DIY || এসো নিজে করি || নারিকেল গাছের পাতা দিয়ে রূপচাঁদা মাছ তৈরি ১০% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম একটি ডাই পোস্ট তৈরি করে দেখাবো। আজকে আমি দুটি নারিকেল গাছের পাতা নিয়ে নিলাম। পাতাগুলো অনেকটাই বড় বড় ছিল। তারপর পাতাগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে করে একটি রূপচাঁদা মাছ তৈরি করে নিয়ে নিলাম। মাছটি দেখে মনে হচ্ছিল যেন পাতার তৈরি না একেবারে সত্যিকারের মাছ এটি। আমার কাছে এরকম জিনিসগুলো তৈরি করতে মাঝে মধ্যে অনেক ভালো লাগে। তাই সব সময় চেষ্টা করি অন্যরকম জিনিসগুলো তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তাই আজকে সুন্দরভাবে এই মাছটি তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই মাছটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

IMG_20220823_183251_mfnr.jpg

উপকরণ :

✓ নারিকেলের পাতা
✓ মার্কার
✓ পেন্সিল
✓ কাঁচি

IMG_20220823_174002_mfnr.jpg

বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি নারিকেলের পাতা থেকে শালা বের করে পাতাগুলোকে আলাদা করে চারটি দিয়ে লম্বা পাতা নিয়ে নিলাম।

IMG_20220823_175208_mfnr.jpg

IMG_20220823_175507_mfnr.jpg

ধাপ ২ :

তারপর সেই পাতাগুলোর মাঝখানে একটি ভাঁজ দিয়ে দিয়ে চারটি পাতাকে ভাজ করে নিয়ে নিলাম।

IMG_20220823_180449_mfnr.jpg

IMG_20220823_180516_mfnr.jpg

ধাপ ৩ :

তারপর চারটি পাতাতে একটি অপর পাতার মাঝখানে লাগিয়ে একটি ছোট ফুলের মত করে প্রথমে তৈরি করে নিলাম।

IMG_20220823_180938_mfnr.jpg

IMG_20220823_181010.jpg

ধাপ ৪ :

তারপর আবারও সেই ছোট ফুলের ভাঁজ এর মধ্যে নারিকেলের পাতাগুলো লাগিয়ে লাগিয়ে আরো একটু করে ভাজ করে নিয়ে নিলাম।

IMG_20220823_181234_mfnr.jpg

IMG_20220823_181254_mfnr.jpg

ধাপ ৫ :

তারপর অপর পাশের পাতাগুলোকে অন্যপাশের পাতার মাঝখানে লাগিয়ে আবারো ভাঁজ করে নিলাম।

IMG_20220823_181818_mfnr.jpg

IMG_20220823_181834_mfnr.jpg

ধাপ ৬ :

তারপর দু'পাশের পাতা গুলোকে অন্য পাশে ভাঁজ করে করে একপাশে নিয়ে নিলাম।

IMG_20220823_181921_mfnr.jpg

IMG_20220823_181942_mfnr.jpg

ধাপ ৭ :

তখন বড় দুটি পাতা রেখে বাকি পাতাগুলোকে কেটে নিলাম। তারপর উপরের অংশে বাঁকা করে পিছনের পাতাগুলোকে ছোট বড় করে কেটে নিলাম।

IMG_20220823_182433_mfnr.jpg

IMG_20220823_182454.jpg

ধাপ ৮ :

তারপর সেই ছোট পাতা দুটি আর বড় পাতা দুটিকে মাছের লেজের মত করে সুন্দরভাবে কেটে নিলাম।

IMG_20220823_182918.jpg

IMG_20220823_183044_mfnr.jpg

শেষ ধাপ :

তারপর মার্কা কলম দিয়ে মাছের দুটি চোখ রং করে পাতার একটি মাছ তৈরি করে নিলাম। আশা করি এই মাছটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

IMG_20220823_183244_mfnr.jpg

IMG_20220823_183251_mfnr.jpg

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn3wpFCJEqrgBCREV.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

ধন্যবাদ সবাইকে

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde5XbqNtmQFj6YcvGTQnpn9ZbkMNbukfZNVouiLXK4RCTZXWbSKMFtomficQMW...Pt7do7BxsYBpd6C3vVYyMD8DzakJoybiApF3imm3W1U13FSXvgLpXKR2Gp3sYhiZUvE3go81XpSCoriojtiyY8SqbeEQcbpxpVLyU34LX5RsXH3aJE46NhGYL6.png

Sort:  
 2 years ago 

ছোটবেলায় নারকেল গাছের পাতা দিয়ে আমরা ঘড়ি বানাতাম। সে কবেকার কথা। আজ আবারও পুরনো স্মৃতি আপনার এই হস্তশিল্পের মাধ্যমে ঘুরলো। নারিকেল গাছের পাতা দিয়ে সত্যিই অনবদ্য একটি রূপচাঁদা মাছ আপনি তৈরি করে ফেলেছেন। আপনার কাজের এই প্রসেসটা খুব সুন্দর লাগলো দেখে । হ্যাঁ বাড়িতে ট্রাই করাই যায়।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মন্তব্য করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন ।

@tipu curate

;) Holisss...
Very cute

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

নারকেল গাছের পাতা দিয়ে আপনি খুবই সুন্দর একটি রূপচাঁদা মাছ বানিয়েছেন। যা দেখতে খুবই ভালো লেগেছে। এভাবে কখনো নারকেল পাতা দিয়ে মাছ বানানো হয়নি। তবে নারকেল পাতা দিয়ে আমরা ছোটবেলায় ঘড়ি, চশমা এগুলো বানাতাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি নারকেলের পাতা দিয়ে রূপসাদা বানানোর চেষ্টা করছি তাই শেয়ার করেছি আপনাদের কাছে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্ আপনি তো বেশ চমৎকার একটি রূপচাঁদা মাছ তৈরি করেছেন নারকেল পাতা দিয়ে। সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে মাছটি। আপনার তো প্রশংসা না করে পারলাম না। অনেক দক্ষতা রয়েছে আপনার। ধন্যবাদ অনেক সুন্দর একটি মাছ তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যিই আপনি খুব সুন্দর করে সাজিয়ে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক খুশি হলাম।

 2 years ago 

এক কথায় অসাধারণ 👌👌। নারকেল গাছের পাতা দিয়ে মামা বাড়িতে গিয়ে ছোট বেলায় হাত ঘড়ি বানিয়ে পরতাম। আর এমন মাছ বানাতে এই প্রথম দেখলাম সত্যি। রূপচাঁদা মাছের শেপ টা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনার হাতের কাজের প্রশংসা সত্যিই করতে হয় 👏👏। এভাবেই এগিয়ে যান। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

রূপচাঁদা মাছের পেপটা খুব অসাধারণ বলেছেন অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমরা ছোটবেলায় নারিকেলের পাতা দিয়ে অনেক কিছু তৈরি করতাম এভাবে ঘড়ি বানাতাম, চশমা বানাতাম। এছাড়াও আরো অনেক কিছু তৈরি করতাম। তবে বেশ ভালো লাগলো আপনার এই ছোটবেলার স্মৃতিটা আমাদের মাঝে তুলে ধরতে দেখে।

 2 years ago 

ছোটবেলা আমিও পাতা দিয়ে এগুলো বানিয়ে ছিলাম। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে এরকম জিনিসগুলো তৈরি করতে মাঝে মধ্যে অনেক ভালো লাগে। তাই সব সময় চেষ্টা করি অন্যরকম জিনিসগুলো তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

আপনার কাছে যেমন ভালো লাগে এরকম জিনিস গুলো তৈরি করতে আমার কাছেও খুব ভালো লাগে। আসলে আগে বাচ্চাদেরকে অনেকগুলো জিনিস বানিয়ে দিতাম তবে এভাবে মাছ বানানো কখনো দেখিনি বা জানতাম না। আপনার মাধ্যমে শিখতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আসলে পাতা দিয়ে কিছু বানাতে গেলে অন্য একটা অনুভূতি জাগে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

নারকেল পাতা দিয়ে আপনি দারুণ একটা মাছ তৈরি করেছেন।আসলে আপু আপনার নারকেল পাতার রুপচাঁদা মাছ দেখে সেই ছোরবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা নারকেল পাতা দিয়ে আমরা অনেক জিনিস বানাতাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটবেলা আমাদের সকলের কমবেশি স্মৃতি আছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নারকেল পাতা দিয়ে চমৎকার একটি মাছ তৈরি করেছেন। মাছটি দেখতে সত্যি কারের মাছের মতই লাগতেছে। নারকেল পাতা দিয়ে আমরাও ছোটবেলায় ঘড়ি চশমা এবং পাখি তৈরি করতাম। আপনার মাছটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আপনি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মাছ তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর করে মন্তব্য করার জন্য উৎসাহিত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপু সত্যিই মাছটাকে দেখতে একদম বাস্তবের মাছের মতোই লাগছে। আমারও ইচ্ছে করে বিভিন্ন গাছের পাতা দিয়ে বিভিন্ন ডাই বানাতে কিন্তু ঢাকা শহরে পাতা পাব কোথায় তারজন্য আর হয়ে ওঠেনা।ছোটবেলায় যখন গ্রামে ছিলাম তখন আমরাও এই পাতা দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে খেলতাম।আপনি খুব সুন্দর ভাবে নারিকেল পাতা দিয়ে মাছ বানিয়েছেন। ইউনিক পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার এখানে নারিকেলের পাতা ও বিভিন্ন পাতা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68423.64
ETH 2659.46
USDT 1.00
SBD 2.71