ভার্সিটিতে ক্রিকেট খেলা||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভার্সিটিতে রেগুলার ক্লাস সপ্তাহে চারদিন। আর বাকি তিনদিন অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের কোনো ক্লাস নেই। তাই বিশেষ করে এই তিনদিন আমার বন্ধুরা ও ভার্সিটির কিছু বড় ভাই মিলে ক্রিকেট খেলি। আজকে আমি আপনাদের মাঝে পড়ন্ত বিকেলে ভার্সিটির মাঠে ক্রিকেট খেলার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

IMG20240129162345.jpg

সোমবার অর্থাৎ গতকাল বিকেল ৩ টায় আমি ভার্সিটি যাই ক্রিকেট খেলার উদ্দেশ্য এ। এখন যেই ছোট দিন তাই বিকেল ৩'১৫ এর মধ্যে আমরা খেলা শুরু করি। আমি ও আমার এক বন্ধু শিশির মিলে ৩ টার মধ্যেই ভার্সিটির মাঠে চলে যাই। আমাদের মতো খেলার জন্য আমার কয়েকজন বন্ধু ও কিছু বড় ভাই ও এসে গিয়েছিলো।
১০ মিনিট অপেক্ষা করার পর যারা এসেছিলো তাদের নিয়েই ভাগ করি। প্রতি টিমে ৯ জন করে মোট ১৮ জন ছিলাম আমরা। দুইজন ক্যাপ্টেন সিলেক্ট করে প্লেয়ার বোলার ,ব্যাটসম্যান সমান ভাবে ভাগ করে দুই দলে বিভক্ত করা হয়। টিম ভাগ করার পর টস করা হয়, আমি যেই দলে ছিলাম সেই দলের ক্যাপ্টেন টসে জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়।

IMG20240129161000.jpg

যেহেতু একটাই ম্যাচ খেলা হয় সেহেতু ১২ ওভার করে খেলি। এতে একটি ম্যাচ খুব সুন্দরভাবে হয়ে যায়। খেলা শুরু হয়, আমাদের ওপেনিং জুটি বেশ ভালো ব্যাটিং করছিলো প্রথম ৪ ওভারে ৩৬ রান আসে বিনা উইকেটে। এরপর একটি উইকেট পরে সবশেষে ১২ তম ওভারে আমি ব্যাটিং এর সুযোগ পাই। শেষ ৩ বলে ৮ রান নিয়ে টোটাল ১২ ওভারে আমাদের রান দাঁড়ায় ১১২।
আমাদের টিমের হয়ে প্রথম ওভার বল করতে আসি আমি। প্রথম ওভারে ৪ রান দেই। এরপর ৫ম ওভারে আবার আমি বোলিং এ যেয়ে ৮ রান দিয়ে ২ টি উইকেট নেই। লাস্ট ২ ওভারে ওদের জিততে প্রয়োজন ছিলো ২৫ রান আমি ১১ তম ওভারে ৫ রান দেই মাত্র, শেষ ওভারে ওদের জিততে প্রয়োজন ছিলো ২০ রান ওই ওভারে ওরা ১২ রান নেয় অবশেষে আমরা ৭ রানে বিজয়ী হই।

IMG20240129162025.jpg


আজকেএ মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 5 months ago 

মোটামুটি আপনার অলরাউন্ডার পারফরম্যান্স। আর সবশেষে ফলাফল সাত রানে বিজয়ী। আপনার কাটানো মুহূর্তগুলো গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এভাবে টিম ভাগ করে নিজেরা ক্রিকেট খেলতে বেশ ভালো লাগে। একসময় সারাদিন ক্রিকেট খেলতাম। সাউথ কোরিয়াতে থাকা অবস্থায়ও অনেক দূর দূরান্তে গিয়ে টুর্নামেন্ট খেলতাম। আসলে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাছাড়া মনমানসিকতাও খুব ভালো থাকে। যাইহোক বেশিক্ষণ ব্যাট করার সুযোগ না পেলেও, দারুণ বোলিং করেছেন। অবশেষে ৭ রানের জয় পেয়েছেন। ম্যাচটি মোটামুটি বেশ ভালোই ফাইটিং হয়েছে দেখছি। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36