DIY || এসো নিজে করি || 🪟 🌃 জানালার সামনে দাঁড়িয়ে থাকার সুন্দর একটা পেইন্টিং 🪟🌃 ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।

IMG-20220206-WA0026.jpg

আঁকার উপকরণ :

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে একটা আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর খাতাটা চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

ধাপ ২ :

তারপর খাতার মাঝখানে হালকা আর গারো নীল রং দিয়ে সুন্দর ভাবে পুরোটা রং করে দিলাম।

ধাপ ৩ :

তারপর সেই নীল রঙের উপরে সাদা রঙের ছোট ছোট কিছু তারা রং করে নিলাম। তখন নীল রঙের আকাশটা দেখতে আরো অনেক সুন্দর দেখায়।

ধাপ ৪ :

তারপর নীল রঙের দু'পাশে গোলাপি রং দিয়ে পর্দার মতো করে সুন্দরভাবে রং করে নিলাম। তখন খোলা জানালার মতো কিছুটা মনে হয়।

IMG_20220204_131139.jpg

IMG_20220204_131552.jpg

IMG_20220204_131557.jpg

ধাপ ৫ :

তারপর সেই জানালার মাঝখানের নীল রঙের উপরে পেন্সিল দিয়ে দুটো মানুষের স্কেচ এঁকে নিলাম।

IMG_20220204_132643.jpg

IMG_20220204_132654.jpg

IMG_20220204_132701.jpg

ধাপ ৬ :

তারপর সাদা আর লাল রং দিয়ে বড় মেয়েটার জামাটা রং করে নিলাম। তখন কালো রং দিয়ে চুল রং করে একটা মেয়ের সামনের দিকে তাকিয়ের থাকা অঙ্কন করে নিলাম।

IMG_20220204_133158.jpg

IMG_20220204_133720.jpg

IMG_20220204_134101.jpg

ধাপ ৭ :

তারপর লাল রং এর সাধারন দিয়ে আরও একটা ছোট মেয়ের জামার রং করে নিলাম। তখন দুজন দুজনের হাত ধরে দাঁড়িয়ে থাকে।

IMG_20220204_134337.jpg

IMG_20220204_134534.jpg

IMG_20220204_135008.jpg

ধাপ ৮ :

তারপর সেই আকাশের উপরে সাদা রং দিয়ে একটা চাঁদ সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20220204_135202.jpg

IMG_20220204_135328.jpg

ধাপ ৯ :

এইভাবে জানালার সামনে দাঁড়িয়ে থাকা দুটো মেয়ের পেইন্টিং আঁকা শেষ করে নিলাম। তারপর পেইন্টিং এর চারপাশ থেকে মাস্কিং টেপ সরিয়ে নিলাম।

IMG_20220204_135519.jpg

IMG_20220204_135631.jpg

শেষ ধাপ :

এইভাবে অনেক সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করব আমার এই পেইন্টিং আপনাদের সকলের পছন্দ হবে।

IMG-20220206-WA0020.jpg

IMG-20220206-WA0025.jpg

IMG-20220206-WA0013.jpg

পেইন্টিং সহ আমার একটি ছবি

IMG-20220206-WA0004.jpg

আমার পরিচয়

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

🌃 ধন্যবাদ সবাইকে 🌃

Sort:  
 3 years ago (edited)

  • খুব অসাধারণ হয়েছে তোমার আজকের পেইন্টিং। তোমার প্রত্যেকটি আর্ট দেখার মত হয়ে থাকে। তুমি একজন সফল এবং সেরা আর্টিস্ট।
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

আজকের জানলার ধারে দাঁড়িয়ে থাকা পেইন্টিংটি অনেক সুন্দর লাগতেছে। যেন একজন মা তার সন্তানকে জানিনা ধারে দাঁড়িয়ে চাঁদ দেখাচ্ছে আর গল্প বলতেছে। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗

 3 years ago 

আপু আপনার শেয়ার করা পেইন্টিং টি খুবই সুন্দর ছিল।জানালা,জানালার পাশে দাড়িয়ে থাকা মেয়ে এবং পর্দার পাশের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍

 3 years ago 

অনেক সুন্দর মুহুরতের একটি পেইন্টিং করেছেন দারুন হয়েছে গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি অঙ্কন করবেন আর তা মুগ্ধতা ছড়াবে না তা কখনো হয়? আপনার অংকন মানেই অসাধারণ কিছুর হাতছানি। আপনি জানালার পাশে থেকে আকাশ দেখার যে দৃশ্য অঙ্কন করেছেন তা রূপকথার মত লাগছে। এত সুন্দর একটি সৃজনশীল কাজ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗

 3 years ago 

আপু আপনার পেন্টিংটা অসাধারণ লাগছে।আপনার আটটা খুব সুন্দর। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে 🤗

আপু আপনার পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে । পেইন্টিংর ধাপ গুলো খুব স্পষ্ট ভাবে বুঝিয়েছেন । আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57673.98
ETH 2343.83
USDT 1.00
SBD 2.37