নীলক্ষেত এ কিছু সময় ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কালকে আমি আমার বন্ধুদের সাথে নীলক্ষেত এ গিয়েছিলাম কিছু বই নেয়ার জন্য। কালকের দিনটির কিছু সময় আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

1000017531.jpg

আমার ও আমার বন্ধুদের কিছু বই কেনার ছিলো আর ভার্সিটি ও পূজার বন্ধ ছিলো তাই আমি ও আমার বন্ধুরা মিলে সিন্ধান্ত নেই যে কালকে সবাই মিলে নীলক্ষেত এ যেয়ে বই কিনবো। আমাদের প্লান ছিলো যে দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট করে বের হবো। কিন্তু আমাদের প্লানের মাঝে হানা দেয় বৃষ্টি। সকাল থেকে আকাশ ভালোই ছিলো কিন্তু হটাৎ করেই দুপুরে আকাশ মেঘলা হয়ে এসে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা সকলেই বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম, বৃষ্টি থামলেই আমরা রওনা দেব কিন্তু কোনমতে বৃষ্টি থামার নাম নেই উল্টো বৃষ্টি আরো বেরেই চলছিল।

1000017513.jpg

অনেকক্ষণ পর বৃষ্টি থামলে আমরা সবাই রওনা দেই। বৃষ্টির জন্য এমনিতেই আমাদের অনেক দেরী হয়ে গিয়েছিলো। নতুনবাজারে এসে বাসে উঠি। আর এইদিন রাস্তাতেও অনেক বেশি জ্যাম ছিলো। এতো জ্যাম এর কারণে আমাদের আরো অনেক বেশি দেরী হয়ে যায়। শেষমেশ জ্যাম পার করে আমরা নীলক্ষেতে পৌঁছাই বিকাল সাড়ে পাঁচটায়।

1000017519.jpg

1000017527.jpg

নীলক্ষেতে যাওয়ার পর আমরা ভেতরে ঢুকি। এখানে প্রথমে বেশ কিছু দোকানে আমাদের প্রয়োজনীয় বইটি খুঁজি কিন্তু বইটি পাচ্ছিলাম না কোথাও। এরপর আমরা নীলক্ষেতের অন্য একটি সাইডে যাই এদিকে প্রথমে বেশ কিছু দোকানে বইগুলো খুজি। প্রায় অনেকগুলো দোকান খোলার পরে আমরা একটি দোকানে আমাদের প্রয়োজনে বইগুলো খুঁজে পাই। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বইগুলো কিনে নেই।

1000017529.jpg

1000017530.jpg

আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 last year 

আসলে সব ধরনের বই এই নীলক্ষেতেই পাওয়া যায়। আমিও এখান থেকেই সব ধরনের বই কিনি।তবে আমার বাসা কাছাকাছি বলে সমস্যা হয়না।আপনিতো অনেক দূর থেকে এলেন বন্ধুদের সাথে বই কিনতে।এরপর বৃষ্টি আর জ্যামের কারনে সাড়ে পাঁচটায় এলেন।এসে খুঁজে বই পেয়ে নিয়ে গেলেন।যাক বই তো শেষে খুঁজে পেলেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year (edited)

আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন নীলক্ষেতেই থেকে গাইড এবং টেস্ট পেপার নিয়ে এসেছি। আসলে নীলক্ষেতে সব ধরনের বই পাওয়া যায়। আমি কিছুদিন আগে নীলক্ষেতে গিয়েছিলাম। অনেক দূর থেকে নীলক্ষেতে বই কিনতে এসেছেন যেন খুব ভালো লাগলো। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আপনাদের কাঙ্ক্ষিত বই গুলো পেয়ে গিয়েছেন । এবং তা কিনে সুন্দর ভাবে বাড়িতে রওনা দিয়েছেন বেশ ভালোই হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

ছাত্র জীবনে প্রায় সকলকেই নীলক্ষেত যেতে হয়, অনেক বই আছে যেগুলো শুধুমাত্র নীলক্ষেতেই পাওয়া যায়, কলেজ জীবনে আমিও প্রায় সময় নীলক্ষেত যেতাম প্রতি সেমিস্টারের বই কিনতে।

 last year 

আপনি একদম ঠিক বলেছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

যাই হোক বৃষ্টি ভেজা এই দিনে নীলক্ষেত গিয়ে বন্ধু এবং তোমার প্রয়োজনীও বইগুলো কিনে এনেছো জেনে খুশি হলাম। সাবধানে চলাফেরা করবে এটা আবার অনুরোধ করছি।এবং নিজেকে মানুষের মতো মানুষ করে তৈরি করবে এটাই প্রত্যাশা।আশা করছি আমার প্রত্যাশা গুলো পূরণ করবে।অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90928.46
ETH 3207.56
USDT 1.00
SBD 2.81