DIY || এসো নিজে করি || 🏞️🏞️ পোস্টার রং দিয়ে আঁকা ঝর্নার পেইন্টিং 🏞️🏞️ ১০% @shy-fox এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।
আঁকার উপকরণ :
✓ ক্যানভাস বোর্ড
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ
আঁকার বিবরণ :
ধাপ ১ :
প্রথমে একটা ক্যানভাস বোর্ড নিয়ে নিলাম। তারপর সেই ক্যানভাস বোর্ডের চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।
ধাপ ২ :
প্রথমে ক্যানভাস বোর্ডের উপরের অংশে নীল রং দিয়ে রং করে নিলাম। তারপর আরেকটু নিচে হলুদ রং দিয়ে রং করে নিলাম।
ধাপ ৩ :
তারপর মাঝখানে নীল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তখন মাঝখানের অংশ দেখতে অনেক সুন্দর দেখায়।
ধাপ ৪ :
তারপর নীল অংশের দুপাশে কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। তখন অপর দুই পাশে দেখতে অনেক সুন্দর দেখায়।
ধাপ ৫ :
তারপর নীল অংশে সাদা রং দিয়ে সুন্দরভাবে ঝর্নার মত করে রং করে নিলাম। তখন সাদা রং দেওয়ার কারণে দেখতে মনে হয় উপর থেকে ছোট ছোট ঝরনা পড়তেছে।
ধাপ ৬ :
তারপর সেই ঝর্ণার পাশে কালো রং এর উপরে সবুজ রং দিয়ে ছোট ছোট ঘাসের মতো করে রং করে নিলাম।
ধাপ ৭ :
তারপর ঝর্নার অপর পাশে কালো রং এর উপরে আরো কিছু ছোট ছোট ঘাস রং করে নিলাম।
ধাপ ৮ :
তারপর সাদা রঙ নিয়ে ঝরনার নিচে পানির মতো করে ছোট ছোট ফোঁটার মতো করে রং করে নিলাম। তখন মনে হয় উপর থেকে যেন ঝরনার পানি পড়তেছে।
ধাপ ৯ :
তারপর কফি কালার রং নিয়ে ঝরনার দুপাশে ছোট ছোট করে কিছু পাথর রং করে নিলাম।
ধাপ ১০ :
তারপর কফি কালার এর উপরে কাল আর হলুদ রং দিয়ে রং করার কারণে দেখতে মনে হয় ছোট ছোট পাথরের মত।
ধাপ ১১ :
তারপর ঝর্নার দু'পাশের সবুজ ঘাস গুলোর উপরে হলুদ রং দিয়ে আরো একটু সুন্দর করে নিলাম। তখন ঘাসগুলো দেখতে আরো একটু সুন্দর দেখায়।
ধাপ ১২ :
তারপর সেই দু'পাশের ঘাসের উপরে ছোট ছোট করে দুটো গাছ রং করে নিলাম। তখন দু'পাশের গাছ গুলো ঢাল দেখতে অনেক সুন্দর দেখায়।
ধাপ ১৩ :
তারপর ঝরনার একপাশে কমলা কালার রং দিয়ে গাছের পাতা ছোট ছোট করে রং করে নিলাম। তারপর কমলা কালারের উপরে সবুজ রং দিয়ে অনেকগুলো পাতা রং করে নিলাম।
ধাপ ১৪ :
তারপর ঝর্নার অপর পাশে গাছটাকে ও লাল রং দিয়ে ছোট ছোট পাতা রং করে নিলাম। তখন গাছগুলো দেখতে অনেক সুন্দর দেখায়।
ধাপ ১৫ :
এভাবে অনেক সুন্দর একটা ঝর্ণার পেইন্টিং তৈরী করে নিলাম। তারপর সেই পেইন্টিং এর চারপাশ থেকে মাস্কিং টেপ সরিয়ে নিলাম
শেষ ধাপ :
এভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং তৈরি করে নিলাম। আশা করব আমার প্রিন্টিং আপনাদের সকলের অনেক ভালো লাগবে।
পোস্টার রং দিয়ে আঁকা ঝরনার পেইন্টিংটি মনমুগ্ধকর হয়েছে প্রকৃতির অপরূপ দৃশ্য ফুটে উঠেছে আপনার এই পেইন্টিংটি তে। কত নিখুঁতভাবে আপনি আপনার সৃজনশীলতা এই অংকন এর মাঝে ফুটে তুলেছেন তা দেখে আমরা মুগ্ধ। এমন একটি অঙ্কন করতে গেলে একটা মানুষকে কতটা প্রতিভাবান হতে হয় তা অনুমানযোগ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ঝর্ণার ছবি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
এক কথায় অপূর্ব হয়েছে ছবিটা। রঙের ব্যবহার প্রত্যেকটা স্টেপ শেয়ার করেছেন ভালো লাগলো দেখে। শুভকামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার প্রিন্টিং সত্যি খুব সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে অনেক ধৈর্য্য নিয়ে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি কিভাবে পেন্টিং করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া
অসম্ভব সুন্দর লাগছে আপনার পাহাড়ি ঝরনা ধারায় এই চিত্রটি। দেখে বোঝা যাচ্ছে না যে এটা কোন পেইন্টিং। মনে হচ্ছে যেন স্বর্গীয় কোন ঝড় না ধারা বেয়ে চলছে তার নিজ গতিতে।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে এত সহজ এবং সুস্পষ্টভাবে ধাপে ধাপে তুলে ধরার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য আপুটা।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
আপনার তৈরি পোস্টার রং দিয়ে আঁকা ঝর্নার পেইন্টিংটা দেখতে অসাধারন লাগছে আপু।আপনার আর্ট আমি যতোই দেখি ততোই মুগ্ধ হয়ে যাই। এতো সুন্দর আর্ট একটা মানুষ কিভাবে করতে পারে? আপনার হাতে সত্যি আর্টের জাদু আছে আপু। যাইহোক আপনি সুন্দর উপস্থাপন করেছেন পোস্টার রং দিয়ে আঁকা ঝর্নার পেইন্টিংটা। আপনার কাছে এ ধরনের আরো আর্ট আশা করছি। শুভকামনা আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য
পোস্টার রং দিয়ে খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। একদম প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে আপনার চিত্রের মাধ্যমে। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া
ওয়াও আপু আপনার ঝর্ণাটি দেখে মনে হচ্ছে যে একেবারে সত্যি কারের ঝরনা। মনে হচ্ছে যে গোসল করি। খুবই চমৎকার আর্ট করেছেন। আপনি তো বরাবরই সুন্দর আর্ট করেন । আপনার একদিনের আর্ট একেক রকমের সুন্দর হয়। আজকে আর্টটি অসাধারণ হয়েছে। বিশেষ করে কালারগুলো গাছের খুব চমৎকার লাগছে।
অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য
প্রকৃতির মাঝে থেকে ঝর্ণার পানি বয়ে আসছে তার চিত্র অঙ্কন করেছেন।জল রং বা পোস্টার রঙের কারনে দৃশ্য টি বেশি সুন্দর লাগছে। আপনার জন্য শুভকামনা রইলো আপু 🥰
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য
পোস্টার রং দিয়ে আঁকা ঝরনার পেইন্টিং জাস্ট ওয়াও খুবই সুন্দর হয়েছে সত্যি প্রশংসার দাবিদার কালার কম্বিনেশন সাধারণভাবে ফুটে উঠেছে ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা থাকলো
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
মনে হচ্ছে টিভিতে কার্টুন সিরিজ এর কোন দৃশ্য দেখছি বসে। অপূর্ব আঁকার হাত আপনার দিদি। দুই পাশে দুই রকমের গাছ এঁকেছেন, পাতা গুলো এবং ফুল গুলো ভিন্ন-ভিন্ন, এটা সবথেকে বেশি মনমুগ্ধকর লাগছে আমার কাছে।
অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর মন্তব্যের জন্য