আমার অঙ্কন ও পদ্ধতি || আমার বাংলা ব্লগ কমিউনিটি || জুতা অঙ্কন।

আসসালামুয়ালাইকুম বন্ধুগণ,

সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার একটি অঙ্কন শেয়ার করতে যাচ্ছি। একটি জুতার অঙ্কন।

[ তো সবাইকে স্বাগতম জানিয়ে আমার পোস্টটি শুরু করছে ]

IMG_20210817_145810_0~3.jpg

অঙ্কন ও পদ্ধতি:-

ধাপ-১:-

IMG_20210817_143928_5~2.jpg
প্রথম ধাপটিতে আমি স্পষ্ট ভাবে পেন্সিল দিয়ে জুতোটি ছবি অঙ্কন করে নিয়েছি যাতে পরবর্তীতে কোন ভুল না হয়।

ধাপ-২:-

IMG_20210817_145036_6~2.jpg

দ্বিতীয় ধাপটি দে আমি শুধুমাত্র পেন্সিলের উপর কলম ঘড়ি এ ছবিটি আরেকটু উজ্জ্বল করার চেষ্টা করেছি।

ধাপ-৩:-

IMG_20210817_145810_0~3.jpg

তৃতীয় ধাপ কেটে আমি আমার অংকন টি পেন্সিল এর মাধ্যমে পুরোপুরি সম্পূর্ণ করেছি।

ছবিটি অঙ্কন করতে আমি শুধু একটি পেন্সিল এবং একটি কলমের ব্যবহার করেছি। ছবিটিতে আমি কোন ধরনের রঙের ব্যবহার করতে পারিন নাই। ছবিটিতে রঙের ব্যবহার করতে পারলে খুবই আরও উজ্জ্বল হতো কিন্তু তারপরও আমি না থাকার কারণে ছবিটি এভাবেই একে ফেললাম।

আমার অংকন টি ভাল লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।

সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ঘরের মধ্যে থাকবেন।
#Cc:-
@amarbanglablog
@rme
@blacks
@rex-sumon

আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64669.52
ETH 3430.49
USDT 1.00
SBD 2.52