এসো নিজে করি (DIY )||ম্যাচ এর কাঠি দিয়ে খাট তৈরি||10%beneficiary for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম । আশা করি সৃষ্টিকর্তা মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভাল আছি । আজ আমি আপনাদের মাঝে আমার নতুন একটি ডি আই এ শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।

IMG_20220118_100351.jpg

উপকরণ:

১. ম্যাচের কাঠি

২. আঠা

ম্যাচের কাঠি দিয়ে খাট তৈরি প্রক্রিয়া:

ধাপ ১:

IMG_20220106_101936.jpg

প্রথমে অনেকগুলো ম্যাচের কাঠি নিয়ে নিলাম।

ধাপ ২:

IMG_20220106_102257.jpg

এরপর ম্যাচের কাঠি গুলো আঠা দিয়ে একসাথে লাগিয়ে 6 টি বড় সাইজ ও দুইটি ছোট সাইজ এর করে নিলাম।

ধাপ ৩:

IMG_20220106_102825.jpg

এখন দুইটি বড় সাইজের একসাথে করা ম্যাচের কাঠি গুলো নিলাম।

ধাপ ৪:

IMG_20220106_102841.jpg

একসাথে লাগানো বড় সাইজের ম্যাচের কাঠিগুলো আঠা দিয়ে চিত্রের ন্যায় একসাথে লাগিয়ে নিলাম।

ধাপ ৫:

IMG_20220106_102917.jpg

এবার ছোট সাইজের দুইটি ম্যাচের কাঠি নিলাম।

ধাপ ৬:

IMG_20220106_103213.jpg

এখন চিত্রের ন্যায় ছোট সাইজের ম্যাচ কাঠিগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ ৭:

IMG_20220106_103248.jpg

এবার আবার দুইটি বড় সাইজের ম্যাচ কাঠি নিলাম।

ধাপ ৮:

IMG_20220106_104741.jpg

বড় সাইজের ম্যাচ কাঠিকে চিত্রের ন্যায় দুপাশে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ ৯:

IMG_20220106_104759.jpg

এখন আবার দুটি বড় সাইজের ম্যাচ কাঠি নিলাম।

ধাপ ১০:

IMG_20220106_110509.jpg

এখন ম্যাচ কাঠিগুলোকে অষ্টম ধাপে বানানো অংশের উপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ ১১:

IMG_20220107_001435.jpg

এখন চিত্রের ন্যায় ম্যাচ কাঠি গুলো কে একসাথেগিয়ে নিলাম।

ধাপ ১২:

IMG_20220107_083027.jpg

11 ধাপে বানানো অংশটি চিত্রের ন্যায় আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ ১৩:

IMG_20220108_101728.jpg

একটু আগে বানানো অংশের চেয়ে অল্প একটু বড় করে বানিয়ে নিলাম।

ধাপ১৪:

IMG_20220108_102408.jpg

এবার বানানো অংশটি চিত্রের ন্যায় আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ ১৫:

IMG_20220118_095636.jpg

এবার ম্যাচের কাঠি গুলোকে চিত্রের ন্যায় আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

শেষের ধাপ:

IMG_20220118_100317.jpg

15 ধাপে বানানো অংশগুলো চিত্রের ন্যায় আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

এভাবেই ধীরে ধীরে তৈরী হয়ে গেল আমার নতুন ম্যাচ কাঠির ডি আই এ।

আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে ।ধন্যবাদ সকলকে।

Sort:  

ওয়াও অসাধারণ হয়েছে আপনার তৈরি খাট। ম্যাচের কাঠি দিয়ে অসাধারণ ভাবে তৈরি করেছেন আপনি খাটটি। খুব ইউনিক একটি পোস্ট ছিল এটি ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল আপনার প্রতি

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার এই পোস্টটি পড়ার জন্য আশা করি সামনে আরও ভাল ভাল পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করব

Very beautiful

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

আপনার খাটের ডিজাইন দেখে ভাবতেছি সত্যি সত্যি কাঠের এরকম ডিজাইনের খাট বানাবো। অসাধারণ হয়েছে ভাই। শুভকামনা আপনার জন্য

 3 years ago 

হুম ভাইয়া আমারও ইচ্ছা আছে আমি এইরকম একটা ডিজাইনের খাট বানাবো। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারণ আপনার কারুকাজ। আপনি খুব সুন্দর করে দক্ষতার সাথে কারুকাজ টি সম্পন্ন করেছেন। আপনার প্রশংসা না করে পারছিনা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ভাইয়া আপনার ম্যাচের কাঠি দিয়ে তৈরি খাটটি কিন্তু অসাধারণ হয়েছে । দেখে মনে হচ্ছে যে রাজার খাট। আপনি খুব সময় এবং পরিশ্রম করে এই খাটটি বানিয়েছেন তা আপনার বানানোর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। এত ছোট ছোট ম্যাচের কাঠি একটার সঙ্গে আরেকটা জোড়া লাগানো খুবই কষ্টকর। আপনার পরিশ্রম সার্থক হয়েছে। খুবই চমৎকার হয়েছে দেখতে খাটটি।

 3 years ago 

ধন্যবাদ আপু । কঠোর পরিশ্রম করেই তো ভালো কিছু পাওয়া যায়।এই খাট টি বানাতে আমার অনেক পরিশ্রম হয়েছে এবং অবশেষে আমি এটি বানাতে পেরেছি।

 3 years ago 

প্রথমেই আপনার ধৈর্যের অনেক প্রশংসা করতেই হয়।আপনি কত ধৈর্য সহকারে একটার পর একটা ম্যাচের কাঠি দিয়ে খাট তৈরি করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। এবং নিখুঁত ভাবে তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটিখাট তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার এই পোস্টটি পড়ার জন্য ও এতো সুন্দর করে কমেন্ট করার জন্য

 3 years ago 

ওয়াও অসাধারন আপনাকে ক্রিয়েটিভিটি প্রশংসা করতেই হয়। আপনি খুব ধৈর্য্য সহকারে ম্যাচের কাঠি দিয়ে একটি খাট তৈরি করে ফেলেছেন। এটি তৈরি করতে অনেক সময় লেগেছে। এটি দেখতে অসাধারণ লাগছে আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ।আমার এটা জেনে খুশি হচ্ছে যে আমার এই ক্রিয়েটিভিটি টা অনেকের কাছেই ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন

 3 years ago 

খুবই ক্রিয়েটিভ একটি পোস্ট। ম্যাচের কাঠি দিয়ে খাট বানানো সচরাচর দেখা যায় না। আপনার ম্যাচের কাঠির খাট খুবই সুন্দর দেখাচ্ছে। বেশ দক্ষতার সঙ্গে খাট টি বানিয়েছেন আপনি বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66785.43
ETH 3494.10
USDT 1.00
SBD 2.83