DIY (এসো নিজে করি) জলরং দিয়ে ডিজাইনিং পেইন্টিং এর ভিতরে আমার বাংলা ব্লগ লিখলাম ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের আর্ট। এই রকম ছোট ছোট আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। সেই আর্টগুলো আপনাদের সাথে ভাগ করে নিতেও খুব ভালো লাগে। এভাবে অনেক সুন্দর সুন্দর আর্ট আঁকার চেষ্টা করি আমি। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

IMG_20211107_220323.jpg

আঁকার উপকরণ :


• আঁকার বই
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পেন্সিল
• রাবার

IMG_20211101_220941.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা আর্ট খাতা নিয়ে নিলাম। তারপর সেই কথাটার মধ্যে সুন্দরভাবে ছোট করে একটা ফুল এঁকে নিলাম। তারপর তার পাশে ছোট ছোট করে কিছু পাতা থেকে নিলাম।

IMG_20211101_221358.jpg

IMG_20211101_221442.jpg

ধাপ ২ :

তারপর গোল করে একটা বৃত্ত এঁকে নিলাম। তারপর তার পাশে ছোট ছোট করে গোল গোল ফুল একে নিলাম। তারপর এই ফুল গুলোর সাথে বড় করে একটা শাপলা ফুলের মত করে এঁকে নিলাম।

IMG_20211101_221609.jpg

IMG_20211101_221643.jpg

ধাপ ৩ :

তারপর গোল বৃত্ত টার চারপাশে ছোট ছোট ফুল গুলোকে হলুদ রং দিয়ে রং করে নিলাম। তারপর হলুদ ফুল গুলোর পাশে পাশে অন্য কালার রং করে নিলাম।

IMG_20211101_221710.jpg

IMG_20211101_221736.jpg

IMG_20211101_221808.jpg

ধাপ ৪ :

তারপর নিচের সবুজপাতা গুলোকে সুন্দরভাবে রং করে নিলাম। তারপর ছোট ছোট পাতাগুলো সাথে কিছু গাছের ডাল রং করে নিলাম। তারপর সেই পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211101_221848.jpg

IMG_20211101_222019.jpg

ধাপ ৫ :

তারপর পাতাগুলোর মাঝখানে থাকা নিচে ছোট ফুলটা গোলাপি রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তখন সেই ফুলটা দেখতে আরো অনেক সুন্দর লাগে। তারপর সেই ফুলের সাথে লাল রং দিয়ে ছোট ছোট কিছু দাগ নং করে নিলাম।

IMG_20211101_222032.jpg

IMG_20211101_222051.jpg

ধাপ ৬ :

তারপর উপরে আঁকা ছোট শাপলা ফুলটি সুন্দর ভাবে রং করে নিলাম। তারপর চারপাশে হলুদ আর নীল রং দিয়ে রং করে নিলাম। মাঝখানে জায়গাটা খালি রেখে ছিলাম। জাতে ওঠার মধ্যে সুন্দরভাবে কিছু লিখতে পারি।ষ

IMG_20211101_222108.jpg

IMG_20211101_222133.jpg

ধাপ ৭ :

তারপর মাঝখানের খালি জায়গাটার মধ্যে আমার বাংলা ব্লগ পেন্সিল দিয়ে লিখে নিলাম। তারপর সেই লেখাটা কে সুন্দরভাবে রং করে নিলাম। তখন ফুলের মধ্যে আমার বাংলা ব্লগ দেখতে অনেক সুন্দর লাগ

IMG_20211101_222143.jpg

IMG_20211101_222205.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা আর্ট করে নিলাম। এই আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি এই আর্ট আপনাদের খুব ভাল লাগবে।

IMG_20211107_220603.jpg

IMG_20211107_220446.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG_20211107_220405.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

জলরঙ এর ছবি গুলো দেখতে আমার খুব ভালো লাগে আপু। যদিও আমি খুব একটা পারিনা। আপনার নাম লিখাটি অনেক সুন্দর হয়েছে জলরঙ এর উপর। অনেক শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

আপনিতো পেন্সিল দিয়ে খুবই নিখুঁতভাবে আঁকেন আপু। আর্টটা সুন্দর হয়েছে বিশেষ করে উপস্থাপনাটা। আমি প্রথমে বুঝতেই পারিনি যে সুপারির উপরে রেখে ছবি তুলেছে। আমি প্রথমে মনে করেছিলাম ছোট ছোট রঙিন পাথরের উপরে রেখে তুলেছেন। খুবই চমৎকার লেগেছে ব্যাপারটা। শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ্ খুবই সুন্দর হয়েছে আপনার এই পেইন্টিং টি। আর আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন আমাদের মাঝে এবং আমি খুব সহজেই ধাপগুলো বুঝতে পেরেছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার হাতের কাজ সত্যিই খুব সুন্দর। সুন্দর ডিজাইন করে তার মাঝখানে আমার বাংলা ব্লগ লিখেছেন সেটা খুবি অপূর্ব লাগছে।। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কাজ আমাদের সামনে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জল রং দিয়ে খুবই সুন্দর ডিজাইন পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যা দেখে খুব সহজে শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

জলরং দিয়ে নিত্যনতুন আঁকিবুঁকির মাধ্যমে আপনি সাড়া জাগিয়ে দিয়েছেন। ভালোই লাগছে আমার বাংলা ব্লগ এর ডিজাইন। শুভকামনা রইল আপনার জন্য আপু। 😍😍

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

জল রঙ এর ডিজাইন পেন্টিং এর মধ্যে আপনার লেখা আমার বাংলা ব্লগ খুব সুন্দর দেখাচ্ছে। আর আপনি ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু আপনার জল রং এর কাজ গুলো সবসময় আমার অনেক ভালো লাগে। কিন্তু আজকেরটি একটু বেশিই ভালো লেগেছে। তার কারণ আজকের পেইন্টিং এর মধ্যে আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি রয়েছে। আপনি সবসময় ই খুব দারুণ ভাবে জলরং এর পেইন্টিং গুলো করেন। যা দেখে একেবারে মুগ্ধ হতে হয়।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

আপু জলরঙ দিয়ে আপনি খুব সুন্দরভাবে আমার বাংলা ব্লগ লেখাটি ফুটিয়ে তুলেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আর প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনার আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

বাহ আপু সত্যি একটা প্রতিভাবান পোস্ট করেছেন আপনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে নিয়ে। যা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.031
BTC 60334.00
ETH 2571.82
USDT 1.00
SBD 2.56