||এসো নিজে করি||রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি||10% beneficiary for@ shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামুয়ালাইকুম আদাব

মার বাংলা ব্লগ এর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি মোঃ আসাদুল ইসলাম আল-আমিন, আমার ইউজার আইডি@bazlur। আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজ রোজ মঙ্গলবার, প্রতিদিনের মত আজকেও আপনাদের মাঝে নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

IMG_20220410_182641.jpg

IMG_20220315_170636.png

কার্ডবোর্ড
সাদা কাগজ
সবুজ রঙের কাগজ
হলুদ রঙের কাগজ
কালো রঙের কাগজ
কলম
কাঁচি
আঠা

IMG_20220325_194831.png

IMG_20220410_163444.jpgIMG_20220410_164050.jpg
প্রথমে কার্ডবোর্ড নেই এবং কার্ডবোর্ড এর উপর আঠা দিয়ে সাদা কাগজে লাগিয়ে নেই।
IMG_20220410_165545.jpgIMG_20220410_163620.jpg
এখন সবুজ কাগজের কিছু অংশ কেটে দুইটি ছোট ও দুইটি বড় রোল বানিয়ে নেই।
IMG_20220410_163339.jpgIMG_20220410_163525.jpg
বানিয়ে নেয়া রোল গুলোকে আঠা দিয়ে চিত্রের মতো করে লাগিয়ে নেই।
IMG_20220410_163951.jpgIMG_20220410_163806.jpg
এখন কালো কাগজের একটি মানুষ আকৃতির অংশ কেটে নেই এবং অংশটিকে আঠা দিয়ে লাগিয়ে নেই। এরপর হলুদ কাগজ ভাঁজ করে তার উপর প্রজাপতি আকৃতি এঁকে নিয়ে কাঁচি দিয়ে কেটে নেই।
IMG_20220410_164254.jpgIMG_20220410_163918.jpg
চিত্রের মতো করে কয়েকটি প্রজাপতি বানিয়ে নেই। এরপর সে গুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেই।
IMG_20220410_163729.jpgIMG_20220410_163857.jpg
এখন কাল কাগজের কিছু অংশ কাঁচি দিয়ে চিকন করে কেটে নেই এবং সেগুলো কে প্রজাপতির মাথায় আঠা দিয়ে লাগিয়ে নেই।

IMG20220409130227.jpg

এখন কলম দিয়ে চিত্রের মত করে প্রজাপতির উপর তিনটি করে ফোটা দিয়ে নেই।

IMG20220409130654.jpg

কলম দিয়ে ফোটা দেয়া শেষ হয়ে এলে ওয়ালমেট তৈরি কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের বানানো ওয়ালমেট টি অনেক ভালো লাগবে।আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

হ্যালো বন্ধুরা আমি মোঃ আসাদুল ইসলাম আল আমিন। আমি একজন স্টুডেন্ট।আমার শখ ভ্রমণ করা। আমার পছন্দের খেলা ক্রিকেট ও ফুটবল।আমি আমার অবসর সময়ে নিত্যনতুন কিছু বানাতে চেষ্টা করি।আমি বাংলাদেশের রংপুর বিভাগ এর কুড়িগ্রাম জেলায় বসবাস করি।আমি বাংলা ভাষায় কথা বলতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি।

ধন্যবাদ সকলকে

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXAz4pZwywE4FaJ933CY3zyeD41FdsmYEbsfztVMfmL4i2uZXsVY7VoFbuEedar8udNUXCcQCG9XRuhV8Gj...3iwASFwMBbi7BA5S2V89LofjuFTKah5sZ2wf2r3wr83WLEWbFVdg9txP1gCQL4GtJhgetWKoxndqvzgDgD3AiXTSnufFdmQ8mUuxX4nNpkE2UYgchsMeksBUDK.gif

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq1HetAMXYmraDN6Mt4KDU...adsuTwBF9wksHjMjvs27NiDLYuhT8yfGKyrKRhGEvXGAhpNKzgbZrCWjoidCDcFRekPKDNe1rZVh3tzMJi9EngMN8upiWcXBdi2KXtq9QRJ4doNmLzxzyZ7MJD.gif

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1shZHpJjbbvHiLHD92jN7726rP9HjzhjTtDrxm1iHcxrCnxzNa9p6CxzYTeACLfRvjXmMHy75iS6HxyoDhN...hg7MpYD1GojvjwNUNLhWvDPxYLYXqy6PgjtSMkLepcM7Wr2HqAPkKjFy8C1QeU2Xx3qsNjCj1oFkDt31Xr44m8J21RNAWMdSn8AdT7xpB8bJjW12C7tHbhyQmt.png

Sort:  
 2 years ago 

ভিন্নধর্মী একটা ওয়ালমেট তো দেখতে পারলাম ।।আপনি খুবই দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন।। প্রজাপতিগুলো দেখতে অসাধারণ লাগছে।। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। আমি তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। সত্যি কথা বলতে আমার কাছে আপনার রঙিন কাগজের তৈরিকৃত ওয়ালমেট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে এই ওয়ালমেট তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন ধাপে ধাপে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট তৈরি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য প্রদানের জন্য

 2 years ago 

আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি দেখতে বেশ সুন্দর হয়েছে।বিশেষ করে প্রজাপতি গুলো বেশ সুন্দর লাগছে।কালার গুলোও অনেক সুন্দর। প্রতিটি ধাপ আপনি সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য প্রদানের জন্য

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনারা তৈরি করা ওয়ালমেট আমার কাছে ভালো লেগেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। দারুন এই ওয়ালমেট তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর মতামত প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

খুবই সুন্দর একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন রঙিন পেপার দিয়ে প্রজাপতি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আইডিয়াটি দারুন ছিল ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার কাজটি জাস্ট অসাধারণ হয়েছে।
বেশ ইউনিক ছিলো।ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে এটি তৈরি করতে অনেক ধৈর্য ও সময় এর প্রয়োজন হয়েছিল।
ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট আমার অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ।আপনি তো দেখছি প্রজাপতি সমাহার ঘটিয়ে ফেলেছেন। ভালো লাগলো আপনার আজকের ওয়ালমেট তৈরি এভাবেই এগিয়ে যান সফলতার পথে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে

 2 years ago 

খুব সুন্দর ভিন্নধর্মী একটি ওয়ালমেট আপনি তৈরি করেছেন ।দেখতে খুবই ভালো লাগছে ।প্রজাপতিগুলো খুব ভালো বানিয়েছেন ।এ ধরনের প্রজাপতিগুলো কিনতে পাওয়া যায় অনেকে দেয়ালে লাগিয়ে রাখে ঠিক সেইরকম প্রজাপতি আপনি বানিয়েছেন ।প্রতিটি ধাপে ধাপে সবকিছু বানিয়ে খুব সুন্দর করে দেখিয়েছেন।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার এত সুন্দর মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভাইয়া আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটা ওয়ালমেট করেছেন। খুব সুন্দর লাগছে আপনার ওয়ালমেট টি । প্রজাপতি গুলো খুব সুন্দর দেখাচ্ছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালম্যাট বানানো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনি সব সময় সুন্দর সুন্দর কাছে আমাদের মাঝে উপহার দেবেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে শুভকামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56160.19
ETH 2367.48
USDT 1.00
SBD 2.31