাহলে সংসার জীবনে তারা সুখী হয়। আর সংসার জীবন যারা সুখী হয় তারাই প্রকৃত সুখী। তবে এই তিনটি জিনিসকে সবাই চেষ্টা করতে হবে হাসিমুখে বরণ করার জন্য। হাসিমুখে বরণ করলে সব কিছু অনেক সুন্দর হয়ে যায়। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাকে অনেক ভালো লাগবে। আশা করি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 2 months ago 

যে মানুষগুলো দুঃখ, ঘৃণা এবং ভয়কে মেনে নিতে পারে না, সেই মানুষগুলোর সংসারে কখনোই শান্তি নেমে আসে না। দুঃখ, ঘৃণা এবং ভয়কে আমাদেরকে অবশ্যই হাসিমুখে বরণ করতে হবে। তবেই আমাদের সংসার জীবনে শান্তি নেমে আসবে। সংসার জীবনে সুখী হওয়ার জন্য এগুলোকে মেনে নেওয়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দুঃখ আসলেই সংসার জীবনের একটা অংশ। এটা আমাদের সংসার জীবন অবশ্যই আসবে। কিন্তু এটাকে মেনে নিতে হবে হাসিমুখে। ঘৃণা এবং ভয়টাও এরকমই। অনেক সুন্দর করে লিখেছেন আপনি আজকের এই পোস্টটা।

 2 months ago 

আপনি আমার পোস্ট পড়ে অনেক সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে। সত্যি এই ধরনের মন্তব্য শুনে অনেক ভালো লাগে।

 2 months ago 

সংসার জীবনে দুঃখ ,ঘৃণা ও ভয় থাকবেই। এগুলোকে হাসিমুখে যে মেনে নিতে পারবে তার সংসারেই সুখ শান্তি থাকবে। ভয়কে জয় করে নিতে হবে। আর যারা সংসার জীবনে দুঃখ ঘৃণা ও ভয়কে মেনে নিতে পারে না তাদের জীবনে কখনোই সুখ শান্তি আসতে পারে না। একটি সংসারের সুখশান্তি আনতে হলে অনেক কিছু আমাদেরকে সেক্রিফাইস করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি জেনারেল রাইটিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলে আপু দুঃখ এবং ঘৃণা ও ভয় যারা জয় করতে পারে তারাই সুখী হয়। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 months ago 

সংসার ব‍্যাপার টাই টিকে থাকে ত‍্যাগের উপর ভিওি করে। যদি কারো মধ্যে ত‍্যাগ করার মানসিকতা না থাকে তাহলে তার সংসারের মধ্যে হিংসা ঘৃণা নিত্যনতুন ঝামেলা লেগেই থাকবে এটা স্বাভাবিক। চমৎকার লিখেছেন আপু। আজকাল এমনটা সব জায়গাই হচ্ছে। একেবারে বাস্তবতা তুলে ধরেছেন আপনি।

 2 months ago 

কিছু কিছু মানুষের ক্ষেত্রে দুঃখ ঘৃণা ভয় এগুলো বেশি কষ্ট দিয়ে থাকে। সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

পরিবারে টিকে থাকতে হলে দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে হবে।এগুলো যারা বরন করতে পারে তারাই সংসার জীবনে সুখী হতে পারে। চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আসলে আপু সব কিছু ক্ষেত্রে দুঃখ, ঘৃণা এবং ভয়কে যারা হাসিমুখে বরণ করতে পারে তারাই সুখী। ভালো থাকবেন আপু।

 2 months ago 

এই সমাজে যে মানুষগুলো দুঃখ ঘৃণা এবং ভয়কে মেনে নিতে পারবে, সেই মানুষগুলো সংসারে শান্তি থাকবে। আর যে মানুষগুলোর মধ্যে দুঃখ ঘৃণা ও ভয় থাকবে না সে মানুষগুলোর জন্য কখনোই সংসারে শান্তি নেমে আসবে না। সংসার জীবনে দুঃখ ঘৃণা ও ভয় থাকবেই সেগুলো আমাদের হাসি মুখে মেনে নিতে হবে। দুঃখ আসলেই সংসার জীবনের একটা অংশ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি জেনারেল রাইটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর করে মন্তব্য করার জন্য। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগে।

 2 months ago 

আমার মন্তব্য ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে আমাদের জীবনে সুখ-শান্তি, দুঃখ সব কিছুই রয়েছে এবং এই সবকিছুকে যদি আমরা একসাথে গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দরভাবে নিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে৷ এই সমাজে যে মানুষগুলো তাদের দুঃখ, কষ্ট, ঘৃণা, ভয়কে মেনে নিয়ে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারাই প্রকৃত সুখী৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59007.15
ETH 2493.89
USDT 1.00
SBD 2.46