আমার করা কিছু ফটোগ্রাফি ||
হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের মাঝে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার করা ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন কথা না বাড়িয়ে আমার করা কিছু ফটোগ্রাফি দেখে আসি।
আমি গত পরশু নীলক্ষেত এ গিয়েছিলাম বই কেনার জন্য। কিন্তু যাত্রা শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। এই ফটোগ্রাফিটি আমি নতুনবাজারের ওভারব্রীজ থেকে করেছিলাম। বৃষ্টির ভেজা ঢাকার রাস্তা ওভারব্রীজ এর উপর থেকে অসম্ভব সুন্দর লাগছিলো। তখনই ওভারব্রীজ এর উপর থেকে রাস্তার এই ফটোগ্রাফিটি করে নিই।
এই ফটোগ্রাফিটি আমি করেছি আমার ভার্সিটিতে। আমার ক্লাস শেষে আমি ভার্সিটির গ্যালারিতে বসে ছিলাম। গ্যালারিতে বসে থেকেই ভার্সিটির এই কর্নারের ফটোগ্রাফিটি করে নেই। আসলে ভার্সিটির এই জায়গার ডিজাইনটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
এই ফটোগ্রাফিটিও আমি ভার্সিটির গ্যালারি থেকে করেছিলাম। নীচ থেকে উপরের দিকের এই ফটোগ্রাফিটি একটু ইউনিক। ভার্সিটির গ্যালারি থেকে ফোনটি সোজা উপরের দিকে ধরে এই ফটোগ্রাফিটি করে নিয়েছি। ফটোগ্রাফিতে ভার্সিটির গ্যালারি থেকে উপরের আকাশ ও বিল্ডিং এর আর্কিটেকচার ডিজাইন আমরা দেখতে পাচ্ছি।
এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি ভার্সিটি থেকে বের হয়ে। আমার ভার্সিটিতে আজকের ক্লাস ছিল দুপুর বারোটা থেকে। ক্লাস শেষ করে কিছু সময় ভার্সিটির গ্যালারিতে কাটাই এরপর যখন বাসায় ফেরার জন্য ভার্সিটি থেকে বাইরে যাই তখন এই ফটোগ্রাফিটি করি নিই। ভার্সিটির সামনের কৃষ্ণচূড়া গাছ ও এর সাথে ভার্সিটির বিল্ডিং একসাথে খুবই সুন্দর লাগছে।
এই ফটোগ্রাফিটিও করেছিলাম ভার্সিটি থেকে বের হয়ে। ভার্সিটি থেকে বের হয়ে যখন শাটল বাসের জন্য লাইনে দাড়াই তখন লাইনে দাঁড়িয়েই এই ফটোগ্রাফিটি করে নিই। ফটোগ্রাফিতে আমরা দেখতে পারছি ভার্সিটির সুন্দর বিল্ডিংটি। আশা করি আমার ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।
এই ফটোগ্রাফিটি ও আমি করেছিলাম ভার্সিটির শাটল বাসের জন্য লাইনে দাঁড়ানো থাকা অবস্থায়। আমার সামনে অনেক বড় লাইন ছিল শিক্ষার্থীর। একটি বাস আসলে লাইনে শুরু থেকে শিক্ষার্থী বাসে উঠা শুরু করে ও বাসটি ভর্তি হয়ে গেলে নতুন বাজারের উদ্দেশ্যে রওনা দেয় । আমি লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় একটি বাস ভর্তি হয়ে যায় ও নতুন বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এই ফটোগ্রাফিতে সেটি তুলে ধরার চেষ্টা করেছি।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
🌼ধন্যবাদ🌼
বিষয়: ফোটোগ্রাফি 📸
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো বেশ ব্যতিক্রমধর্মী। তবে আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে দারুণ সুন্দর লাগছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির সাজানো গুছানো বর্ণনা গুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ভার্সিটিতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। চমৎকার পরিবেশে বেশ ভালো সময় কাটিয়েছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ভার্সিটির ডিজাইন বেশ অসাধারণ। ভার্সিটির কর্নারের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমাদের মাঝে খুব সুন্দর করে তুলে ধরেছেন বর্ণনার সাথে পাশাপাশি লোকেশন সহ উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো।
আমার করা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
তোমার ভার্সিটির করা কিছু চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখে চোখ জুড়িয়ে গেল।সেই সাথে ওভারব্রিজ থেকে ঢাকার ভেজা রাস্তার ছবিটি ও কিন্তু অসাধারণ হয়েছে।প্রত্যাশা করছি আগামীতে তোমার করা আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো।ভালো থেকো সবসময়।♥♥