DIY || এসো নিজে করি || 🛋️🛋️ রঙিন কাগজ দিয়ে সুন্দর সোফা সেট তৈরি 🛋️🛋️ ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা সোফা সেট বানিয়ে দেখাবো। এরকম সোফা সেটটা বানাতে আমার খুব ভালো লেগেছে। তাই সব সময়র মত সোফা সেটটি বানানোর চেষ্টা করলাম। যাতে সুন্দর কিছু বানাতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা সোফা সেট বানিয়ে দেখাবো। তাই আজকে আমার নিজের হাতে সোফা সেট বানিয়ে আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই সোফা সেট।

20220128_190708.png

উপকরণ :

✓ রঙিন পেপার
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ ঘাম
✓ কাঁচি

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা গোলাপি রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে চারকোনা করে সুন্দরভাবে ভাজ করে নিলাম।

IMG_20220125_123455.jpg

ধাপ ২ :

তারপর সে গোলাপি চার কোনার রঙিন পেপার টাকে আরো কিছু ছোট ছোট করে ভাজ করে নিলাম।

IMG_20220125_123602.jpg

IMG_20220125_123832.jpg

IMG_20220125_123901.jpg

ধাপ ৩ :

এইভাবে গোলাপি রঙিন কাগজ তাকে ভাঁজ করে করে ছোট একটা বাক্সের মতো করে তৈরি করে নিলাম।

IMG_20220125_123935.jpg

IMG_20220125_123946.jpg

ধাপ ৪ :

তারপর গোলাপি বাক্স টা থেকে একটু ছোট আরো একটা আকাশী কালারের রঙিন পেপার দিয়ে বাক্স তৈরি করে নিলাম।

IMG_20220125_124251.jpg

IMG_20220125_124800.jpg

IMG_20220125_125120.jpg

ধাপ ৫ :

তারপর সেই ছোট আকাশী কালারের বাক্সটাকে গোলাপি কালারের বড় বাক্স সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20220125_125505.jpg

IMG_20220125_131414.jpg

IMG_20220125_131422.jpg

ধাপ ৬ :

তারপর আরো একটা গোলাপী রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর সেই গোলাপী রঙের কাগজটাকে লম্বা আরও একটা বাক্সের মতো তৈরী করে নিলাম।

IMG_20220125_140326.jpg

IMG_20220125_140711.jpg

IMG_20220125_143050.jpg

ধাপ ৭ :

এইভাবে আরও একটা আকাশী কালারের লম্বা বাক্স তৈরি করে নিলাম। তারপর দুটো বাক্স কে একসাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20220125_143059.jpg

IMG_20220125_143109.jpg

IMG_20220125_143131.jpg

ধাপ ৮ :

তারপর ছোট দুটো গোলাপি রঙিন কাগজ আর একটা লম্বা রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর সেই রঙিন কাগজ গুলো কে ছোট বাক্সের চারপাশে সুন্দরভাবে লাগিয়ে নিলাম।

IMG_20220125_144429.jpg

IMG_20220125_144537.jpg

IMG_20220125_144758.jpg

ধাপ ৯ :

এই ভাবেন ছোট রঙিন কাগজ গুলোতে ভাগশেষ সাথে লাগানোর কারণে তখনো গুলোকে দেখতে সোফা সেটের মতো মনে হয়।

IMG_20220125_145312.jpg

IMG_20220125_145335.jpg

IMG_20220125_145400.jpg

ধাপ ১০ :

পর আরও একটা আকাশে কালারের রঙিন কাগজ কে চিকন চিকন করে কেটে নিলাম। তারপর সেই চিকন কাগজ তাকে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20220125_145803.jpg

IMG_20220125_150426.jpg

IMG_20220125_150500.jpg

ধাপ ১১ :

তাপস এই ফুলটাকে সোফার টেবিলের উপরে সাজিয়ে রাখলাম। তারপর একটা সাদা কাগজের মধ্যে সোফা গুলোকে সুন্দরভাবে গাঘ দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20220125_151223.jpg

IMG_20220125_151357.jpg

IMG_20220125_152020.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর এক সেট সোফা তৈরি করে নিলাম। আশা করব আপনাদের সকলের আমার তৈরি করা সোফাসেট আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

IMG-20220127-WA0012.jpg

IMG-20220127-WA0010.jpg

IMG-20220127-WA0006.jpg

IMG-20220127-WA0008.jpg

সোফা সেট সহ আমার একটি ছবি

IMG-20220127-WA0014.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

🛋️ ধন্যবাদ সবাইকে 🛋️

Sort:  
 2 years ago 

অসাধারন ,অসাধারন একটি পোষ্ট। দেখে আমি মুগ্ধ হলাম। আমি আশা করি এই রকম ভালো ভালো শিল্প আমাদের মাঝে তুলে ধরবেন।অনেক শুভ কামনা রইল আপু

 2 years ago 

চেষ্টা করব
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 
  • রঙিন কাগজ দিয়ে সোফা সেট তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। সোফা সেট তৈরির পদ্ধতি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক দক্ষতার সাথে দারুন সোফা সেট তৈরি করেছেন। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে সোফা সেট সত্যি অনেক সুন্দর হয়েছে আপু ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে সোফা সেট তৈরি করেছেন এবং কীভাবে তৈরি করেছেন তা আমাদের মাঝে উপস্থাপন করে বর্ণনা করেছেন। আপনার প্রতিটি কাজ আমার খুব ভালো লাগে কেননা আপনি নিখুঁতভাবে দক্ষতার সহিত কাজগুলো সম্পন্ন করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

অসাধারণ বানিয়েছেন তো আপু। দেখে ইচ্ছে করছে আমার বাসায় নিয়ে আসি এটি 😂😂 খুব সুন্দর করে বানিয়েছেন আপু। টেবিলের উপর ফুলটি এবং বইটি খুব সুন্দর লাগছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন সবকিছু। রঙিন কাগজের কম্বিনেশন খুব সুন্দর ভাবে করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল🥰

 2 years ago 

যদি সত্যি কারের সোফা সেট হতো তাহলে আমাদের অন্য রুমে রেখে দিতাম।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু 😍🤩

 2 years ago 

এত সুন্দর লাগছে পুরো আয়োজনটা 👌👌। সবচেয়ে সুন্দর লাগছে লাল আর নীল এর কম্বিনেশনের জন্য। চমৎকার ফুটে উঠেছে। আর দিদি বিশ্বাস করুন মনে হচ্ছে না এগুলো কাগজ দিয়ে তৈরি সোফা সেট। একদম অরজিনাল লাগছে 🥰🤗।

 2 years ago 

সোফা সেট টা আসলেই আমার নিজের কাছেও অসাধারণ লেগেছে।
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗

খুবই সুন্দর লাগছে আপু সোফা সেটটি দেখতে। আপনার সৃজনশীল কাজ গুলো সবসময় প্রশংসার দাবি রাখে। ইউনিক আইডিয়া নিয়ে আপনি উপস্থাপন করেন নিজেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করবার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি সোফা সেট আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। সত্যি আপনার প্রশংসা করতে হয়। প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য

অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে রঙিন কাগজ দিয়ে সুন্দর সোফা সেট তৈরি । লাল রঙের সাথে নীল রং অনেক সুন্দর লাগছে । তার সাথে বই রেখে আরো সুন্দর লাগছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সোফা সেট উপহার দেওয়ার জন্য ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

বাহ খুব সুন্দর এবং ইউনিক ছিল আপনার সোফা টা। রঙিন কাগজ দিয়ে যে এতো সুন্দর সোফা তৈরি করা যায় এটা সত্যি আমার অজানা ছিল। দারুণ তৈরি করেছেন এটা। এবং খুবই সুন্দরভাবে সেটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

সুন্দর ছিলো ছোপা বানানোর প্রক্রিয়া।আর শেষের লুকটি অসাধারণ ছিলো একদম নিখুঁত।ধন্যবাদ এতসুন্দর কিছু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59367.33
ETH 3172.01
USDT 1.00
SBD 2.43