রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি জিনিস তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত চেষ্টা করে সুন্দর জিনিসগুলো তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সব সময় ভিন্ন ধরনের পোস্টগুলো তৈরি করা আমি চেষ্টা করে থাকি। তাই আজকেও রঙিন কাগজে একটি ফুলের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম। এমনিতেই রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে অনেক সুন্দর দেখায়। বিশেষ করে এরকম সুন্দর ফুলের ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর দেখা। আর আমি যেইসব ওয়ালমেট তৈরি করি সব ওয়ালমেট গুলো আমাদের ঘরের সাজানোর চেষ্টা করি। আমার কাছে ঘরের চারপাশে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করে সাজিয়ে রাখতে অনেক ভালো লাগে। আজকে এই সুন্দর লাল হলুদ ফুলের ওয়ালমেট টি কিভাবে তৈরি করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার তৈরি করা ওয়ালমেট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ
✓ রঙিন পেপার
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
✓ কাঁচি
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ কেটে নিলাম। এরপর কাগজটি ভাঁজ করতে লাগলাম।
ধাপ - ২ :
এভাবে খুব সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে বেশ কয়েকটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৩ :
তারপরে একটা কালো কাগজ কেটে নিলাম। এভাবে বেশ কয়েকটা কালো কাগজ কেটে নিলাম কাঁচি দিয়ে।
ধাপ - ৪ :
তারপরে একটা কালো কাগজ নিয়ে লাঠি তৈরি করে নিলাম। এভাবে সবগুলো কালো কাগজ দিয়ে লাঠি তৈরি করে নিলাম।
ধাপ - ৫ :
তারপরে পেন্সিলের সাহায্যে লাঠিগুলো বাঁকা বাঁকা করতে লাগলাম। এভাবে সবগুলো লাঠি বাঁকা করে নিলাম।
ধাপ - ৬ :
তারপরে লাঠিগুলোর নিচের অংশ একটার সাথে আরেকটা জোড়া লাগাতে লাগলাম গাম দিয়ে। এভাবে প্রত্যেকটা লাঠি জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপরে একটা রঙিন কাগজ ভাজ করে নিয়ে কেটে পাতা বানিয়ে নিলাম। এভাবে কয়েকটা পাতা কেটে নিলাম।
ধাপ - ৮ :
এরপর লাঠিগুলোর উপরে গাম লাগিয়ে নিলাম। তারপরে প্রত্যেকটা ফুল লাঠিগুলোর উপরে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপরে লাঠিগুলোর মাঝখানের অংশে গাম দিয়ে পাতাগুলো জোড়া লাগিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো কাজটি করা শেষ করি। আশা করি আমার আজকের এই রঙিন কাগজের তৈরি ফুলের ওয়ালমেট আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে দেখতে।রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে ভিষন ভালো লাগে। আপনি সময় নিয়ে ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার ওয়ালমেটটি দেখতে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আমার রঙিন কাগজের ওয়ালমেট দেখতে সুন্দর হয়েছে বলে উৎসাহিত মূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। বেশ সুন্দর লাগছে আপু এটা যখন আপনি ঘরের দেওয়ালে লাগাবেন বেশ ফুটে উঠ বে। আপনাকে ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে ওয়ালম্যাট তৈরি করেছেন।
অলরেডি আমি ঘরের দেয়ালে ফুলের ওয়ালমেট লাগিয়ে ফেলেছে। দেখতে বেশ সুন্দর লাগতেছে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে কাগজের ফুল গুলো দেখে খুব ভালো লাগলো। ওয়ালমেট তৈরি করতে আপনার। অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে নিশ্চয়। এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার রঙিন কাগজের ওয়ালমেট নিয়ে এত সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট টি বেশ সুন্দর হয়েছে। এই কাজগুলো অনেক ভালে লাগে । ফুল এবং পাতাগুলো দেখতে অসাধারণ। সব মিলিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।
আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে সুন্দর দেখা যায়। এই ধরনের ওয়ালমেট ঘরে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন এই ধরনের ওয়ালমেট করে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেখতে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে অনেক সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার উৎসাহীতমূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসই তৈরি করা যায়। যেমন আপনার বানানো ওয়ালমেট কিন্তু অসাধারণ হয়েছে। অলমেট বানানোর প্রতিটি ধাপ বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে সুন্দর জিনিস তৈরি করা যায়। সুন্দর মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
https://twitter.com/bdwomen2/status/1668630723304247299?t=JVvwcYQTSRl4bQE2YhTo1A&s=19
আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে ভালো লাগে দেখতে ও চমৎকার লাগে। আপনি ঠিক বলেছেন রঙিন কাগজের ফুলগুলো দিয়ে ঘর সাজালে দেখতে খুব ভালো লাগে। সত্যি বলতে আপনার কাগজের ফুল তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে ওয়ালমেট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আমার রঙিন কাগজের ফুল তৈরি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ফুলের ওয়ালমেট
টি দেখতে অনেক সুন্দর হয়েছে আপু।এই ধরনের ফুলগুলো ফুলদানিতে হোক বা ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। অনেক সুন্দর ফুলের ডিজাইন টি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
ঠিক বলেছেন রঙিন কাগজের ফুলগুলো ফুলদানিতে বা ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। আপনার অসাধারণ মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।