DIY || এসো নিজে করি || 🖌️🖌️ পোস্টার রং দিয়ে আঁকা একটা তুলির সুন্দর পেইন্টিং 🎨🎨 ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই তুলির আর্ট।

IMG-20220129-WA0016.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

আঁকার বিবরণ

🖌️ ধাপ ১ 🖌️

প্রথমে একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই খাতাটার একপাশে পেন্সিল দিয়ে রং করার তুলির ডাটের মত করে এঁকে নিলাম।

🖌️ ধাপ ২ 🖌️

তারপর একটা কাগজের মধ্যে সুন্দরভাবে মাঝখানে পাকা করে কেটে নিলাম। তারপর সেই কাগজটাকে খাতার উপরে রেখে সুন্দরভাবে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নিলাম।

🖌️ ধাপ ৩ 🖌️

কাপড় কাটা কাগজটার মাঝখানে গারো নীল রং আর হালকা নীল রং দিয়ে সুন্দর ভাবে পুরোটা রং করে নিলাম।

🖌️ ধাপ ৪ 🖌️

তারপর সেই নীল রঙের উপরে সাদা রঙের ছোট ছোট কিছু ফটো দিয়ে তারার মতো রং করে নিলাম।

🖌️ ধাপ ৫ 🖌️

তারপর সেই রঙের দু'পাশে পেন্সিল দিয়ে দুটো সুন্দর গাছ এঁকে নিলাম।

IMG_20220126_162209.jpg

🖌️ ধাপ ৬ 🖌️

তারপর কালো রং দিয়ে নীল রংয়ের একপাশে সুন্দরভাবে বড় একটা নারিকেল গাছ রং করে নিলাম।

IMG_20220126_162332.jpg

IMG_20220126_162701.jpg

IMG_20220126_162825.jpg

🖌️ ধাপ ৭ 🖌️

তারপর অপর পাশে কালো রং দিয়ে আরও একটা ছোট নারিকেল গাছ সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20220126_163308.jpg

IMG_20220126_163317.jpg

🖌️ ধাপ ৮ 🖌️

তারপর সাদা রং দিয়ে দুটো নারিকেল গাছের উপরে সুন্দরভাবে আবার হালকা হালকা ভাবে রং করে নিলাম।

IMG_20220126_163624.jpg

IMG_20220126_163920.jpg

IMG_20220126_163924.jpg

🖌️ ধাপ ৯ 🖌️

তারপর মাস্কিং টেপ গুলো সরিয়ে আলগা কাগজটাকে উপর থেকে সরিয়ে নিলাম।

IMG_20220126_164038.jpg

IMG_20220126_164110.jpg

IMG_20220126_164250.jpg

🖌️ ধাপ ১০ 🖌️

তারপর পেন্সিলের দাগের তুলির ডাটের একপাশে হালকা হলুদ আর কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20220126_164952.jpg

IMG_20220126_165707.jpg

🖌️ ধাপ ১১ 🖌️

তারপর মাঝখানে সাদা আর কালো রং দিয়ে আরও কিছুটা অংশ সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20220126_170234.jpg

IMG_20220126_170303.jpg

🖌️ ধাপ ১২ 🖌️

তারপর একেবারে উপরের অংশে হলুদ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তারপর হলুদ রংয়ের পাশে কালো রং দিয়ে কিছুটা রং করে নিলাম।

IMG_20220126_170642_mfnr.jpg

IMG_20220126_171259_mfnr.jpg

IMG_20220126_171316_mfnr.jpg

🖌️ ধাপ ১৩ 🖌️

আমার তুলির ডাটের উপরের অংশের নীল রং দিয়ে সুন্দর ভাবে রং করে নিলাম। এইভাবে সুন্দর একটা তুলি রং করা শেষ করলাম।

IMG_20220126_172314_mfnr.jpg

IMG_20220126_172330_mfnr.jpg

IMG_20220126_172533_mfnr.jpg

🖌️ শেষ ধাপ 🖌️

এইভাবে রং করার তুলির অনেক সুন্দর ভাবে পেইন্টিং করে নিলাম। আশা করব আমার তুলির পেইন্টিং আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG-20220129-WA0010.jpg

IMG-20220129-WA0012.jpg

IMG-20220129-WA0011.jpg

তুলির পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220129-WA0001.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

🖌️ ধন্যবাদ সবাইকে 🎨

Sort:  
 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

পোস্টার রং দিয়ে আঁকা একটা তুলির সুন্দর পেইন্টিং আপনি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন । আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago (edited)

অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন আপু।

আজ ভিন্নধর্মী একটি আর দেখতে পেলাম। এর প্রশংসা না করলেই নয়। আসলেই তুলির আর্টটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে সব সময় শেয়ার করার জন্য।
আশা করি পরবর্তীতে আমরা এমন সুন্দর সুন্দর আর দেখতে পাবো।

শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ আপু 😍😍

পোস্টার রং দিয়ে আঁকা একটা তুলির সুন্দর পেইন্টিংটি অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে ব্রাশটি অংকন করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

আপু পোস্টার রং দিয়ে আপনি তুলির একটি চমৎকার পেইন্টিং করেছেন। তুলিটিকে প্রথমে দেখে আমি ভেবেছিলাম যে সত্যি কারের তুলি। কিন্তু না পরে দেখলাম যে আপনি তুলিটিকেও আর্ট করেছেন। এক কথায় আপনার আর্টটি অসাধারন লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

তুলিটি আর্ট করতে আমার নিজের কাছেও অসাধারণ লাগলো।
আপনার ভালো লাগলো জেনে খুব খুশি হলাম 😍😍

 2 years ago 

  • এটি সেরা ছিল! অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। খুব চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছ।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনি পোস্টার রং দিয়ে অসাধারন একটি প্রিন্টিং আমাদেরকে উপহার দিয়েছেন। আর আপনার তুলির পেইন্টিংটি দেখতে দারুন লাগছে। সত্যিই অসাধারণ ছিল আর এত সুন্দর একটি রং তুলির পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

 2 years ago 

পোস্টার রং দিয়ে সুন্দর একটি তুলির চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র দেখে মনে হয় একজন দক্ষ বাস্তববাদী শিল্পী। যার হাতে এত সুন্দর শৈল্পিক চিত্র অঙ্কিত হয়। ধাপে ধাপে এমন উপস্থাপন নিশ্চয়ই প্রশংসার দাবিদার। ধন্যবাদ শ্রদ্ধেয়, আমন্ত্রণ ও শুভকামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য😍😍

 2 years ago 

আপনার প্রতিটি চিত্র অংকন এর দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। রং করা তুলির পেইন্টিং যথেষ্ট সুন্দর হয়েছে। আপনার আর্ট দক্ষতা অনেক গুণ বেড়ে গিয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

পোস্টার রং দিয়ে আপনি খুব সুন্দর করে একটি তুলি অঙ্কন করেছেন । দেখে একদম বাস্তব রং করা তুলির মত মনে হচ্ছিল আপু । ধাপে ধাপে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন আপু , বুঝতে খুবই সহজ হয়েছে । ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

পোস্টার রঙ দিয়ে সুন্দর একটি তুলি এঁকেছেন।খুব ভালো লাগলো আমার কাছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে 🤩🤩

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45