আমার করা কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগlast year
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার করা ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন কথা না বাড়িয়ে আমার করা কিছু ফটোগ্রাফি দেখে আসি।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG20230730154621.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


আমার প্রিয় ফুল হলো জবা, তাই যেখানেই আমি জবা ফুল দেখতে পাই সেখানেই আমি ফুলটির ফটোগ্রাফি করে নিই। আমি গতকাল একটি কাজে বাইরে গিয়েছিলাম, বাসায় আসার সময় রাস্তার পাশের একটি বাসায় এই জবা ফুলটি আমার চোখে পড়ে। জবা ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছিল। তখনই এই ফুলটির ফটোগ্রাফি করে নেই ।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20230801_195812.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই শহীদ মিনারটি নীলফামারী সরকারি কলেজে অবস্থিত। নীলফামারী সরকারি কলেজে ইন্টার এর কিছু কাগজপত্র উত্তোলনের জন্য গিয়েছিলাম। নীলফামারী সরকারি কলেজ দেখতে অনেক সুন্দর। কলেজের ক্যাম্পাস অনেক সুন্দর। ক্যাম্পাসের একদিকে রয়েছে এই শহীদ মিনার। নীলফামারী সরকারি কলেজে যেয়েএই শহীদ মিনারের ফটোগ্রাফি করেছি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG20230730215736.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি কালকে রাতে করেছিলাম। চাঁদ আমার অনেক ভালো লাগে। কালকে রাত ছিল জোছনাময় একটি রাত। কালকের চাঁদটি অনেক সুন্দর লাগছিল দেখতে, চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল আমাদের চারপাশে। এত সুন্দর চাঁদ দেখে এই সুন্দর মুহূর্তটির ফটোগ্রাফি করে নেই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20230801191359.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি একটু আগেই করলাম। বিকেল শেষে ছাদের উপরে যে একটু বসে ছিলাম। সারাদিন অনেক গরম ছিল, তাই সন্ধ্যা বেলা ছাদে যে একটু বসে ছিলাম শীতল বাতাসের আশায়। সেখানে বসে বসেই দেখি আকাশটা খুব সুন্দর লাগছে, তখনই আকাশের এই ফটোগ্রাফিটি করে নেই।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20230801_201318.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ছবিটি নীলফামারী সরকারি কলেজের ভেতরে তোলা। নীলফামারী সরকারি কলেজের ভেতরে রয়েছে অনেক গাছ,রয়েছে নিজস্ব পুকুর। এই ছবিটি আমি নীলফামারী সরকারি কলেজের পুকুরের ধারে তুলেছিলাম। পুকুরের ধারে বসার জন্য সুন্দর দুটি বেঞ্চের ব্যবস্থা রয়েছে। আশা করছি আমার ফটোগ্রাফি কি আপনাদের ভালো লেগেছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

IMG_20230801_202214.jpg

Device : OPPO F19

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটিও নীলফামারী সরকারি কলেজের। নীলফামারী সরকারি কলেজে ঢুকতেই এই ফটোগ্রাফিটি করেছিলাম। মাঝখান দিয়ে রোড এবং দুইদিকে সারি সারি গাছ প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল। নীলফামারী সরকারি কলেজের ক্যাম্পাস অনেক বেশি সুন্দর। আশা করছি আপনাদের ভালো লেগেছে।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 last year 

আপনি এলোমেলো খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।তবে এর মধ্যে বিশেষ করে জবাফুল আর সন্ধ্যার সময়ে আকাশের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আজকে আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর ফটোগ্রাফি দেখতেও ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখে মন মুগ্ধকর লাগলো। চোখ জুড়িয়ে গেল এই সুন্দর ফটোগ্রাফি দেখে। এত চমৎকার কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে আজকে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 last year 

ফটোগ্রাফি করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারন লাগতেছে। জবা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আমি সাদা জবা ফুল ভীষণ পছন্দ করি। ফটোগ্রাফি গুলোর অনেক সুন্দর বর্ননা করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ফটোগ্রাফি করতে আমার কাছেও খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি। এবং পুকুর ধারে যে বসার জায়গাটি সে ফটোগ্রাফির বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে পছন্দের সব ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি। জবা ফুলের কালারটি একটু অন্যরকম আমি এই কালারের জবা ফুল বাস্তবে দেখিনি। সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে ধন্যবাদ।

 last year 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলির মধ্যে পাঁচ নম্বর ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পুকুর এবং পুকুরের চারপাশে অনেকগুলি গাছ ছবিটির মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। আপনি নীলফামারীর বিভিন্ন দৃশ্য আমাদের সাথে শেয়ার করলেন ফটোগ্রাফির মাধ্যমে দেখে তো মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর রাতের চাঁদের দৃশ্য এবং ছাদ থেকে নেওয়া ফটো অনেক ভাল লেগেছে।

 last year 

ইদানিং ফটোগ্রাফির প্রতি আমারও বেশ আগ্রহ বেড়েছে। কোথাও গেলেই আগে ফটোগ্রাফি করতে হবে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ফটোগ্রাফি পোস্ট দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার কাছে ফটোগ্রাফি পোস্ট দেখতে এবং করতে দুটোই অনেক বেশি ভালো লাগে।জবা ফুলের ফটোগ্রাফি টা দেখতে বেশ ভালো লাগছে।আর নীলফামারী কলেজের ভিতরে ছবি গুলো ভালো হয়েছে। মনে হচ্ছে কলেজ টা প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো আছে।এই রকম কলেজে পড়াশোনা করতে কার না মন চাইবে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য।

 last year (edited)

গতকাল রাতে চাঁদের আলো এতটাই জোসনাময় ছিল যা দেখে আমার কাছেও খুবই ভালো লেগেছে। আর এরকম জোসনাময় আলোয় বাড়ির সামনে পাকা রাস্তায় হেঁটে বেড়াতে আমার কাছে খুবই ভালো লাগে। যাইহোক ভাই আজ আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। যে ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62460.04
ETH 2435.03
USDT 1.00
SBD 2.65