DIY (এসো নিজে করি) রঙিন পেপার দিয়ে পাখির ওয়ালমেট ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নিয়ে আসলাম আমার একটা সুন্দর হাতের কাজ। এইরকম রঙ্গিন পেপার দিয়ে অনেক কিছু তৈরি করতে আমার খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে। তাই আমার হাতে তৈরি এই সুন্দর জিনিস গুলো আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের খুব ভাল লাগবে।

IMG-20211113-WA0006.jpg

উপকরণ :

• রঙ্গিন পেপার
• কাঁচি
• জলরং
• তুলি
• পেন্সিল
• রাবার

IMG_20211112_205646.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তারপর সেই কার্ডবোর্ডের উপরে পেন্সিল দিয়ে একটা পাখি একই নিলাম। তারপর সেই পাখির সাথে আরও একটা পাখি এঁকে নিলাম। এভাবে দুটো পাখি সুন্দর ভাবে এঁকে নিলাম।

IMG_20211112_205753.jpg

IMG_20211112_205830.jpg

IMG_20211112_205852.jpg

ধাপ ২ :

তারপর সেই পাখি দুটোর সাথে পাতার মতো করে দুটো ডানা লাগিয়ে নিলাম। এভাবেই পাখির ডানা আকার কারণে পাখি দুটিকে দেখতে আরো অনেক সুন্দর লাগে।

IMG_20211112_205943.jpg

ধাপ ৩ :

তারপর আঁকা পাখির দুটো কে কাঁচি দিয়ে সুন্দর ভাবে কেটে নিলাম। কারণ পাখিগুলো কাটার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে পাখিগুলো পাশে পাশে পাতাগুলোকে সুন্দর ভাবে কাটতে থাকি।

IMG_20211112_210043.jpg

IMG_20211112_210107.jpg

IMG_20211112_210133.jpg

ধাপ ৪ :

তারপর পাখিগুলো কাটার পরে পাখির ডানা দুটি কে সুন্দর ভাবে কাঁচি নিয়ে কেটে নিলাম। এইভাবে অনেক সুন্দর ভাবে দুটো ডানা আলা পাখি কেটে নিলাম।

IMG_20211112_210221.jpg

ধাপ ৫ :

তারপর কালো জল রং দিয়ে সুন্দরভাবে পাখি গুলোকে রং করতে থাকি। এইভাবে দুটো পাখির সুন্দর ভাবে জল রং দিয়ে রং করে নিলাম। তখন পাখি দুটি অনেক সুন্দর দেখা যায়।

IMG_20211112_210536.jpg

IMG_20211112_210638.jpg

IMG_20211112_210700.jpg

ধাপ ৬ :

তারপর পাতাওয়ালা পাখির ডানা দুটি কে কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম। এভাবে ডানাওয়ালা পাখি সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20211112_210716.jpg

IMG_20211112_210729.jpg

IMG_20211112_210755.jpg

ধাপ ৭ :

তারপর একটা রঙিন পেপার নিয়ে নিলাম। তারপর সেই রঙিন পেপার টা কে সুন্দর করে ভাজ করে দিলাম। তারপর পেন্সিল দিয়ে একটা লাভ এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে অনেকগুলো লাভ কেটে নিলাম।

IMG_20211112_210840.jpg

IMG_20211112_210919.jpg

IMG_20211112_210934.jpg

IMG_20211112_211005.jpg

ধাপ ৮ :

তারপর কাল লাভের উপরে গাম লাগিয়ে নিলাম। তারপর সেই ঘাম এর উপরে লাল লাভটা সুন্দরভাবে বসিয়ে নিলাম। এইভাবে দুটো লাভ একসাথে দেখতে অনেক সুন্দর লাগে।

IMG_20211112_211034.jpg

IMG_20211112_211055.jpg

IMG_20211112_211127.jpg

ধাপ ৯ :

তারপর কালো রঙিন পেপার টা কে চিকন চিকন করে কিছু কেটে নিলাম। তারপর চিকন পেপার এর উপরে গাম লাগিয়ে নিলাম। তারপর ঘামের উপরে লাভ গুলোকে বসে নিলাম। এভাবে অনেকগুলো লাভ তৈরি করে নিলাম।

IMG_20211112_211223.jpg

IMG_20211112_211247.jpg

IMG_20211112_211311.jpg

ধাপ ১০ :

তারপর সেই লাভ গুলোকে ডানাওয়ালা পাখি গুলোর সাথে লাগিয়ে নিলাম। এভাবে পাখির সাথে লাভ গুলো লাগিয়ে নিলাম। এভাবে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে নিলাম।

IMG_20211112_211402.jpg

IMG_20211112_211417.jpg

শেষ ধাপ :

এইভাবে ওয়ালমেট বানানো শেষ করলাম। এই পাখির ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করব এই ওয়ালমেট আপনাদের সকলের খুব ভালো লাগবে।

IMG-20211113-WA0009.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20211113-WA0004.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

পাখি দুটির ওয়ালমেট বেশ ভালো তৈরি করেছেন। এককথায় অসাধারণ। তবে এই দুটো কী কাক🤓। মজা করলাম।

আপনার পোস্টের উপস্থাপনাটাও ভালো ছিল।।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া
আপনার মজাটা সত্যি অসাধারণ ছিল
এমনিতে কালো রং দিয়ে রং করেছিলাম পাখি দুটি কে
সত্যি কথা বলতে আমি নিজেও জানিনা এটা কি পাখি

 3 years ago 

জাস্ট ওয়াও আপনার হার্ডবোর্ড দিয়ে পাখির ওয়ালমেট তৈরি করেছেন। স্টেপ বাই স্টেপ দেখা নয় পোস্টটি কারো সুন্দর করে তুলেছে এবং আমাদের বুঝার সহজ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার কাগজের পাখি দেখে আমি মুগ্ধ। আপনি কাগজ দিয়ে এত সুন্দর দুটি পাখি তৈরি করেছেন যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আপনার সুন্দর উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি টি খুব সুন্দর হয়েছে। আমার কাছে বেশি ভালো লেগেছে পাখি দুটিকে। দুটি পাখি পাশাপাশি বসে আছি এই জিনিসটি আপনি আপনার ওয়ালমেটটিতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যা দেখতে চমৎকার লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কত কি তৈরি করা হতো তা আপনারা প্রমাণিত।এতো দক্ষতার সাথে আপনি প্রতিটি জিনিস তৈরি করেন যা দেখে মুগ্ধ হয়ে যাই।শুভকামনা রইল আপনার জন্য আপু। 😍

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করেছেন। সত্যি অনবদ্য। আমার কাছে খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপু আপনি রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর পাখির ওয়ালমেট তৈরি করেছেন ।মনে হচ্ছে না যে এটি আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি। আমার কাছে আপনার ওয়ালমেট টি দারুন সুন্দর লেগেছে। প্রতিটি ধাপ আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন যা দেখে খুব সহজেই আপনার ওয়ালমেট তৈরির পদ্ধতি বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট টি খুবি সুন্দর হয়েছে। ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। আপনার রঙিন কাগজের ওয়ালমেট এর মধ্যে 🐦🐦🐦 পাখি অংকণ টি সত্যিই অসাধারণ হয়েছে। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

দুটি পাখি ডালে বসে আছে তার অসাধারণ দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। সুন্দর ভাবে কার্টুন কেটে দুইটা পাখির ওয়ালমেট তৈরি করে সেটা এরকম করে আকর্ষণীয় করে তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

রঙিন পেপার দিয়ে পাখির ওয়ালমেট আপনার ওয়ালমেট গুলো আমি যত দেখি। ততই মুগ্ধ হই। এত দক্ষতা নিয়ে আপনি কাজগুলো সম্পন্ন করেন। এটি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। খুবই ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49