DIY || এসো নিজে করি || পোস্টার রং দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যর পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং এঁকে দেখাবো। এরকম পেইন্টিং গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম পেইন্টিং গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা পেইন্টিং করে দেখাবো। তাই আজকে আমার আঁকা পেইন্টিংটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই পেইন্টিং।

IMG-20211129-WA0033.jpg

আঁকার উপকরণ :

✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

IMG-20211123-WA0035.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই খাতাটার দুপাশে মাস্কি টেপ লাগিয়ে নিলাম। তারপর পেন্সিল দিয়ে সেই খাতার উপরে সুন্দরভাবে কিছু স্কেচ এঁকে নিলাম।

IMG-20211123-WA0039.jpg

IMG-20211123-WA0042.jpg

ধাপ ২ :

তারপর ওপরের কিছু অংশে হলুদ রং দিয়ে রং করে নিলাম। তারপর সেই হলুদ রঙের সাথে হালকা কিছু লাল রঙ মিশিয়ে দিলাম।

IMG-20211123-WA0040.jpg

IMG-20211123-WA0036.jpg

IMG-20211123-WA0045.jpg

ধাপ ৩ :

তারপর উপরের দিকে দূরের অংশের সবুজ আর কালো রং মিশিয়ে হালকা ছোট ছোট কিছু ঘাস রং করে নিলাম।

IMG-20211123-WA0044.jpg

IMG-20211129-WA0004.jpg

ধাপ ৪ :

তারপর সেই ছোট গাছগুলো নিচে সবুজ রং দিয়ে সুন্দর দূরের মাঠটাকে রং করে নিলাম। তারপর সেই রং এর উপরে হালকা হলুদ রং দিয়ে রং করে নিলাম।

IMG-20211129-WA0003.jpg

IMG-20211129-WA0005.jpg

IMG-20211129-WA0002.jpg

IMG-20211129-WA0006.jpg

ধাপ ৫ :

তারপর হলুদ লাল রং মিশিয়ে নিচের সুন্দর একটা নদী রং করে নিলাম। তারপর সুন্দরভাবে তার উপরে সাদা রং দিয়ে মিশিয়ে নিলাম। এইভাবে অনেক সুন্দর একটা নদী রং করে নিলাম।

IMG-20211129-WA0008.jpg

IMG-20211129-WA0001.jpg

IMG-20211129-WA0009.jpg

IMG-20211129-WA0010.jpg

ধাপ ৬ :

তারপর সেই নদীটার নিচের অংশে সবুজ রং দিয়ে সুন্দরভাবে দুপাশে রং করে নিলাম।

IMG-20211129-WA0011.jpg

IMG-20211129-WA0012.jpg

ধাপ ৭ :

তারপর সেই সবুজ রং এর উপরে হলুদ রং দিয়ে ছোট ছোট কিছু ঘাস রং করে নিলাম। তারপর নদীর দিকে চিকন চিকন কিছুটা ঘাস ও করে নিলাম।

IMG-20211129-WA0030.jpg

IMG-20211129-WA0029.jpg

IMG-20211129-WA0000.jpg

ধাপ ৮ :

তারপর মাঝখানের সুন্দর একটা সেতু আঁকার জন্য পুরো সেতু টাকে কফি কালার রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তারপর সেতুর নিচের দিকে ছোট্ট একটা রাস্তা ও রং করে নিলাম।

IMG-20211129-WA0015.jpg

IMG-20211129-WA0016.jpg

IMG-20211129-WA0017.jpg

IMG-20211129-WA0018.jpg

ধাপ ৯ :

তারপর সে রঙের উপরে হালকা খইরি কালার রং দিয়ে রং করে নিলাম। তারপর তার উপরে হালকা হলুদ কালার দিয়ে রং করে নিলাম।

IMG-20211129-WA0019.jpg

IMG-20211129-WA0014.jpg

IMG-20211129-WA0020.jpg

IMG-20211129-WA0021.jpg

ধাপ ১০ :

তারপর সে সেতুর সাথে কালো রং দিয়ে সেতু দিয়ে যাওয়ার জন্য সেতুর সাথে কিছু সুন্দর ভাবে লাঠির মত করে রং করে নিলাম। যাতে সেতুর দুপাশ দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG-20211129-WA0022.jpg

IMG-20211129-WA0023.jpg

IMG-20211129-WA0024.jpg

ধাপ ১১ :

তারপর নদীর উপরের দিকে সবুজ ঘাসের উপরে ছোট্ট দুটো গাছের ডাল কালো রং দিয়ে রং করে নিলাম। তারপর সেই গাছের ডালের উপরে সবুজ রং দিয়ে ছোট ছোট করে পাতা রং করে নিলাম।

IMG-20211129-WA0026.jpg

IMG-20211129-WA0027.jpg

IMG-20211129-WA0028.jpg

ধাপ ১২ :

তারপর বড় গাছটার ওপরে লাল রং দিয়ে পাতাগুলো রং করে নিলাম। তারপর ছোট গাছের উপরে কমলা কালার রং দিয়ে রং করে নিলাম। তখন দুটো গাছ দেখতে অনেক সুন্দর দেখা যায়।

IMG-20211129-WA0013.jpg

IMG-20211123-WA0041.jpg

ধাপ ১৩ :

তারপর নদীর অপর পাশে বড় একটা গাছ রং করার জন্য কালো রং দিয়ে গাছের ডালগুলো রং করে নিলাম। তারপর সেই গাছের কিছু ছোট ছোট ঢাল বের করে নিলাম।

IMG-20211123-WA0037.jpg

IMG-20211123-WA0034.jpg

IMG-20211123-WA0046.jpg

ধাপ ১৪ :

তারপর সেই গাছের ডালের মধ্যে সবুজ রঙের ছোট ছোট কিছু পাতা রং করে নিলাম। তারপর সেই পাতার উপরে হলুদ রং দিয়ে আরো একটু গাঢ় তালার করে নিলাম।

IMG-20211123-WA0047.jpg

IMG-20211123-WA0043.jpg

IMG-20211123-WA0049.jpg

ধাপ ১৫ :

তারপর এভাবে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য রং করে নিলাম। তারপর সেই দৃশ্য আঁকা হয়ে গেলে দুপাশ থেকে টেপ গুলো তুলে নিলাম। তখন দৃশ্যটা দেখতে আরো অনেক সুন্দর দেখা যায়।

IMG-20211123-WA0048.jpg

IMG-20211123-WA0051.jpg

শেষ ধাপ :

এইভাবে পোস্টার রং দিয়ে অনেক সুন্দর একটা পেইন্টিং তৈরি করে নিলাম। আশা করি আপনাদের সকলের এই পেইন্টিং টা খুব ভালো লাগছে।

IMG-20211129-WA0036.jpg

IMG-20211129-WA0035.jpg

IMG-20211129-WA0037.jpg

IMG-20211129-WA0031.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211129-WA0034.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপু আপনি পোস্টার রং দিয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যর পেইন্টিং করেছেন যা দেখার মতো। নদীর উপর দিয়ে অনেক সুন্দর করে সেতু বানিয়েছেন। আপনার প্রশংসা করতে হয় আমার ভিশন পছন্দ হয়েছে। এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে প্রকৃতির চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে আপু। বিশেষ করে ঝুলন্ত ব্রিজ অঙ্কন আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে একদম বাস্তবের মতোই লাগছে। আপনি দারুন ভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আপনি পেইন্টিং করেছেন। আসলে অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল। আপনার পেইন্টিং গুলো আমার খুবই ভালো লাগে আপু। আপনার হাতের কাজ অনেক পরিষ্কার

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া একটা সুন্দর একটা কমেন্ট করার জন্য‌। আপনার কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আপনার জন্যও অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

কি বলবো আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মধ্যে শেয়ার করেছেন যা দেখে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়েছি। আপনার চিত্রাংকন সত্যি অনেক সুন্দর হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুবই গোছালোভাবে আপনি শেয়ার করেছেন যা সত্যিই একজন ক্রিয়েটিভ মানুষের দ্বারাই সম্ভব হয়। যাইহোক আপু আপনার জন্য অনেক শুভকামনা রইলো আশা করছি এভাবেই আমাদের মধ্যে আরও সুন্দর সুন্দর চিত্রাংকন শেয়ার করবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি চেষ্টা করে যাবো যাতে আপনাদেরকে আরও সুন্দর কিছু উপহার দিতে পারি ধন্যবাদ আপু

 3 years ago 

আমার আসলে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। মানুষের হাতের কাজ এত সুন্দর হয় কিভাবে? অসাধারণ পেইন্টিং করেছেন। যা সত্যি প্রশংসা করলেও কম হবে।

অসাধারণ ছিল আপনার প্রাকৃতিক দৃশ্য টি

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টগুলো আমার সত্যি খুব ভালো লাগে
শুভেচ্ছা নিবেন

 3 years ago 

শুভেচ্ছা রইল আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ সাথে শুভকামনা সবসময়ই

পাশে থাকলে পাশে পাবেন

 3 years ago 

আপু আপনি প্রাকৃতিক দৃশ্য খুব ভালোভাবে আয়ত্ত করেছেন দেখছি। আমার কাছে ব্রীজ অংকনের দৃশ্য খুব ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে। নদী বয়ে গেছে আর নদীর ওপর দিয়ে ছোট্ট একটি সেতু। আসলেই আপনার পেইন্টিং বাস্তবে উপভোগ করার মতোই সুন্দর। অনেক অনেক শুভকামনা রইল আপু 💚

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

 3 years ago 

পোস্টার রং দিয়ে খুবই সুন্দর পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখে আমি মুগ্ধ। আপনার প্রতিটা পেইন্টিং আমার খুবই ভালো লাগে। আপনার দক্ষতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার প্রতিটা পোস্ট এত সুন্দর ভাবে পড়ে কমেন্ট করার জন্য। আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে সুন্দর কিছু এঁকে দেখাতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

অসাধারন একটি ড্রয়িং শেয়ার করেছেন আপু। আসলেই অনেক সুন্দর ছিল ড্রয়িং টি। সব সময় খুব সুন্দর সুন্দর ড্রইং আমাদের সাথে শেয়ার করেন। গাছগুলো এবং অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর হবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

বাহ আপু জল রং ব্যবহার করে অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার করেছেন। তা দেখে খুবই ভালো লাগলো। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68857.19
ETH 2715.71
USDT 1.00
SBD 2.72