আজকে বিকেলের কিছু মুহুর্ত ||
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের বিকেলের কিছু মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
আজকে বিকেলে অনেকদিন পর আমি নীলফামারী বড় মাঠে যাই। বাসা থেকে বের হাওয়ার আগে আমার এক বন্ধুকেও আসতে বলি। তারপর বিকেলে ফ্রেশ হয়ে রিক্সায় করে বড় মাঠে যাই। বড় মাঠে যেয়ে বন্ধুর সাথে দেখা। বড় মাঠে আমাদের অনেক ফ্রেন্ড প্রতিদিন বিকেলে ফুটবল খেলে। তাদের সাথেও দেখা হলো কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর তারা খেলা শুরু করে দিলো। এরপর আমি আর আমার ফ্রেন্ড হামজা মিলে মাঠের বিখ্যাত নুরার মাখা খেতে যাই। নুরার মাখা নিয়ে খেতে খেতে তাদের খেলা দেখি।
খেলা দেখতে দেখতেই আকাশ অন্ধকার হয়ে আসে। বুঝাই যাচ্ছিলো একটু পরেই বৃষ্টি আসবে। আকাশের কালো মেঘগুলো অনেক সুন্দর লাগছিলো সেইসাথে ঠান্ডা বাতাস মনকে যেন ছুয়ে যাচ্ছে। আমি মাঠসহ আকাশের ছবি তুলে নেই। সেইসময় প্রকৃতি অসম্ভব সুন্দর হয়ে উঠেছিলো আর আমরা সেটি উপভোগ করতে থাকি।
একটু পরেই শুরু হয় বৃষ্টি মাঠের পাশেই টাউন হল, আমরা সেখানে দৌড়ে চলে যাই যাতে বৃষ্টিতে ভিজে না যাই। আর মাঠে যারা ফুটবল খেলছিলো তারা বৃষ্টির মধ্যেই বেশ মজা করে ফুটবল খেলছিলো আর আমরা টাউনহল থেকে তাদের খেলা দেখছিলাম। আসলেই বৃষ্টির মাঝে ফুটবল খেলার মজাই আলাদা।
এই বড় মাঠেই আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তারই প্রস্তুতি চলছে কারণ পরশুদিন অর্থাৎ ২৯ তারিখ পবিত্র ঈদ। এরকারনেই বাশের প্যান্ডেল দিয়ে মাঠটি সাজানো হচ্ছে।
এরপর বৃষ্টি থামলে আমরা টাউন হল থেকে মাঠে নামি। তখন আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছিলো। বৃষ্টির পরে আকাশটা অনেক সুন্দর লাগছিলো আর বৃষ্টির পরের পরিবেশ আরো সুন্দর লাগছিলো।
এরপর খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আমি হামজা আর আমাক আরেক বন্ধু যে এতক্ষণ ফুটবল খেলছিলো আমরা এই বৃষ্টির ঠান্ডা আবহাওয়া তে চা খেতে যাই। বৃষ্টিস্নাত চা আমার অনেক বেশি প্রিয়। চায়ের দোকানে যেয়ে চা খাওয়ার আগে কিছু ভাজাপোড়া খাই। ভাজাপোড়া ও আমার অনেক প্রিয়। আমরা গরম গরম বেগুনি আর সিঙ্গারা খাই। ভাজাপোড়া গুলো অনেক মজাদার ছিলো।
খাওয়া শেষ করে সবাই সবার বাসায় ফিরে আসি। এই ছিলো আমার আজকের বিকেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই। দেখা হবে অন্য একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
আপনি বিকাল বেলা বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। বিকাল বেলা ঘুরাঘুরি আর খেলাধুলা করলে মন ভালো থাকে আর এর সাথে শরীরও ভালো থাকে। খেলার মাঠে গিয়ে মেঘলা আকাশের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আকাশ কালো করে এসে যখন শীতল বাতাস ছাড়ে তখন খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি বৃষ্টি এসে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। ধন্যবাদ বিকালের সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনার আজকের মুহূর্তটা দারুন ছিল। আসলে বিকেল বেলা ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেলা বা ফুটবল খেলা গুলো উপভোগ করা দুটোই ভালোলাগার বিষয়। আপনার বন্ধুর সাথে কাটানো মুহূর্ত ফাস্টফুড খাওয়া সব মিলিয়ে দারুন একটা মুহূর্ত পার করেছেন।
আপনি ঠিক বলেছেন সব মিলিয়ে একটা দারুণ মুহুর্ত পার করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি পড়ার জন্য।
বিকেল বেলায় বন্ধুর সাথে দেখছি বেশ ভালোই মুহূর্ত কেটেছিল আপনার। খাওয়া-দাওয়া বেশ ভালোই করেছিলেন। আপনারা নুরার মাখা খেয়েছিলেন, দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। চা দোকানে গিয়েছিলেন সে সাথে ভাজাপোড়া উঠেছিলেন চা খেয়েছিলেন। আপনার মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করেছি পড়ে। আমাদের মাঝে আপনার কাটানো মুহূর্ত টা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।